কলকাতা, 23 নভেম্বর: ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ, অর্জুন ইরিগাইসি এবং নিহাল শারিন ৷ ভারতীয় দাবার ভবিষ্য়তের ব্যাটন যে চারজন দাবাড়ুর হাতে, তাঁরা প্রথমবার একসঙ্গে কলকাতায় খেলতে আসছেন ৷ যখন বিশ্বকাপ ফুটবলএ মেতে রয়েছে শহর, তখন চলতি মাসের 29 তারিখ কলকাতায় শুরু হচ্ছে 'ব়্যাপিড অ্যান্ড ব্লিৎস মিট' (Chess Tournament Rapid and Blitz Meet Starts from 29 November) ৷ চলবে 4 ডিসেম্বর পর্যন্ত ৷
এই প্রথমবার আলাদাভাবে মেয়েদের টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ৷ যেখানে এবছরের দাবা অলিম্পিয়াডে সোনা জয়ী ইউক্রেন দলের দুই বোন অ্যানা মুজিচুক এবং মারিয়া মুজিচুক খেলতে আসবেন ৷ এগারো জন মহিলা গ্র্যান্ডমাস্টারের মধ্যে এই দুই বোন ছাড়াও উল্লেখযোগ্য বড় নাম ভারতের কোনেরু হাম্পি, হারিকা দ্রোনাভিল্লি, ইউক্রেনের অ্যানা উসেনিনা, পোল্যান্ডের ওলিউইয়া কিওলবাসা এবং জর্জিয়ার নানা জ্যাডনিডেজ ৷
এবারেই ছেলেদের সমান পুরস্কার মূল্য দেওয়া হবে মেয়েদেরও ৷ 2019 সালে এই প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) খেলে গিয়েছিলেন ৷ এবছর ছেলেদের বিভাগে ভারতের চার উদীয়মান চ্যাম্পিয়ন দাবাড়ু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলে সো, হিকারু নাকামুরা, আজারবাইজানের শাকারিয়ার মামেদেরভ, ইরানের পারহাম মাগসুদলু খেলতে আসছেন ৷
আরও পড়ুন: দেড় বছরে শেষ সিআর 7-রেড ডেভিল ‘মধুচন্দ্রিমা’
ভারতের ভিবিত গুজরাটিকেও এবছরের টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ৷ এছাড়াও প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন এসপি সেতুরামন খেলবেন ৷ এই প্রতিযোগিতার দূত হিসেবে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ থাকছেন ৷ 28 নভেম্বর এই টুর্নামেন্টে অংশ নিতে শহরে দাবাড়ুরা চলে আসছেন ৷ ওই দিনই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হবে ৷