ETV Bharat / sports

East Bengal Practice: শহরে পা রাখার পরদিন পুরোদমে অনুশীলনে কুয়াদ্রাত

লাল-হলুদের অনুশীলনে নেমে পড়লেন কার্লস কুয়াদ্রাত ৷ নেমেই দলের ফিটনেস বাড়ানোর ওপর জোর দিলেন।সামনেই ডুরান্ড, তাই তাঁর পাখির চোখ দলের সাফল্য।

author img

By

Published : Jul 25, 2023, 11:10 PM IST

East Bengal Practice
24 ঘণ্টার মধ্যে অনুশীলন শুরু করে দিলেন কুয়াদ্রাত
24 ঘণ্টার মধ্যে অনুশীলন শুরু করে দিলেন কুয়াদ্রাত

কলকাতা, 25 জুলাই: শহরে পা দিয়েই নৈহাটি ছুটেছিলেন যুব দলের অবস্থা বুঝতে। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পরিস্থিতি বুঝতে। তার চব্বিশ ঘণ্টা পরে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠে নেমে পড়লেন কার্লস কুয়াদ্রাত। নেমেই দলের ফিটনেস বাড়ানোর ওপর জোর দিলেন। যুব দল কলকাতা লিগে খেলছে। সেই দলের করণীয় কি, কুয়াদ্রাত তা বিনো জর্জকে বুঝিয়ে দিলেন। তবে তাঁর পাখির চোখ সিনিয়র দলের ফুটবল সাফল্য।

সোমবার ভোরে সমর্থকদের অভ্যর্থনায় আপ্লুত হয়েছিলেন। দুপুরে অভ্যর্থনার ছবি তাঁর জন্য বরাদ্দ ছিল নৈহাটিতে। বিকেলে দল জয় আসলে মধুরেণ সমাপয়েৎ হত। কিন্তু শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হওয়ায় সম্ভব হয়নি। যা হয়নি তা নিয়ে না-ভেবে সামনে তাকাতে চান কুয়াদ্রাত। ইভান গঞ্জালেসকে রিলিজ দেওয়া ছাড়া ইস্টবেঙ্গলের বাকি দল গঠন শেষ। নতুন দু'জন বিদেশি ডিফেন্ডারের যোগ দেওয়ার খবর রয়েছে। তবে সেদিকে না-তাকিয়ে যারা আছেন তাঁদের তৈরিতে মন দিলেন কুয়াদ্রাত।

আরও পড়ুন: সবচেয়ে উঁচু বাড়ি থেকে দুই সেনাকর্মীর ঝাঁপ, অভিনব কায়দায় ডুরান্ড ট্রফির উন্মোচন কলকাতায়

সামনে ডুরান্ড কাপ। আগামী 3 অগস্ট থেকে শুরু হবে এবছরের প্রতিযোগিতা। 6টি গ্রুপে 4টি করে মোট 24টি দল এবারের ডুরান্ডে খেলবে। আইএসএলের 12টি দল এবং আই লিগের পাঁচটি দল অংশ নিচ্ছে। এছাড়াও ভারতীয় সেনার 3টি, অসমের একটি দল এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি দল এবারের ডুরান্ডে অংশ নিচ্ছে। তাতে, 6 অগস্ট প্রথম ম্যাচ লাল-হলুদ শিবিরের। তার আগে দলকে ভদ্রস্থ করে নেওয়ার চ্যালেঞ্জ সামনে।

ভারতীয় ফুটবলে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তবে কলকাতার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা প্রথম। সেখানে কাজ করতে নেমে ইতিমধ্যেই সমর্থকদের মন বুঝে গিয়েছেন। আইএসএলে ভালো ফল এবং ডার্বিতে জয় সমর্থকদের প্রাথমিক চাহিদা। কুয়াদ্রাত বলছেন, "তিনি মরিয়া চেষ্টা চালাবেন।" দলের ভারতীয় ফুটবলাররা চলে এলেও বিদেশিরা আসেননি। চলতি সপ্তাহেই তাঁরা উপস্থিত হবেন। তারপরেই সবাইকে নিয়ে লক্ষ্যস্থির করে প্রস্তুতিতে ঝাঁপাবেন কুয়াদ্রাত। তার আগে বাকিদের নিয়ে দলের প্রাথমিক ভিত গড়ার কাজ শুরু করে দিলেন কুয়াদ্রাত।

আরও পড়ুন: কুয়াদ্রাতের সামনে ছন্দহীন লাল-হলুদ, শেষবেলায় গোল খেয়ে জয়ের হ্যাটট্রিক হাতছাড়া

24 ঘণ্টার মধ্যে অনুশীলন শুরু করে দিলেন কুয়াদ্রাত

কলকাতা, 25 জুলাই: শহরে পা দিয়েই নৈহাটি ছুটেছিলেন যুব দলের অবস্থা বুঝতে। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পরিস্থিতি বুঝতে। তার চব্বিশ ঘণ্টা পরে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠে নেমে পড়লেন কার্লস কুয়াদ্রাত। নেমেই দলের ফিটনেস বাড়ানোর ওপর জোর দিলেন। যুব দল কলকাতা লিগে খেলছে। সেই দলের করণীয় কি, কুয়াদ্রাত তা বিনো জর্জকে বুঝিয়ে দিলেন। তবে তাঁর পাখির চোখ সিনিয়র দলের ফুটবল সাফল্য।

সোমবার ভোরে সমর্থকদের অভ্যর্থনায় আপ্লুত হয়েছিলেন। দুপুরে অভ্যর্থনার ছবি তাঁর জন্য বরাদ্দ ছিল নৈহাটিতে। বিকেলে দল জয় আসলে মধুরেণ সমাপয়েৎ হত। কিন্তু শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হওয়ায় সম্ভব হয়নি। যা হয়নি তা নিয়ে না-ভেবে সামনে তাকাতে চান কুয়াদ্রাত। ইভান গঞ্জালেসকে রিলিজ দেওয়া ছাড়া ইস্টবেঙ্গলের বাকি দল গঠন শেষ। নতুন দু'জন বিদেশি ডিফেন্ডারের যোগ দেওয়ার খবর রয়েছে। তবে সেদিকে না-তাকিয়ে যারা আছেন তাঁদের তৈরিতে মন দিলেন কুয়াদ্রাত।

আরও পড়ুন: সবচেয়ে উঁচু বাড়ি থেকে দুই সেনাকর্মীর ঝাঁপ, অভিনব কায়দায় ডুরান্ড ট্রফির উন্মোচন কলকাতায়

সামনে ডুরান্ড কাপ। আগামী 3 অগস্ট থেকে শুরু হবে এবছরের প্রতিযোগিতা। 6টি গ্রুপে 4টি করে মোট 24টি দল এবারের ডুরান্ডে খেলবে। আইএসএলের 12টি দল এবং আই লিগের পাঁচটি দল অংশ নিচ্ছে। এছাড়াও ভারতীয় সেনার 3টি, অসমের একটি দল এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি দল এবারের ডুরান্ডে অংশ নিচ্ছে। তাতে, 6 অগস্ট প্রথম ম্যাচ লাল-হলুদ শিবিরের। তার আগে দলকে ভদ্রস্থ করে নেওয়ার চ্যালেঞ্জ সামনে।

ভারতীয় ফুটবলে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তবে কলকাতার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা প্রথম। সেখানে কাজ করতে নেমে ইতিমধ্যেই সমর্থকদের মন বুঝে গিয়েছেন। আইএসএলে ভালো ফল এবং ডার্বিতে জয় সমর্থকদের প্রাথমিক চাহিদা। কুয়াদ্রাত বলছেন, "তিনি মরিয়া চেষ্টা চালাবেন।" দলের ভারতীয় ফুটবলাররা চলে এলেও বিদেশিরা আসেননি। চলতি সপ্তাহেই তাঁরা উপস্থিত হবেন। তারপরেই সবাইকে নিয়ে লক্ষ্যস্থির করে প্রস্তুতিতে ঝাঁপাবেন কুয়াদ্রাত। তার আগে বাকিদের নিয়ে দলের প্রাথমিক ভিত গড়ার কাজ শুরু করে দিলেন কুয়াদ্রাত।

আরও পড়ুন: কুয়াদ্রাতের সামনে ছন্দহীন লাল-হলুদ, শেষবেলায় গোল খেয়ে জয়ের হ্যাটট্রিক হাতছাড়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.