ETV Bharat / sports

অনূর্ধ্ব-17 জাতীয় ইয়ুথ ও জুনিয়র টেবল টেনিস ফাইনালে বাংলার সিন্ড্রেলা

National Youth and Junior TT Championship: জাতীয় ইয়ুথ ও জুনিয়র টেবল টেনিস অনূর্ধ্ব-17 বিভাগের ফাইনালে উঠল বাংলার সিন্ড্রেলা দাস ৷ তবে, রবিবার কোয়ার্টার ফাইনালে অনূর্ধ্ব-19 দলগত ইভেন্টে হারতে হয়েছে বাংলার মেয়েদের ৷ সেখানে চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্র ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 12:11 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: দলগত বিভাগে অনূর্ধ্ব-19 মেয়েদের বিভাগে বাংলার ব্যর্থতার রেশ কিছুটা হলেও মুছে দিল সিন্ড্রেলা দাস ৷ সোমবার অনূর্ধ্ব-17 বিভাগের ফাইনালে উঠল সে ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে জাতীয় ইউথ ও জুনিয়র টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ৷ রবিবার দলগত বিভাগে বাংলার অনূর্ধ্ব-19 দল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ৷ যে ইভেন্টের ফাইনালে হরিয়ানাকে 3-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্র ৷

চলতি মরশুমে তিনটে আঞ্চলিক মিটে চ্যাম্পিয়ন হওয়ার পরে, জাতীয়স্তরে চ্যাম্পিয়ন হওয়ার সামনে সৌম্যদীপ রায়-পৌলমী ঘটকের ছাত্রী সিন্ড্রেলা ৷ ব্যক্তিগত বিভাগে ট্রফি জয়ের হাতছানি তার সামনে ৷ তবে, সিন্ড্রেলার গলায় দলগত চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার আক্ষেপ ৷ সেই আক্ষেপ ভুলে ব্যক্তিগত ইভেন্টে ঘুরে দাঁড়ানোর পালা ৷ সে জানিয়েছে, “ব্যাড ডে ইন অফিস বলতে পারেন ৷ আমরা দিল্লির যাদের বিরুদ্ধে হেরেছি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা জোনাল টুর্নামেন্টে জিতেছি ৷ ওদের বিরুদ্ধে হারের নজির নেই ৷ এখানে যে কি হল ! আমরা কেউ দাঁড়াতেই পারলাম না ৷ দেখি ব্যক্তিগত বিভাগে আক্ষেপটা মেটাতে পারি কি না ৷”

ETV BHARAT
জাতীয় ইউথ ও জুনিয়র টিটি-র অনূর্ধ্ব-19 দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন মহারাষ্ট্র

অন্যদিকে, সোমবার মেয়েদের অনূর্ধ্ব-19 বিভাগের দলগত ইভেন্টে খেতাব জিতল মহারাষ্ট্র ৷ ফাইনালে তাঁরা 3-0 স্কোরে হারাল হরিয়ানাকে ৷ উল্লেখ্য, বাংলার একাধিক ছেলেমেয়েকে অন্য রাজ্য দলের হয়ে খেলতে দেখা যাচ্ছে ৷ যেমন হরিয়ানার হয়ে ফাইনালে খেললেন পৃথকী চক্রবর্তী ৷ সেমিফাইনালে হরিয়ানা হারায় গুজরাতকে ৷ আবার ঐশিকী জোয়ারদার খেলেন গুজরাতের হয়ে ৷ শুধু এই দু’টি নাম নয় ৷ এমন একাধিক নাম রয়েছে যারা বাংলার মেয়ে হলেও অন্য রাজ্যের হয়ে টিটি বোর্ডে প্রতিনিধিত্ব করছেন ৷

তবে, শুধু প্রতিনিধিত্ব করছেন তা নয়, অনেক ক্ষেত্রে তাঁরা বাংলার সাফল্যের পথে কাঁটা হয়ে উঠছেন ৷ সব মিলিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জুনিয়র অ্যান্ড ইয়ুথ জাতীয় চ্যাম্পিয়নশিপে 'মেরা ভারত মহানে'র ছবি ৷ এদিকে 12 জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় আসছেন টিটিএফআই-এর শীর্ষ কর্তা কমলেশ মেহতা ৷ শনিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন ৷

আরও পড়ুন:

  1. 8 বছর পর লড়াইয়ে নেমেই জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা দীপার
  2. মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের
  3. রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট

কলকাতা, 9 জানুয়ারি: দলগত বিভাগে অনূর্ধ্ব-19 মেয়েদের বিভাগে বাংলার ব্যর্থতার রেশ কিছুটা হলেও মুছে দিল সিন্ড্রেলা দাস ৷ সোমবার অনূর্ধ্ব-17 বিভাগের ফাইনালে উঠল সে ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে জাতীয় ইউথ ও জুনিয়র টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ৷ রবিবার দলগত বিভাগে বাংলার অনূর্ধ্ব-19 দল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ৷ যে ইভেন্টের ফাইনালে হরিয়ানাকে 3-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্র ৷

চলতি মরশুমে তিনটে আঞ্চলিক মিটে চ্যাম্পিয়ন হওয়ার পরে, জাতীয়স্তরে চ্যাম্পিয়ন হওয়ার সামনে সৌম্যদীপ রায়-পৌলমী ঘটকের ছাত্রী সিন্ড্রেলা ৷ ব্যক্তিগত বিভাগে ট্রফি জয়ের হাতছানি তার সামনে ৷ তবে, সিন্ড্রেলার গলায় দলগত চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার আক্ষেপ ৷ সেই আক্ষেপ ভুলে ব্যক্তিগত ইভেন্টে ঘুরে দাঁড়ানোর পালা ৷ সে জানিয়েছে, “ব্যাড ডে ইন অফিস বলতে পারেন ৷ আমরা দিল্লির যাদের বিরুদ্ধে হেরেছি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা জোনাল টুর্নামেন্টে জিতেছি ৷ ওদের বিরুদ্ধে হারের নজির নেই ৷ এখানে যে কি হল ! আমরা কেউ দাঁড়াতেই পারলাম না ৷ দেখি ব্যক্তিগত বিভাগে আক্ষেপটা মেটাতে পারি কি না ৷”

ETV BHARAT
জাতীয় ইউথ ও জুনিয়র টিটি-র অনূর্ধ্ব-19 দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন মহারাষ্ট্র

অন্যদিকে, সোমবার মেয়েদের অনূর্ধ্ব-19 বিভাগের দলগত ইভেন্টে খেতাব জিতল মহারাষ্ট্র ৷ ফাইনালে তাঁরা 3-0 স্কোরে হারাল হরিয়ানাকে ৷ উল্লেখ্য, বাংলার একাধিক ছেলেমেয়েকে অন্য রাজ্য দলের হয়ে খেলতে দেখা যাচ্ছে ৷ যেমন হরিয়ানার হয়ে ফাইনালে খেললেন পৃথকী চক্রবর্তী ৷ সেমিফাইনালে হরিয়ানা হারায় গুজরাতকে ৷ আবার ঐশিকী জোয়ারদার খেলেন গুজরাতের হয়ে ৷ শুধু এই দু’টি নাম নয় ৷ এমন একাধিক নাম রয়েছে যারা বাংলার মেয়ে হলেও অন্য রাজ্যের হয়ে টিটি বোর্ডে প্রতিনিধিত্ব করছেন ৷

তবে, শুধু প্রতিনিধিত্ব করছেন তা নয়, অনেক ক্ষেত্রে তাঁরা বাংলার সাফল্যের পথে কাঁটা হয়ে উঠছেন ৷ সব মিলিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জুনিয়র অ্যান্ড ইয়ুথ জাতীয় চ্যাম্পিয়নশিপে 'মেরা ভারত মহানে'র ছবি ৷ এদিকে 12 জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় আসছেন টিটিএফআই-এর শীর্ষ কর্তা কমলেশ মেহতা ৷ শনিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন ৷

আরও পড়ুন:

  1. 8 বছর পর লড়াইয়ে নেমেই জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা দীপার
  2. মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের
  3. রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.