দুর্গাপুর, 30 মে: আইপিএল খেলার ধাঁচে দাবা খেলাকে জনপ্রিয় করে তোলার জন্যই এবার পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে প্রিমিয়র বেঙ্গল চ্যাপ্টার 2023। অনূর্ধ্ব 7 থেকে সর্বসাধারণের জন্য এই দাবা টুর্নামেন্ট রাজ্যের ছয়টি জোনে আয়োজিত হবে। মোট 23টি জেলা এই দাবা প্রতিযোগিতায় অংশ নেবে। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকে উঠে এসেছে এমনই তথ্য।
সর্বভারতীয় গ্র্যান্ড মাস্টারের তালিকায় তামিলনাড়ু ও মহারাষ্ট্রের পরেই পশ্চিমবঙ্গের স্থান। কিন্তু ক্রিকেট-সহ বিভিন্ন আউটডোর খেলাধূলার কাছে ক্রমশ যেন ফিকে হয়ে পড়েছে ইনডোর গেমগুলি। ক্রমশ ক্রিকেট খেলার জনপ্রিয়তার কাছে আধুনিক প্রজন্ম যেন দাবা খেলাকে বেমালুম ভুলেই গিয়েছে। দাবার সেই আকর্ষণকে ফিরিয়ে আনতেই নতুন উদ্যোগ ৷ আয়োজিত হতে চলেছে প্রিমিয়র বেঙ্গল চ্যাপ্টার 2023।
জুন মাসের 17 এবং 18 তারিখ দুর্গাপুরের নেতাজি ভবনে অনুষ্টিত হতে চলেছে সারা বাংলা দাবা সংস্থা আয়োজিত প্রিমিয়াম চেস লিগ বেঙ্গল চ্যাপ্টারের জোন বি-এর প্রতিযোগিতা। দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে মোট 5টি জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার প্রতিযোগীরা অংশ নেবেন। সেই নিয়ে দাবাকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে বড় আকারের এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
এরাজ্যের জনপ্রিয় দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়ার দাদা দেবাশীষ বড়ুয়া বলেন, "দাবা খেলাকে এরাজ্যের ঘরে ঘরে ফের একবার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। একজন দাবা খেলোয়াড় ক্রিকেটারদের থেকেও অনেক বেশি অর্থ উপার্জন করতে পারেন। বিশ্বনাথন আনন্দ একজন ক্রিকেট খেলোয়াড়ের থেকে দাবা খেলে অনেক বেশি অর্থ উপার্জন করেছেন। কিন্তু একজন ক্রিকেটারের থেকে বিজ্ঞাপন করা বাবদ অর্থ উপার্জনে তিনি পিছিয়ে।"
আরও পড়ুন: পদক বিসর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকারকে সময় বেঁধে দিলেন ভিনেশ-বজরংরা
দাবা খেলার প্রচার প্রসারের জন্য বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় যাতে অংশ নেয় তার প্রচেষ্টা চালানো হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। দাবা খেলায় স্পনসররা যাতে এগিয়ে আসেন তার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। তবে যেহেতু এই সংস্থা অলিম্পিয়াডে অন্তর্ভুক্ত নয়, তাই সরকারি সাহায্য ছাড়াই প্রতিযোগিতার আয়োজন করছেন উদ্যোক্তারা।