রিয়াদ, 28 নভেম্বর: তিনি গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ তবে মাঠে তাঁর ঔদ্ধত্যের প্রসঙ্গ এলেই নাক সিঁটকোন অনেকে ৷ অথচ আগ্রাসনের আতিশয্যে যে লুকানো রয়েছে এক অন্য ক্রিশ্চিয়ান রোনাল্ডো, তার নিদর্শন দেখল এএফসি চ্যাম্পিয়নস লিগ ৷ সোমবার ঘরের মাঠে ইরানের পার্সেপোলিসের বিরুদ্ধে নেমেছিল সিআর সেভেনের ক্লাব আল নাসের ৷ ম্যাচের দ্বিতীয় মিনিটে রোনাল্ডোকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় সৌদির ক্লাবটি ৷ কিন্তু সিদ্ধান্ত সঠিক নয়, তাই রেফারিকে পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করে দৃষ্টান্ত তৈরি করলেন পর্তুগিজ তারকা ৷
তাঁদের বিরুদ্ধে যাওয়া সিদ্ধান্তের প্রতিবাদে রেফারিকে প্রতিবাদ জানাতে থাকেন পার্সেপোলিস ফুটবলাররা ৷ প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গ দিয়ে রেফারিকে একই আবেদন করেন ক্রিশ্চিয়ানোও ৷ দু'তরফেই আবেদনের পর রেফারি তাঁর সিদ্ধান্তের জন্য ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেন এবং শেষে পেনাল্টির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন ৷
-
Cristiano Ronaldo waved off his own penalty against Persepolis, telling the referee himself he didn't believe it was a foul. 👀
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Not something you see every day in football. 👏 pic.twitter.com/do8L58tFYJ
">Cristiano Ronaldo waved off his own penalty against Persepolis, telling the referee himself he didn't believe it was a foul. 👀
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) November 27, 2023
Not something you see every day in football. 👏 pic.twitter.com/do8L58tFYJCristiano Ronaldo waved off his own penalty against Persepolis, telling the referee himself he didn't believe it was a foul. 👀
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) November 27, 2023
Not something you see every day in football. 👏 pic.twitter.com/do8L58tFYJ
স্বাভাবিকভাবেই রোনাল্ডোর সততার এই নিদর্শন মনে দাগ কেটে গিয়েছে ফুটবলপ্রেমীদের ৷ সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো ৷ এই ঘটনার পর ম্যাচের প্রথমার্ধেই (17 মিনিট) লাল কার্ড দেখে বেরিয়ে যান আল নাসের ডিফেন্ডার আলি লাজামি ৷ দশজনে খেলেও শেষ পর্যন্ত সৌদির ক্লাবটি ম্যাচটি গোলশূন্য রাখে ৷
যদিও ঘরের মাঠে এই পয়েন্ট নষ্ট পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা হয়নি রোনাল্ডোর ক্লাবের জন্য ৷ কারণ গ্রুপ-ই'র শীর্ষে থেকেই থেকে নকআউটে যাওয়া ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে তারা ৷ সোমবারের ম্যাচে পয়েন্ট ভাগ করে নিলেও প্রথম চার ম্যাচে জয় পেয়েছে সৌদির ক্লাবটি ৷ সৌদি প্রো-লিগেও ভালো জায়গায় রয়েছেন রোনাল্ডোরা ৷ 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে আল নাসের ৷
আরও পড়ুন: