বেঙ্গালুরু, 3 মার্চ: আইএসএলে বিতর্ক । দল তুলে নিয়ে বিতর্কিত ঘটনা ঘটাল কেরালা ব্লাস্টার্স । শুক্রবার আইএসএলের প্রথম প্লে-অফে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি । কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল যথেষ্ট । দুই দলের আক্রমণ প্রতি-আক্রমণে খেলা জমে উঠেছিল (Controversial Sunil Chhetri goal fired Bengaluru FC into semis) ।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধেও ম্যাচ জয়ের জন্য মরিয়া লড়াই লড়ছিল দুই দলের ফুটবলাররা । প্রতিপক্ষের গোলের দরজা খুলতে বেঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীকে নামায় । পরিবর্ত হিসেবে মাঠে নেমে নিয়মের সুযোগ কাজে লাগিয়ে বুদ্ধি করে ফ্রি-কিক থেকে বল জালে পাঠান সুনীল । রেফারি ক্রিস্টাল জন নিয়ম ভাঙা হয়নি দেখে গোলের বাঁশি বাজান । কারণ ফ্রি-কিক নেওয়ার বাঁশি বাজিয়ে ছিলেন তিনি । যা শুনেও কেরালা সতর্ক হয়নি ।
এই বিতর্কে মাঠ উত্তপ্ত হয়ে ওঠে । যা মানতে রাজি হয়নি কেরালা ব্লাস্টার্স । তাদের দাবি, সুনীল যখন ফ্রি-কিক নিচ্ছিলেন, তখন গোলরক্ষক মানবপ্রাচীর তৈরি করছিলেন । তাই এই গোল অবৈধ । এখানেই তৈরি হয় বিতর্ক । কেরালা ব্লাস্টার্স বলছে, রেফারির ভুলে তাদের গোল হজম করতে হয়েছে । তাই গোল বাতিল করতে হবে । তা না-হলে দল আর খেলবে না ।
-
.@bengalurufc qualify for the semi-finals after #KeralaBlasters forfeit the match! 🔵#BFCKBFC #HeroISL #HeroISLPlayoffs #LetsFootball #BengaluruFC pic.twitter.com/GlzealhnMt
— Indian Super League (@IndSuperLeague) March 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@bengalurufc qualify for the semi-finals after #KeralaBlasters forfeit the match! 🔵#BFCKBFC #HeroISL #HeroISLPlayoffs #LetsFootball #BengaluruFC pic.twitter.com/GlzealhnMt
— Indian Super League (@IndSuperLeague) March 3, 2023.@bengalurufc qualify for the semi-finals after #KeralaBlasters forfeit the match! 🔵#BFCKBFC #HeroISL #HeroISLPlayoffs #LetsFootball #BengaluruFC pic.twitter.com/GlzealhnMt
— Indian Super League (@IndSuperLeague) March 3, 2023
শুধু প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হয়নি ইয়েলো ব্রিগেড । দল নিয়ে কেরালা কোচ মাঠ ছেড়ে বেরিয়ে যান । এরপর মিনিট পনেরো অপেক্ষা করেন রেফারি । তারপর ম্যাচ কমিশনার অমিত পুরুষোত্তমের সঙ্গে আলোচনা করে জয়ী দল হিসেবে বেঙ্গালুরু এফসিকে ঘোষণা করেন রেফারি ক্রিস্টাল জন । সেমিফাইনালে সুনীল ছেত্রীরা মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি'র । বেঙ্গালুরু কোচ বলছেন, তিনি এই প্রথম এমন ঘটনা দেখলেন । যেখানে রেফারির সিদ্ধান্ত প্রতিপক্ষ মানতে রাজি না-হয়ে মাঠ ছাড়ল ।