ETV Bharat / sports

East Bengal Fan Died: ডার্বি দেখতে গিয়ে প্রয়াত ইস্টবেঙ্গলের সমর্থক, পরিবারের পাশে ক্লাব - East Bengal fan died during Kolkata derby

প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থকের পরিবারের পাশে ক্লাব (Club Stands Beside East Bengal Fan Death) ৷ রবিবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রয়াত জয়শঙ্কর সাহার বাড়িতে যান ক্লাবের কোষাধ্যক্ষ দেবদাস সমাদ্দার ৷ তাঁর সঙ্গে ক্লাবের কর্তা, কর্মী এবং সমর্থকরাও উপস্থিত হয়েছিলেন তাঁর বাড়িতে। আগামীতে তাঁর সন্তানের শিক্ষার ক্ষেত্রে যদি কোনও প্রয়োজন পড়ে, সেখানেও তারা পাশে থাকবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ (East Bengal Club)।

ISL Kolkata Derby
ডার্বি দেখতে গিয়ে প্রয়াত ইস্টবেঙ্গলের সমর্থকের পাশে ক্লাব
author img

By

Published : Oct 30, 2022, 7:31 PM IST

কলকাতা, 30 অক্টোবর: প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থকের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ক্লাবের তরফে। শনিবার ডার্বি ম্যাচ (ISL Kolkata Derby) দেখতে গিয়ে প্রয়াত হন জয়শঙ্কর সাহা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই সমর্থকের ৷ পরদিন অর্থাৎ, রবিবার ইস্টবেঙ্গল ক্লাবের (ISL Kolkata Derby) পক্ষ থেকে জয়শঙ্করের বাড়িতে যান ক্লাবের কোষাধ্যক্ষ দেবদাস সমাদ্দার ৷ সঙ্গে ক্লাবের একাধিক কর্তা, কর্মী এবং সমর্থকরাও উপস্থিত হয়েছিলেন তাঁর বাড়িতে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিদিনে প্রয়াত সমর্থকের পরিবারের পাশে রয়েছেন তারা ৷ তাঁর সন্তানের শিক্ষার ক্ষেত্রে যদি কোনও প্রয়োজন পড়ে, সেখানেও তারা পাশে থাকবেন। ক্লাবের তরফে একজন প্রতিনিধি প্রয়াত সমর্থকের পরিবারের সঙ্গে কথা বলেন ৷ ক্লাবের তরফে সবসময় যোগাযোগ রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয় প্রয়াত জয়শঙ্করের পরিবারকে।

আরজিকর হাসপাতালে প্রয়াত সমর্থকের দেহ নিয়ে যাওয়া হলে সেখানে ক্লাবের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে দেবব্রত সরকারও উপস্থিত ছিলেন ৷ ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, "এত কম বয়েসে এই ঘটনা সত্যি খুব দুঃখজনক। আমরা জয়শঙ্কর সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। আমরা ভবিষ্যতে তাঁর পরিবারের পাশে সবসময় থাকব এই প্রতিশ্রুতি ও রাখলাম।" জয়শঙ্করের বাড়িতে রয়েছে তাঁর একরত্তি কন্যাসন্তান ৷ রয়েছেন তাঁর স্ত্রী, বৃদ্ধ বাবা, মা-ও।

আরও পড়ুন: ডার্বি দেখতে গিয়ে মাঠে অসুস্থ, হাসপাতালে মৃত্যু সমর্থকের

বেসরকারি সংস্থায় কাজ করা জয়শঙ্কর এক আদ্যপ্রান্ত ইস্টবেঙ্গল সমর্থক (East Bengal Fan)। ম্যাচ শেষ হওয়ার পর টেলিভিশনে স্বামীর প্রয়াণের খবর পান জয়শঙ্করের স্ত্রী। বন্ধুদের সঙ্গে ডার্বি ম্যাচ দেখতে গিয়েছিলেন জয়শঙ্কর। ম্যাচ শুরু হওয়ার 15 মিনিটের মাথায় গ্যালারিতেই অসুস্থ বোধ করতে থাকেন বাগুইআটির দেশবন্ধু নগরের এই বাসিন্দা । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ পৌঁছে যায় সেখানে ৷ তাঁকে দ্রুত নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত 9টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

কলকাতা, 30 অক্টোবর: প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থকের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ক্লাবের তরফে। শনিবার ডার্বি ম্যাচ (ISL Kolkata Derby) দেখতে গিয়ে প্রয়াত হন জয়শঙ্কর সাহা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই সমর্থকের ৷ পরদিন অর্থাৎ, রবিবার ইস্টবেঙ্গল ক্লাবের (ISL Kolkata Derby) পক্ষ থেকে জয়শঙ্করের বাড়িতে যান ক্লাবের কোষাধ্যক্ষ দেবদাস সমাদ্দার ৷ সঙ্গে ক্লাবের একাধিক কর্তা, কর্মী এবং সমর্থকরাও উপস্থিত হয়েছিলেন তাঁর বাড়িতে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিদিনে প্রয়াত সমর্থকের পরিবারের পাশে রয়েছেন তারা ৷ তাঁর সন্তানের শিক্ষার ক্ষেত্রে যদি কোনও প্রয়োজন পড়ে, সেখানেও তারা পাশে থাকবেন। ক্লাবের তরফে একজন প্রতিনিধি প্রয়াত সমর্থকের পরিবারের সঙ্গে কথা বলেন ৷ ক্লাবের তরফে সবসময় যোগাযোগ রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয় প্রয়াত জয়শঙ্করের পরিবারকে।

আরজিকর হাসপাতালে প্রয়াত সমর্থকের দেহ নিয়ে যাওয়া হলে সেখানে ক্লাবের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে দেবব্রত সরকারও উপস্থিত ছিলেন ৷ ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, "এত কম বয়েসে এই ঘটনা সত্যি খুব দুঃখজনক। আমরা জয়শঙ্কর সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। আমরা ভবিষ্যতে তাঁর পরিবারের পাশে সবসময় থাকব এই প্রতিশ্রুতি ও রাখলাম।" জয়শঙ্করের বাড়িতে রয়েছে তাঁর একরত্তি কন্যাসন্তান ৷ রয়েছেন তাঁর স্ত্রী, বৃদ্ধ বাবা, মা-ও।

আরও পড়ুন: ডার্বি দেখতে গিয়ে মাঠে অসুস্থ, হাসপাতালে মৃত্যু সমর্থকের

বেসরকারি সংস্থায় কাজ করা জয়শঙ্কর এক আদ্যপ্রান্ত ইস্টবেঙ্গল সমর্থক (East Bengal Fan)। ম্যাচ শেষ হওয়ার পর টেলিভিশনে স্বামীর প্রয়াণের খবর পান জয়শঙ্করের স্ত্রী। বন্ধুদের সঙ্গে ডার্বি ম্যাচ দেখতে গিয়েছিলেন জয়শঙ্কর। ম্যাচ শুরু হওয়ার 15 মিনিটের মাথায় গ্যালারিতেই অসুস্থ বোধ করতে থাকেন বাগুইআটির দেশবন্ধু নগরের এই বাসিন্দা । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ পৌঁছে যায় সেখানে ৷ তাঁকে দ্রুত নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত 9টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.