ETV Bharat / sports

'সিদ্ধান্ত প্রত্যাহার করুন', পেনাল্টি পেয়েও রেফারির ভুল শুধরে শিরোনামে সিআর সেভেন - সিআর সেভেন

Cristiano Ronaldo: চ্যাম্পিয়নস লিগে সোমবার ইরানের পার্সেপোলিসের বিরুদ্ধে নেমেছিল সিআর সেভেনের ক্লাব আল নাসের ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটে রোনাল্ডোকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় সৌদির ক্লাবটি ৷ কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক নয়, তাই রেফারিকে তা প্রত্যাহার করতে বললেন ক্রিশ্চিয়ানো ৷

Cristiano Ronaldo
রেফারিকে সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন রোনাল্ডোর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 1:12 PM IST

রিয়াদ, 28 নভেম্বর: তিনি গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ তবে মাঠে তাঁর ঔদ্ধত্যের প্রসঙ্গ এলেই নাক সিঁটকোন অনেকে ৷ অথচ আগ্রাসনের আতিশয্যে যে লুকানো রয়েছে এক অন্য ক্রিশ্চিয়ান রোনাল্ডো, তার নিদর্শন দেখল এএফসি চ্যাম্পিয়নস লিগ ৷ সোমবার ঘরের মাঠে ইরানের পার্সেপোলিসের বিরুদ্ধে নেমেছিল সিআর সেভেনের ক্লাব আল নাসের ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটে রোনাল্ডোকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় সৌদির ক্লাবটি ৷ কিন্তু সিদ্ধান্ত সঠিক নয়, তাই রেফারিকে পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করে দৃষ্টান্ত তৈরি করলেন পর্তুগিজ তারকা ৷

তাঁদের বিরুদ্ধে যাওয়া সিদ্ধান্তের প্রতিবাদে রেফারিকে প্রতিবাদ জানাতে থাকেন পার্সেপোলিস ফুটবলাররা ৷ প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গ দিয়ে রেফারিকে একই আবেদন করেন ক্রিশ্চিয়ানোও ৷ দু'তরফেই আবেদনের পর রেফারি তাঁর সিদ্ধান্তের জন্য ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেন এবং শেষে পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন ৷

  • Cristiano Ronaldo waved off his own penalty against Persepolis, telling the referee himself he didn't believe it was a foul. 👀

    Not something you see every day in football. 👏 pic.twitter.com/do8L58tFYJ

    — CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাভাবিকভাবেই রোনাল্ডোর সততার এই নিদর্শন মনে দাগ কেটে গিয়েছে ফুটবলপ্রেমীদের ৷ সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো ৷ এই ঘটনার পর ম্যাচের প্রথমার্ধেই (17 মিনিট) লাল কার্ড দেখে বেরিয়ে যান আল নাসের ডিফেন্ডার আলি লাজামি ৷ দশজনে খেলেও শেষ পর্যন্ত সৌদির ক্লাবটি ম্যাচটি গোলশূন্য রাখে ৷

যদিও ঘরের মাঠে এই পয়েন্ট নষ্ট পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা হয়নি রোনাল্ডোর ক্লাবের জন্য ৷ কারণ গ্রুপ-ই'র শীর্ষে থেকেই থেকে নকআউটে যাওয়া ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে তারা ৷ সোমবারের ম্যাচে পয়েন্ট ভাগ করে নিলেও প্রথম চার ম্যাচে জয় পেয়েছে সৌদির ক্লাবটি ৷ সৌদি প্রো-লিগেও ভালো জায়গায় রয়েছেন রোনাল্ডোরা ৷ 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে আল নাসের ৷

আরও পড়ুন:

  1. পাঁচ গোলে বদলা ওড়িশা এফসি'র, এএফসি থেকে বিদায় বাগানের
  2. রিয়াদ সিজন কাপে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা
  3. ভেগাস ধর্ষণ মামলায় রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ আমেরিকার আদালতে খারিজ

রিয়াদ, 28 নভেম্বর: তিনি গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ তবে মাঠে তাঁর ঔদ্ধত্যের প্রসঙ্গ এলেই নাক সিঁটকোন অনেকে ৷ অথচ আগ্রাসনের আতিশয্যে যে লুকানো রয়েছে এক অন্য ক্রিশ্চিয়ান রোনাল্ডো, তার নিদর্শন দেখল এএফসি চ্যাম্পিয়নস লিগ ৷ সোমবার ঘরের মাঠে ইরানের পার্সেপোলিসের বিরুদ্ধে নেমেছিল সিআর সেভেনের ক্লাব আল নাসের ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটে রোনাল্ডোকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় সৌদির ক্লাবটি ৷ কিন্তু সিদ্ধান্ত সঠিক নয়, তাই রেফারিকে পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করে দৃষ্টান্ত তৈরি করলেন পর্তুগিজ তারকা ৷

তাঁদের বিরুদ্ধে যাওয়া সিদ্ধান্তের প্রতিবাদে রেফারিকে প্রতিবাদ জানাতে থাকেন পার্সেপোলিস ফুটবলাররা ৷ প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গ দিয়ে রেফারিকে একই আবেদন করেন ক্রিশ্চিয়ানোও ৷ দু'তরফেই আবেদনের পর রেফারি তাঁর সিদ্ধান্তের জন্য ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেন এবং শেষে পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন ৷

  • Cristiano Ronaldo waved off his own penalty against Persepolis, telling the referee himself he didn't believe it was a foul. 👀

    Not something you see every day in football. 👏 pic.twitter.com/do8L58tFYJ

    — CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাভাবিকভাবেই রোনাল্ডোর সততার এই নিদর্শন মনে দাগ কেটে গিয়েছে ফুটবলপ্রেমীদের ৷ সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো ৷ এই ঘটনার পর ম্যাচের প্রথমার্ধেই (17 মিনিট) লাল কার্ড দেখে বেরিয়ে যান আল নাসের ডিফেন্ডার আলি লাজামি ৷ দশজনে খেলেও শেষ পর্যন্ত সৌদির ক্লাবটি ম্যাচটি গোলশূন্য রাখে ৷

যদিও ঘরের মাঠে এই পয়েন্ট নষ্ট পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা হয়নি রোনাল্ডোর ক্লাবের জন্য ৷ কারণ গ্রুপ-ই'র শীর্ষে থেকেই থেকে নকআউটে যাওয়া ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে তারা ৷ সোমবারের ম্যাচে পয়েন্ট ভাগ করে নিলেও প্রথম চার ম্যাচে জয় পেয়েছে সৌদির ক্লাবটি ৷ সৌদি প্রো-লিগেও ভালো জায়গায় রয়েছেন রোনাল্ডোরা ৷ 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে আল নাসের ৷

আরও পড়ুন:

  1. পাঁচ গোলে বদলা ওড়িশা এফসি'র, এএফসি থেকে বিদায় বাগানের
  2. রিয়াদ সিজন কাপে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা
  3. ভেগাস ধর্ষণ মামলায় রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ আমেরিকার আদালতে খারিজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.