ETV Bharat / sports

Chess Premier League: 10 জুন শুরু দাবা প্রিমিয়ার লিগ, বাণিজ্যিক দূত সূর্যশেখর - আসছে দাবা প্রিমিয়ার লিগ

শুরু হচ্ছে সারা বাংলা দাবা সংস্থা আয়োজিত দাবা প্রিমিয়ার লিগ ৷ 10 জুন থেকে শুরু হবে এই লিগ ৷

Etv Bharat
দিব্যেন্দু বড়ুয়া
author img

By

Published : May 17, 2023, 11:00 PM IST

কলকাতা, 17 মে: শুরু হতে চলেছে দাবার প্রিমিয়র লিগ । আয়োজক সারা বাংলা দাবা সংস্থা । রাপিড এবং ব্লিৎস দুই ধরনের দাবাই থাকবে প্রতিযোগিতায়। এই লিগের বাণিজ্যিক দূত হয়েছেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। মোট 6টি জোনে পুরো রাজ্যের 23টি জেলাকে ভাগ করা হয়েছে। 64 খোপের এই খেলার প্রিমিয়র লিগ শুরু হবে 10 জুন থেকে । শেষ 12 অগস্ট ।

আয়োজক সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া জানিয়েছেন, এই দাবা প্রিমিয়ার লিগে বাংলার 11 জন গ্র্যান্ডমাস্টার খেলতে আগ্রহী । ফলে নতুন দাবাড়ুদের কাছে নিজেদের প্রমাণ করার বিরাট সুযোগ রয়েছে । দু'মাস ধরে চলা টুর্নামেন্টের যাবতীয় খেলা হবে সপ্তাহান্তে । মোট প্রায় 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের এই প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে । প্রথম পর্যায়ে জেলা দলগুলো পরস্পরের মুখোমুখি হবে । দ্বিতীয় পর্যায়ে দলগতভাবে খেলা হবে ।

প্রতিটি জোনের দশজন দাবাড়ু গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে । প্রতিটি দাবাড়ু তাদের সংশ্লিষ্ট জেলা থেকে প্রতিনিধিত্ব করতে পারবেন। দিব্যেন্দু বড়ুয়া জানিয়েছেন,"রাজ্যের ইন্টারন্যাশনাল নর্ম পাওয়া দাবাড়ু এবং গ্র্যান্ড মাস্টার দাবাড়ুরা সকলেই কলকাতা এবং হুগলিতে থাকেন। ফলে এই দুই জেলার লড়াই যে আকর্ষণীয় হবে তা ধরেই নেওয়া যায়। তবে এর জন্য বাকি জেলাগুলোর কাছে সুযোগ থাকবে না এটা ভাবার কোনও কারণ নেই । এই দাবা প্রিমিয়র লিগ নতুন প্রতিভার অন্বেষণে ভূমিকা নেবে। দ্বিতীয় বছরে কিছু পরিবর্তনের পরিকল্পনা রয়েছে ।"

জানা গিয়েছে, 1 হাজার 200 টাকা দিয়ে এই লিগে অংশগ্রহণ করা যাবে। ফুটবল ক্রিকেটের লিগ দেখতে অভ্যস্ত সকলেই । ভলিবল, বাস্কেট বল ও হকি লিগও নিয়মিত হয় । তবে দাবার প্রিমিয়ার লিগ করার এই ভাবনা নিঃসন্দেহে চমকপ্রদ ।

আরও পড়ুন : চৌষট্টি খোপে ফের বাজিমাত বাংলার ! দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তভ

কলকাতা, 17 মে: শুরু হতে চলেছে দাবার প্রিমিয়র লিগ । আয়োজক সারা বাংলা দাবা সংস্থা । রাপিড এবং ব্লিৎস দুই ধরনের দাবাই থাকবে প্রতিযোগিতায়। এই লিগের বাণিজ্যিক দূত হয়েছেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। মোট 6টি জোনে পুরো রাজ্যের 23টি জেলাকে ভাগ করা হয়েছে। 64 খোপের এই খেলার প্রিমিয়র লিগ শুরু হবে 10 জুন থেকে । শেষ 12 অগস্ট ।

আয়োজক সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া জানিয়েছেন, এই দাবা প্রিমিয়ার লিগে বাংলার 11 জন গ্র্যান্ডমাস্টার খেলতে আগ্রহী । ফলে নতুন দাবাড়ুদের কাছে নিজেদের প্রমাণ করার বিরাট সুযোগ রয়েছে । দু'মাস ধরে চলা টুর্নামেন্টের যাবতীয় খেলা হবে সপ্তাহান্তে । মোট প্রায় 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের এই প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে । প্রথম পর্যায়ে জেলা দলগুলো পরস্পরের মুখোমুখি হবে । দ্বিতীয় পর্যায়ে দলগতভাবে খেলা হবে ।

প্রতিটি জোনের দশজন দাবাড়ু গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হবে । প্রতিটি দাবাড়ু তাদের সংশ্লিষ্ট জেলা থেকে প্রতিনিধিত্ব করতে পারবেন। দিব্যেন্দু বড়ুয়া জানিয়েছেন,"রাজ্যের ইন্টারন্যাশনাল নর্ম পাওয়া দাবাড়ু এবং গ্র্যান্ড মাস্টার দাবাড়ুরা সকলেই কলকাতা এবং হুগলিতে থাকেন। ফলে এই দুই জেলার লড়াই যে আকর্ষণীয় হবে তা ধরেই নেওয়া যায়। তবে এর জন্য বাকি জেলাগুলোর কাছে সুযোগ থাকবে না এটা ভাবার কোনও কারণ নেই । এই দাবা প্রিমিয়র লিগ নতুন প্রতিভার অন্বেষণে ভূমিকা নেবে। দ্বিতীয় বছরে কিছু পরিবর্তনের পরিকল্পনা রয়েছে ।"

জানা গিয়েছে, 1 হাজার 200 টাকা দিয়ে এই লিগে অংশগ্রহণ করা যাবে। ফুটবল ক্রিকেটের লিগ দেখতে অভ্যস্ত সকলেই । ভলিবল, বাস্কেট বল ও হকি লিগও নিয়মিত হয় । তবে দাবার প্রিমিয়ার লিগ করার এই ভাবনা নিঃসন্দেহে চমকপ্রদ ।

আরও পড়ুন : চৌষট্টি খোপে ফের বাজিমাত বাংলার ! দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তভ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.