ETV Bharat / sports

প্রথম ডিভিশন ফুটবলে সর্বোচ্চ গোলদাতা সিআর সেভেন - প্রথম ডিভিশন ফুটবলে সর্বোচ্চ গোলদাতা সিআর সেভেন

Cristiano Ronaldo Now has Most First-division Goals: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে সৌদি প্রো লিগে আল আখদৌদের বিরুদ্ধে 3-0 গোলে জয় পেল আল নাসের ৷ সেই সঙ্গে প্রথম ডিভিশনে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি ৷

Image Courtesy: Cristiano Ronaldo X
Image Courtesy: Cristiano Ronaldo X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 8:28 PM IST

রিয়াদ, 25 নভেম্বর: আরও একটি মাইলফলক ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ শুক্রবার রাতে আল আখদৌদের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি ৷ সেই সঙ্গে প্রথম ডিভিশন ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হলেন পর্তুগিজ মহাতারকা ৷ বর্তমানে 527টি লিগ গোল রয়েছে তাঁর নামে ৷ শুক্রবার রাতে রিয়াদের আল-আওয়াল পার্কে আল আখদৌদের বিরুদ্ধে 3-0 গোলে জেতে আল নাসের ৷ এ দিনের পর 2023 ক্যালেন্ডার বর্ষে মোট 61 গোল করে ফেললেন 38 বছরের ক্রিশ্চিয়ানো ৷

ম্যাচের দ্বিতীয়ার্ধে 77 ও 80 মিনিটে দু’টি গোল করেন রোনাল্ডো ৷ সেই সঙ্গে প্রথম ডিভিশন ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন তিনি ৷ শুক্রবার রাতের ম্যাচে 77 মিনিটে দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোলটি করেন সিআর সেভেন ৷ বক্সের ডান দিক থেকে তাঁর জোড়াল শট আল আখদৌদ গোলকিপারকে পরাস্ত করে বারের কোণা দিয়ে জালে জড়িয়ে যায় ৷ এর তিন মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো ৷ 40 গজের বক্সে অনেকটা বাইরে থেকে উঁচু করে বাড়ানো বল সোজা গোলে ঢুকে যায় ৷

গত জানুয়ারি মাসে আল নাসের ক্লাবে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তখন থেকে এখনও পর্যন্ত আল নাসেরের হয়ে 42 ম্যাচে 36 গোল করেছেন তিনি ৷ আর চলতি মরশুমে আল নাসেরের হয়ে 13 ম্যাচে 15 গোল করেছেন রোনাল্ডো ৷ 2023-24 মরশুমে এখনও পর্যন্ত সাতটি গোলে অ্যাসিসট করেছেন তিনি ৷ 2022 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কর বিরুদ্ধে 0-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে ৷ সেই সময় একমাত্র ফুটবলার ছিলেন তিনি, যাঁর বিশ্বকাপ শেষে ফুটবল কেরিয়ার কোনও দিকে যাবে ? তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল ৷

2021 সালে স্যর অ্যালেক্স ফার্গুসনের কথায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ৷ কিন্তু, বিশ্বকাপের আগে পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারের জেরে কোচ ও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা আরও বেড়ে যায় রোনাল্ডোর ৷ সেই সময় তাঁকে বহিষ্কার করা হয় ৷ বিশ্বকাপ খেলাকালীন কোনও ক্লাব ছিল না রোনাল্ডোর ৷ বিশ্বকাপের পর ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে সৌদি আরবে চলে আসেন সিআর সেভেন ৷

আরও পড়ুন:

  1. ভারতের বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল, মুম্বইয়ের স্কুলে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা অলিভার কানের
  2. আর্জেন্তিনার কোচের পদে থাকবেন কি ! ব্রাজিল ম্যাচ জিতে ভাবছেন স্কালোনি
  3. রিয়াদ সিজন কাপে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা

রিয়াদ, 25 নভেম্বর: আরও একটি মাইলফলক ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ শুক্রবার রাতে আল আখদৌদের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি ৷ সেই সঙ্গে প্রথম ডিভিশন ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হলেন পর্তুগিজ মহাতারকা ৷ বর্তমানে 527টি লিগ গোল রয়েছে তাঁর নামে ৷ শুক্রবার রাতে রিয়াদের আল-আওয়াল পার্কে আল আখদৌদের বিরুদ্ধে 3-0 গোলে জেতে আল নাসের ৷ এ দিনের পর 2023 ক্যালেন্ডার বর্ষে মোট 61 গোল করে ফেললেন 38 বছরের ক্রিশ্চিয়ানো ৷

ম্যাচের দ্বিতীয়ার্ধে 77 ও 80 মিনিটে দু’টি গোল করেন রোনাল্ডো ৷ সেই সঙ্গে প্রথম ডিভিশন ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন তিনি ৷ শুক্রবার রাতের ম্যাচে 77 মিনিটে দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোলটি করেন সিআর সেভেন ৷ বক্সের ডান দিক থেকে তাঁর জোড়াল শট আল আখদৌদ গোলকিপারকে পরাস্ত করে বারের কোণা দিয়ে জালে জড়িয়ে যায় ৷ এর তিন মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো ৷ 40 গজের বক্সে অনেকটা বাইরে থেকে উঁচু করে বাড়ানো বল সোজা গোলে ঢুকে যায় ৷

গত জানুয়ারি মাসে আল নাসের ক্লাবে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তখন থেকে এখনও পর্যন্ত আল নাসেরের হয়ে 42 ম্যাচে 36 গোল করেছেন তিনি ৷ আর চলতি মরশুমে আল নাসেরের হয়ে 13 ম্যাচে 15 গোল করেছেন রোনাল্ডো ৷ 2023-24 মরশুমে এখনও পর্যন্ত সাতটি গোলে অ্যাসিসট করেছেন তিনি ৷ 2022 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কর বিরুদ্ধে 0-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে ৷ সেই সময় একমাত্র ফুটবলার ছিলেন তিনি, যাঁর বিশ্বকাপ শেষে ফুটবল কেরিয়ার কোনও দিকে যাবে ? তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল ৷

2021 সালে স্যর অ্যালেক্স ফার্গুসনের কথায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ৷ কিন্তু, বিশ্বকাপের আগে পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারের জেরে কোচ ও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা আরও বেড়ে যায় রোনাল্ডোর ৷ সেই সময় তাঁকে বহিষ্কার করা হয় ৷ বিশ্বকাপ খেলাকালীন কোনও ক্লাব ছিল না রোনাল্ডোর ৷ বিশ্বকাপের পর ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে সৌদি আরবে চলে আসেন সিআর সেভেন ৷

আরও পড়ুন:

  1. ভারতের বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল, মুম্বইয়ের স্কুলে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা অলিভার কানের
  2. আর্জেন্তিনার কোচের পদে থাকবেন কি ! ব্রাজিল ম্যাচ জিতে ভাবছেন স্কালোনি
  3. রিয়াদ সিজন কাপে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.