টোকিয়ো, 22 জুলাই : কোভিড আতঙ্কে ভুগছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ শুটিং, ব্যাডমিন্টন, আর্চারি, হকি সহ সাতটি খেলার সঙ্গে যুক্ত ভারতীয় খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না ৷ করোনা আতঙ্ক তো রয়েছেই ৷ পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের পরদিনই অনেকের প্রতিযোগিতা রয়েছে ৷ তাই টোকিয়ো অলিম্পিকসের ওপেনিং সেরিমনিতে থাকছেন মাত্র 30 জন ভারতীয় অ্যাথলিট ৷
অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে এবার ভারতের পতাকা বাহক পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং বক্সার মেরি কম ৷ তাঁরা দুজন থাকছেন ৷ মনপ্রীত ছাড়া পুরুষ ও মহিলা হকি দলের আর কেউ থাকছেন না ৷ জানিয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নারিন্দর বাত্রা ৷ জাাপানি অক্ষর অনুযায়ী মার্চ পাস্টে ভারত থাকছে 21 নম্বরে ৷
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব মেহতা আগেই জানিয়েছিলেন, 50 জনের বেশি উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয়রা উপস্থিত থাকবেন না ৷ প্রতিটি দেশ থেকে 6 জন আধিকারিক অনুষ্ঠানে অংশ নিতে পারে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে হকি (1), বক্সিং (8), টেবিল টেনিস (4), রোয়িং (2), জিমন্যাস্টিকস (1), সাঁতার (1), সেলিং (4), ফেন্সিং (1)-এর প্রতিযোগী ছাড়াও 6 জন আধিকারিক উপস্থিত থাকবেন ৷
আরও পড়ুন : Tokyo Olympics 2020 : হলোকাস্ট নিয়ে ব্যঙ্গ, উদ্বোধনী অনুষ্ঠানের ডিরেক্টরকে বরখাস্ত
24 জুলাই বক্সার মেরি কমের ইভেন্ট নেই ৷ তবে পরদিন পুল এ-র গেমে মনপ্রীতের নেতৃত্বে পুরুষ হকি দল নামছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৷ এবারের অলিম্পিকসে 125 জন ভারতীয় অ্যাথলিট অংশ নিচ্ছেন ৷ কোচ, সাপোর্ট স্টাফ এবং আধিকারিকদের নিয়ে ভারত থেকে মোট 228 জন টোকিয়ো গিয়েছেন ৷