কলকাতা, 9 জানুয়ারি: দলগত বিভাগে অনূর্ধ্ব-19 মেয়েদের বিভাগে বাংলার ব্যর্থতার রেশ কিছুটা হলেও মুছে দিল সিন্ড্রেলা দাস ৷ সোমবার অনূর্ধ্ব-17 বিভাগের ফাইনালে উঠল সে ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে জাতীয় ইউথ ও জুনিয়র টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ৷ রবিবার দলগত বিভাগে বাংলার অনূর্ধ্ব-19 দল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ৷ যে ইভেন্টের ফাইনালে হরিয়ানাকে 3-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্র ৷
চলতি মরশুমে তিনটে আঞ্চলিক মিটে চ্যাম্পিয়ন হওয়ার পরে, জাতীয়স্তরে চ্যাম্পিয়ন হওয়ার সামনে সৌম্যদীপ রায়-পৌলমী ঘটকের ছাত্রী সিন্ড্রেলা ৷ ব্যক্তিগত বিভাগে ট্রফি জয়ের হাতছানি তার সামনে ৷ তবে, সিন্ড্রেলার গলায় দলগত চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার আক্ষেপ ৷ সেই আক্ষেপ ভুলে ব্যক্তিগত ইভেন্টে ঘুরে দাঁড়ানোর পালা ৷ সে জানিয়েছে, “ব্যাড ডে ইন অফিস বলতে পারেন ৷ আমরা দিল্লির যাদের বিরুদ্ধে হেরেছি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা জোনাল টুর্নামেন্টে জিতেছি ৷ ওদের বিরুদ্ধে হারের নজির নেই ৷ এখানে যে কি হল ! আমরা কেউ দাঁড়াতেই পারলাম না ৷ দেখি ব্যক্তিগত বিভাগে আক্ষেপটা মেটাতে পারি কি না ৷”
অন্যদিকে, সোমবার মেয়েদের অনূর্ধ্ব-19 বিভাগের দলগত ইভেন্টে খেতাব জিতল মহারাষ্ট্র ৷ ফাইনালে তাঁরা 3-0 স্কোরে হারাল হরিয়ানাকে ৷ উল্লেখ্য, বাংলার একাধিক ছেলেমেয়েকে অন্য রাজ্য দলের হয়ে খেলতে দেখা যাচ্ছে ৷ যেমন হরিয়ানার হয়ে ফাইনালে খেললেন পৃথকী চক্রবর্তী ৷ সেমিফাইনালে হরিয়ানা হারায় গুজরাতকে ৷ আবার ঐশিকী জোয়ারদার খেলেন গুজরাতের হয়ে ৷ শুধু এই দু’টি নাম নয় ৷ এমন একাধিক নাম রয়েছে যারা বাংলার মেয়ে হলেও অন্য রাজ্যের হয়ে টিটি বোর্ডে প্রতিনিধিত্ব করছেন ৷
তবে, শুধু প্রতিনিধিত্ব করছেন তা নয়, অনেক ক্ষেত্রে তাঁরা বাংলার সাফল্যের পথে কাঁটা হয়ে উঠছেন ৷ সব মিলিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জুনিয়র অ্যান্ড ইয়ুথ জাতীয় চ্যাম্পিয়নশিপে 'মেরা ভারত মহানে'র ছবি ৷ এদিকে 12 জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় আসছেন টিটিএফআই-এর শীর্ষ কর্তা কমলেশ মেহতা ৷ শনিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন ৷
আরও পড়ুন: