ETV Bharat / sports

10 নম্বর জার্সি পরে 'ক্রাইস্ট দ্য রিডিমার', প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য পেলেকে - Pele

Brazil Pay Tributes to Pele on 1st Death Anniversary: ফুটবল সম্রাট পেলের মৃত্যুর একবছর পূর্ণ হল ৷ গত বছর 30 ডিসেম্বর আজকের দিনেই শেষ নিঃশ্বাসত্যাগ করেছিলেন কিংবদন্তি ৷ আর তাঁর মৃত্যুবার্ষিকীতে অনন্য শ্রদ্ধার্ঘ্য দিল ব্রাজিল ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 12:09 PM IST

Updated : Dec 30, 2023, 1:05 PM IST

রিও ডি জেনেইরো, 30 ডিসেম্বর: একবছর আগে আজকের দিনেই মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনেছিলেন কিংবদবন্তি ফুটবল সম্রাট পেলে ৷ আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী ৷ দিনটিতে এক অভিনব শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হল তাঁকে ৷ রিও ডি জেনেইরো শহরের পরিচয় 'ক্রাইস্ট দ্য রিডিমার' ৷ অর্থাৎ, যিশুর দু’হাত মেলা পূর্ণাবয়ব মূর্তি ৷ ফুটবল সম্রাটেক সম্মানে সেই 'ক্রাইস্ট দ্য রিডিমার'কে এ দিন 10 নম্বর জার্সি পরানো হল ৷ লেজার শোয়ের মাধ্যমে এই 10 নম্বর জার্সি পরানো হয় 'ক্রাইস্ট দ্য রিডিমার'কে ৷

এ দিন ফিফার তরফেও ফুটবল সম্রাটকে শ্রদ্ধা জানানো হয় ৷ ফিফা ওয়ার্ল্ড কাপের সোশাল মিডিয়া সাইটে পেলের একটি ছবি দিয়ে লেখা হয়, "পেলে ৷ একবছর হয়ে গেল আমরা কিংবদন্তিকে চিরবিদায় জানিয়েছি ৷" ব্রাজিল ফুটবলের তরফে পেলের 10 নম্বর জার্সি পরা 'ক্রাইস্ট দ্য রিডিমারে'র ছবি দিয়ে লেখা হয়, "আজ রাতের 'ক্রাইস্ট দ্য রিডিমার' ৷ আজকের দিনেই গতবছর পেলে আমাদের ছেড়ে চলে যান ৷" উল্লেখ্য, 10 নম্বর জার্সিতে পেলের নাম ও সঙ্গে পোপ ফ্রান্সিসের একটি বার্তা সেখানে ফুটে ওঠে ৷ উল্লেখ্য, পেলে সারা জীবন একজন ধর্মপ্রাণ ক্যাথলিক ছিলেন ৷

ব্রাজিলিয়ানদের তরফেও এ দিন পেলেকে সম্মান জানানো হয়েছে ৷ এক ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পী তথা পেলের অনুরাগী লেখেন, "পেলে বা এডসন আরান্তেস দো নাশচিমেন্তো একজন বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ৷ এমন একজন ক্রীড়াবিদ যিনি তাঁর জীবনে সর্বদা ইতিবাচক ছিলেন ৷ ফুটবল সম্রাটের স্মৃতি অনেকের কাছেই সারাজীবন অমলিন থেকে যাবে ৷ যা নতুন প্রজন্মকে খেলাধূলার মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ করার উপায় খুঁজতে উদ্বুদ্ধ করবে ৷"

আজকের দিনটিতে পেলের স্মরণে স্যান্টোসে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ব্রাজিলের বন্দর শহর স্যান্টোসের ক্লাব 'স্যান্টোস এফসি'র হয়ে গোল করে প্রথমবার বিশ্ব ফুটবলে নিজেকে মেলে ধরেন ৷ এই শহরেই 1940 সালে জন্মগ্রহণ করেছিলেন এডসন আরান্তেস দো নাশচিমেন্তো ৷ স্যান্টোস এফসি তাদের ভিয়া বেলমিরো স্টেডিয়ামে একটি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানেরও আয়োজন করেছে কিংবদন্তির প্রয়াণ দিবসে ৷ ফিফার তরফেও পেলেকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তাঁর সম্মানে ৷

  • 1940 - 2022 ❤️

    Pele's legacy will always live on. 🇧🇷

    — FIFA World Cup (@FIFAWorldCup) December 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. একজন মহান মানুষ, ব্রাজিলিয়ানদের জন্য 'ঈশ্বরের দূত' ছিলেন পেলে !
  2. হারের হ্যাটট্রিকে লণ্ডভণ্ড বাগান, আইএসএল শীর্ষে প্রীতম-প্রবীরদের কেরালা
  3. চার গোল খেয়ে ঘরের মাঠে হার বাগান শিবিরের, ফেরান্দোর নামে গো-ব্যাক ধ্বনি যুবভারতীতে

রিও ডি জেনেইরো, 30 ডিসেম্বর: একবছর আগে আজকের দিনেই মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনেছিলেন কিংবদবন্তি ফুটবল সম্রাট পেলে ৷ আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী ৷ দিনটিতে এক অভিনব শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হল তাঁকে ৷ রিও ডি জেনেইরো শহরের পরিচয় 'ক্রাইস্ট দ্য রিডিমার' ৷ অর্থাৎ, যিশুর দু’হাত মেলা পূর্ণাবয়ব মূর্তি ৷ ফুটবল সম্রাটেক সম্মানে সেই 'ক্রাইস্ট দ্য রিডিমার'কে এ দিন 10 নম্বর জার্সি পরানো হল ৷ লেজার শোয়ের মাধ্যমে এই 10 নম্বর জার্সি পরানো হয় 'ক্রাইস্ট দ্য রিডিমার'কে ৷

এ দিন ফিফার তরফেও ফুটবল সম্রাটকে শ্রদ্ধা জানানো হয় ৷ ফিফা ওয়ার্ল্ড কাপের সোশাল মিডিয়া সাইটে পেলের একটি ছবি দিয়ে লেখা হয়, "পেলে ৷ একবছর হয়ে গেল আমরা কিংবদন্তিকে চিরবিদায় জানিয়েছি ৷" ব্রাজিল ফুটবলের তরফে পেলের 10 নম্বর জার্সি পরা 'ক্রাইস্ট দ্য রিডিমারে'র ছবি দিয়ে লেখা হয়, "আজ রাতের 'ক্রাইস্ট দ্য রিডিমার' ৷ আজকের দিনেই গতবছর পেলে আমাদের ছেড়ে চলে যান ৷" উল্লেখ্য, 10 নম্বর জার্সিতে পেলের নাম ও সঙ্গে পোপ ফ্রান্সিসের একটি বার্তা সেখানে ফুটে ওঠে ৷ উল্লেখ্য, পেলে সারা জীবন একজন ধর্মপ্রাণ ক্যাথলিক ছিলেন ৷

ব্রাজিলিয়ানদের তরফেও এ দিন পেলেকে সম্মান জানানো হয়েছে ৷ এক ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পী তথা পেলের অনুরাগী লেখেন, "পেলে বা এডসন আরান্তেস দো নাশচিমেন্তো একজন বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ৷ এমন একজন ক্রীড়াবিদ যিনি তাঁর জীবনে সর্বদা ইতিবাচক ছিলেন ৷ ফুটবল সম্রাটের স্মৃতি অনেকের কাছেই সারাজীবন অমলিন থেকে যাবে ৷ যা নতুন প্রজন্মকে খেলাধূলার মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ করার উপায় খুঁজতে উদ্বুদ্ধ করবে ৷"

আজকের দিনটিতে পেলের স্মরণে স্যান্টোসে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ব্রাজিলের বন্দর শহর স্যান্টোসের ক্লাব 'স্যান্টোস এফসি'র হয়ে গোল করে প্রথমবার বিশ্ব ফুটবলে নিজেকে মেলে ধরেন ৷ এই শহরেই 1940 সালে জন্মগ্রহণ করেছিলেন এডসন আরান্তেস দো নাশচিমেন্তো ৷ স্যান্টোস এফসি তাদের ভিয়া বেলমিরো স্টেডিয়ামে একটি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানেরও আয়োজন করেছে কিংবদন্তির প্রয়াণ দিবসে ৷ ফিফার তরফেও পেলেকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তাঁর সম্মানে ৷

  • 1940 - 2022 ❤️

    Pele's legacy will always live on. 🇧🇷

    — FIFA World Cup (@FIFAWorldCup) December 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

  1. একজন মহান মানুষ, ব্রাজিলিয়ানদের জন্য 'ঈশ্বরের দূত' ছিলেন পেলে !
  2. হারের হ্যাটট্রিকে লণ্ডভণ্ড বাগান, আইএসএল শীর্ষে প্রীতম-প্রবীরদের কেরালা
  3. চার গোল খেয়ে ঘরের মাঠে হার বাগান শিবিরের, ফেরান্দোর নামে গো-ব্যাক ধ্বনি যুবভারতীতে
Last Updated : Dec 30, 2023, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.