হায়দরাবাদ, 13 জানুয়ারি: হকি বিশ্বকাপে আজ স্পেনের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে ভারত ৷ ওড়িশায় আয়োজিত হকি বিশ্বকাপে পি আর শ্রীজেশরা আজ পুল-বি’র প্রথম ম্যাচ খেলতে নামবেন ৷ সেখানে তাঁদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড এবং ওয়েলস ৷ তার আগে ভারতীয় ক্রিকেটের বর্তমান ও প্রাক্তন তারকা এবং ফুটবল দলের অধিনায়ক হকি দলকে শুভেচ্ছা জানালেন ৷ ভারতীয় দলকে বিশ্বজয়ী হওয়ার শুভকামনা জানালেন তাঁরা (Best Wishes to Indian Hockey Team for World Cup) ৷
আর এই তালিকায় সবার আগে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)-দের শুভেচ্ছা জানিয়েছে সচিন লিখেছেন, ‘‘হকি বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ দলকে অনেক অনেক শুভেচ্ছা ৷ আমরা সবাই তোমাদের সমর্থন করব ৷ চক দে !’’
-
Wishing the Indian Men's Hockey Team all the very best for the Hockey World Cup.
— Sachin Tendulkar (@sachin_rt) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We'll all be cheering for you!
Chak De! 🏑 🇮🇳@TheHockeyIndia
">Wishing the Indian Men's Hockey Team all the very best for the Hockey World Cup.
— Sachin Tendulkar (@sachin_rt) January 13, 2023
We'll all be cheering for you!
Chak De! 🏑 🇮🇳@TheHockeyIndiaWishing the Indian Men's Hockey Team all the very best for the Hockey World Cup.
— Sachin Tendulkar (@sachin_rt) January 13, 2023
We'll all be cheering for you!
Chak De! 🏑 🇮🇳@TheHockeyIndia
সচিনের পাশাপাশি, মর্ডান ডে গ্রেট ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) হরমনপ্রীত সিংদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়া পোস্টে বিরাট লিখেছেন, ‘‘বিশ্বকাপের জন্য আমাদের ভারতীয় পুরুষ হকি দলকে আমার শুভেচ্ছা ৷ যাও নিজেদের খেলাটাকে উপভোগ কর ৷ আমরা তোমাদের সঙ্গে আছি ৷ শুভকামনা রইল ৷’’
-
My best wishes to our Indian men's hockey team for the World Cup. Go and enjoy yourself, we all are backing you. Good luck. 🇮🇳💪
— Virat Kohli (@imVkohli) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My best wishes to our Indian men's hockey team for the World Cup. Go and enjoy yourself, we all are backing you. Good luck. 🇮🇳💪
— Virat Kohli (@imVkohli) January 13, 2023My best wishes to our Indian men's hockey team for the World Cup. Go and enjoy yourself, we all are backing you. Good luck. 🇮🇳💪
— Virat Kohli (@imVkohli) January 13, 2023
প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বর্তমান সাংসদ গৌতম গম্ভীর টুইটারে ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তাঁকে আগেও ভারতীয় হকি দলের সাফল্য এবং আবারও তাঁদের সামনে সারিতে উঠে আসা নিয়ে বলতে শোনা গিয়েছে ৷ গৌতম তাঁর ছোট্ট টুইটে বার্তায় লিখেছেন, ‘‘আমার হকি, আমার গর্ব ! এগিয়ে চলো ইন্ডিয়া !’’
-
My Hockey, my pride! Let’s go India! 🇮🇳🇮🇳 #HockeyWorldCup2023
— Gautam Gambhir (@GautamGambhir) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My Hockey, my pride! Let’s go India! 🇮🇳🇮🇳 #HockeyWorldCup2023
— Gautam Gambhir (@GautamGambhir) January 13, 2023My Hockey, my pride! Let’s go India! 🇮🇳🇮🇳 #HockeyWorldCup2023
— Gautam Gambhir (@GautamGambhir) January 13, 2023
আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইটে লেখেন, ‘‘আমাদের ভারতীয় হকি দলকে বিশ্বকাপের জন্য অনেক অনেক শুভেচ্ছা ৷ আসুন আমাদের দলকে সমর্থন জানাই !’’ ভারতীয় হকি দলের ছবি পোস্ট করে তাঁদের বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ যেখানে পুরুষ হকি দলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘‘আমাদের চ্যাম্পিয়নদের জন্য শুভ কামনা রইল ৷’’
-
Wishing Team India🇮🇳 lots of success in the #HockeyWorldCup2023 Let’s cheer our team! @TheHockeyIndia
— VVS Laxman (@VVSLaxman281) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wishing Team India🇮🇳 lots of success in the #HockeyWorldCup2023 Let’s cheer our team! @TheHockeyIndia
— VVS Laxman (@VVSLaxman281) January 13, 2023Wishing Team India🇮🇳 lots of success in the #HockeyWorldCup2023 Let’s cheer our team! @TheHockeyIndia
— VVS Laxman (@VVSLaxman281) January 13, 2023
-
Good luck to our champions ❤️🏑 pic.twitter.com/TH4DbogTB0
— hardik pandya (@hardikpandya7) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Good luck to our champions ❤️🏑 pic.twitter.com/TH4DbogTB0
— hardik pandya (@hardikpandya7) January 13, 2023Good luck to our champions ❤️🏑 pic.twitter.com/TH4DbogTB0
— hardik pandya (@hardikpandya7) January 13, 2023
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও (Sunil Chhetri) হকি দলকে বিশ্বকাপের শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘‘হরমনপ্রীত সিং, পি আর শ্রীজেশ এবং ভারতীয় দলের বাকি সব খেলোয়াড় যাঁরা দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন, সকলকে আমার শুভেচ্ছা ৷ আজ আমরা বিশ্বকাপ অভিযান শুরু করছি ৷ মনে দিয়ে খেলো আর লড়াই করো ৷ আমরা সবাই তোমাদের খুব বড় অনুরাগী ৷’’
-
Sending my best to @13harmanpreet, @16Sreejesh and everyone of the lads representing @TheHockeyIndia, as we begin our World Cup journey today. Dil se khelna, our ladna. Hum saare aapke bahut bade fans hai. #HWC2023
— Sunil Chhetri (@chetrisunil11) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sending my best to @13harmanpreet, @16Sreejesh and everyone of the lads representing @TheHockeyIndia, as we begin our World Cup journey today. Dil se khelna, our ladna. Hum saare aapke bahut bade fans hai. #HWC2023
— Sunil Chhetri (@chetrisunil11) January 13, 2023Sending my best to @13harmanpreet, @16Sreejesh and everyone of the lads representing @TheHockeyIndia, as we begin our World Cup journey today. Dil se khelna, our ladna. Hum saare aapke bahut bade fans hai. #HWC2023
— Sunil Chhetri (@chetrisunil11) January 13, 2023
আরও পড়ুন: ঘরের মাঠের সমর্থন বাড়তি অ্যাডভান্টেজ, অভিযান শুরুর আগে জানালেন হরমনপ্রীত
-
Good luck to our men’s hockey team for the World Cup 🇮🇳 pic.twitter.com/XpZ3sBbjVX
— Shreyas Iyer (@ShreyasIyer15) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Good luck to our men’s hockey team for the World Cup 🇮🇳 pic.twitter.com/XpZ3sBbjVX
— Shreyas Iyer (@ShreyasIyer15) January 13, 2023Good luck to our men’s hockey team for the World Cup 🇮🇳 pic.twitter.com/XpZ3sBbjVX
— Shreyas Iyer (@ShreyasIyer15) January 13, 2023
ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, কেএল রাহুল-সহ অনেকেই ভারতীয় হকি দলকে বিশ্বকাপ অভিযানে নামার আগে শুভেচ্ছা জানিয়েছেন ৷ আজ পুল-বি’র ম্যাচে স্পেন অন্যতম শক্তিশালী দল ৷ পাশাপাশি, ইংল্যান্ড এবং ওয়েলসের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও গ্রুপ পর্যায়ে খেলবে ভারত ৷ তবে, প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবতে নারাজ অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ তিনি গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড় ফর্মে রয়েছে ৷ সেই ফর্ম ধরে রেখে কোর্টে নিজেদের সেরাটা দিতে চান তাঁরা ৷