ETV Bharat / sports

TT Player Mouma Das: রোনাল্ডোকে আদর্শ করে টিটি বোর্ডে সাফল্যের স্বপ্ন দেখছেন মৌমা - প্যাডলার

16 জানুয়ারি থেকে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে ৷ সেখানে ফের অংশ নিতে চলেছেন মধ্য তিরিশের মৌমা দাস ৷ আর এই চ্যালেঞ্জে সফল হওয়ার ক্ষেত্রে তাঁর একমাত্র অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo is Inspiration for Mouma Das to Returns National TT Team) ৷

Cristiano Ronaldo is Inspiration for Mouma Das ETV BHARAT
টিটি বোর্ডে সাফল্যের স্বপ্ন দেখছেন মৌমা দাস
author img

By

Published : Jan 2, 2023, 9:26 PM IST

টিটি বোর্ডে প্রত্যাবর্তনে মৌমা দাসের আদর্শ সিআর সেভেন

কলকাতা, 2 জানুয়ারি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই আদর্শ টেবিল টেনিস তারকা মৌমা দাসের (Cristiano Ronaldo is Inspiration for Mouma Das to Returns National TT Team) ৷ পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমসে পদকজয়ী বাঙালি প্যাডলার ফের বোর্ডে ফিরেছেন ৷ গতবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছেন ৷ দীর্ঘদিন পরে রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে শেষচারে পৌঁছে ছিলেন মৌমা ৷ সেখানেও সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পরাজিত তিনি ৷ তবে, পোডিয়াম ফিনিশ না-করতে পারলেও হাল ছাড়তে নারাজ মৌমা দাস ৷

বদলে নতুন বছরের রেজোলিউশন সাজিয়ে নিয়েছেন মৌমা দাস ৷ চলতি মাসের 16 তারিখ জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ৷ সেখানে ভালো ফল করাই পাখির চোখ করেছেন তিনি ৷ এরপর গোয়ায় টেবিল টেনিসে প্রো-টুর্নামেন্ট রয়েছে ৷ সেখানেও নজরকাড়া পারফরম্যান্স করতে চান পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন ৷ নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলতে নেমে নিত্যনতুন চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে মৌমাকে ৷ তবে, সেই চ্যালেঞ্জ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি ৷

নিজের খেলার মাপকাঠি বিশ্লেষণ করে মধ্য তিরিশের বাঙালি প্যাডলারের মনে হয়েছে ফিটনেস বাধা হয়ে দাঁড়াচ্ছে তাঁর সামনে ৷ মৌমা দাস বলেন, “নতুনরা অনেক চটপটে ৷ তবে, টেকনিকের দিক থেকে পিছিয়ে নেই আমি ৷ ফিটনেসের কারণে খেলা দীর্ঘসময় ধরে চললে অসুবিধা হচ্ছে ৷ এটা খেলতে খেলতেই ঠিক হবে বলে মনে করি ৷ ফিটনেস বজায় রাখার ক্ষেত্রে আমার আদর্শ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ মধ্য তিরিশেও ওর ফিটনেস ধরে রাখার চেষ্টা যে কোনও খেলোয়াড়ের আদর্শ ৷ পরীক্ষা করে দেখা গিয়েছে, ও এখনও আরও দশ বছর কমবয়সিদের মত ফিট ৷ আমি তাই ফিটনেস ধরে রাখতে রোনাল্ডোকে আদর্শ করেছি ৷’’

আরও পড়ুন: টিটি বোর্ডে মহাপ্রত্যাবর্তন 38-এর মৌমার

তবে, এখন টেবিল টেনিস খেলোয়াড়ের পাশাপাশি, মা হয়েছেন মৌমা ৷ তাই দায়িত্ব বেড়েছে ৷ এই অবস্থায় বাড়ির সমর্থন তাঁকে আরও উজ্জীবিত করছে এগিয়ে যেতে ৷ একইভাবে কর্মক্ষেত্রের সমর্থনও অবসরের ভাবনাকে দূরে রাখতে সাহায্য করছে ৷ আপাতত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে দেশের হয়ে খেলার পরিকল্পনা তৈরি করছেন ৷ তাই ধাপে ধাপে ফের দেশের প্রথম সারির টেবিল টেনিস খেলোয়াড়ের বৃত্তে ঢুকতে চান মৌমা দাস ৷

টিটি বোর্ডে প্রত্যাবর্তনে মৌমা দাসের আদর্শ সিআর সেভেন

কলকাতা, 2 জানুয়ারি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই আদর্শ টেবিল টেনিস তারকা মৌমা দাসের (Cristiano Ronaldo is Inspiration for Mouma Das to Returns National TT Team) ৷ পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমসে পদকজয়ী বাঙালি প্যাডলার ফের বোর্ডে ফিরেছেন ৷ গতবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছেন ৷ দীর্ঘদিন পরে রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে শেষচারে পৌঁছে ছিলেন মৌমা ৷ সেখানেও সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পরাজিত তিনি ৷ তবে, পোডিয়াম ফিনিশ না-করতে পারলেও হাল ছাড়তে নারাজ মৌমা দাস ৷

বদলে নতুন বছরের রেজোলিউশন সাজিয়ে নিয়েছেন মৌমা দাস ৷ চলতি মাসের 16 তারিখ জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ৷ সেখানে ভালো ফল করাই পাখির চোখ করেছেন তিনি ৷ এরপর গোয়ায় টেবিল টেনিসে প্রো-টুর্নামেন্ট রয়েছে ৷ সেখানেও নজরকাড়া পারফরম্যান্স করতে চান পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন ৷ নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলতে নেমে নিত্যনতুন চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে মৌমাকে ৷ তবে, সেই চ্যালেঞ্জ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি ৷

নিজের খেলার মাপকাঠি বিশ্লেষণ করে মধ্য তিরিশের বাঙালি প্যাডলারের মনে হয়েছে ফিটনেস বাধা হয়ে দাঁড়াচ্ছে তাঁর সামনে ৷ মৌমা দাস বলেন, “নতুনরা অনেক চটপটে ৷ তবে, টেকনিকের দিক থেকে পিছিয়ে নেই আমি ৷ ফিটনেসের কারণে খেলা দীর্ঘসময় ধরে চললে অসুবিধা হচ্ছে ৷ এটা খেলতে খেলতেই ঠিক হবে বলে মনে করি ৷ ফিটনেস বজায় রাখার ক্ষেত্রে আমার আদর্শ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ মধ্য তিরিশেও ওর ফিটনেস ধরে রাখার চেষ্টা যে কোনও খেলোয়াড়ের আদর্শ ৷ পরীক্ষা করে দেখা গিয়েছে, ও এখনও আরও দশ বছর কমবয়সিদের মত ফিট ৷ আমি তাই ফিটনেস ধরে রাখতে রোনাল্ডোকে আদর্শ করেছি ৷’’

আরও পড়ুন: টিটি বোর্ডে মহাপ্রত্যাবর্তন 38-এর মৌমার

তবে, এখন টেবিল টেনিস খেলোয়াড়ের পাশাপাশি, মা হয়েছেন মৌমা ৷ তাই দায়িত্ব বেড়েছে ৷ এই অবস্থায় বাড়ির সমর্থন তাঁকে আরও উজ্জীবিত করছে এগিয়ে যেতে ৷ একইভাবে কর্মক্ষেত্রের সমর্থনও অবসরের ভাবনাকে দূরে রাখতে সাহায্য করছে ৷ আপাতত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে দেশের হয়ে খেলার পরিকল্পনা তৈরি করছেন ৷ তাই ধাপে ধাপে ফের দেশের প্রথম সারির টেবিল টেনিস খেলোয়াড়ের বৃত্তে ঢুকতে চান মৌমা দাস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.