ETV Bharat / sports

EB vs CFC: মারিনা মাচানসে পরাজিত লাল-হলুদ, গোল করে নারী আন্দোলনের বার্তা ইরানি ভাফা'র - EB

সুহের ভিপি, ক্লেইটন সিলভা দেবজিৎ মজুমদারকে একা পেয়েও গোল না-করতে পারার ভুলে লাল-হলুদ ফের হারের অন্ধকারে (Chennaiyin FC beat East Bengal) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 4, 2022, 10:25 PM IST

কলকাতা, 4 নভেম্বর: ভুলের শুধরে জয়ের রাস্তা খুঁজতে চেয়েছিল চেন্নাইয়িন এফসি । সেই লক্ষ্যে সফল টমাস ব্রাডরিক । চেন্নাইয়িন কোচের মত ডার্বি হারের পরে তিনিও তো ভুল শুধরে জয়ের পথ খুঁজতে চেয়েছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইনও । কিন্তু সুহের ভিপি, ক্লেইটন সিলভা দেবজিৎ মজুমদারকে একা পেয়েও গোল না-করতে পারার ভুলে লাল-হলুদ ফের হারের অন্ধকারে (Chennaiyin FC beat East Bengal) ।

যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসি বিরুদ্ধেও পরাজিত ইস্টবেঙ্গল । চেন্নাইয়িনের একমাত্র গোলদাতা ইরানের ডিফেন্ডার ভাফা । 68 মিনিটে আকাশের কর্নার থেকে হেড করে গোল করে যান ভাফা । গোল করার পরে ইরানের নারীদের আন্দোলনের সমর্থনে বার্তাবাহী গেঞ্জি দেখানোয় হলুদ কার্ড দেখেন । মোট দু'বার হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার পেয়ে বেরিয়েও যেতে হয় । যদিও তাতে বিশেষ লাভ হয়নি কনস্ট্যান্টাইনের ছেলেদের ।

আরও পড়ুন: বিশ্বকাপ জ্বরে কাবু কেরল, মালাপ্পুরম যেন একটুকরো কাতার

চার মিনিট পরেই অনিরুদ্ধ থাপাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সার্থক গলুই । বাকি সময় দশ জনে খেলল দুই দলই । পাঁচ ম্যাচে চার পরাজয় । পয়েন্ট টেবিলে 9 নম্বরে দল । তবুও 17 হাজার সমর্থক মাঠে এসেছিলেন দলের জয় দেখতে । চেন্নাইয়িনের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কোনও দিন পরাজিত হয়নি । শুক্রবার সন্ধ্যায় সেই অপরাজিত তকমাও গেল । একই সঙ্গে কলকাতার দুই প্রধানের কাছ থেকেই পুরো পয়েন্ট নিয়ে যাওয়ার কৃতিত্ব দেখাল চেন্নাইয়িন ।

কলকাতা, 4 নভেম্বর: ভুলের শুধরে জয়ের রাস্তা খুঁজতে চেয়েছিল চেন্নাইয়িন এফসি । সেই লক্ষ্যে সফল টমাস ব্রাডরিক । চেন্নাইয়িন কোচের মত ডার্বি হারের পরে তিনিও তো ভুল শুধরে জয়ের পথ খুঁজতে চেয়েছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইনও । কিন্তু সুহের ভিপি, ক্লেইটন সিলভা দেবজিৎ মজুমদারকে একা পেয়েও গোল না-করতে পারার ভুলে লাল-হলুদ ফের হারের অন্ধকারে (Chennaiyin FC beat East Bengal) ।

যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসি বিরুদ্ধেও পরাজিত ইস্টবেঙ্গল । চেন্নাইয়িনের একমাত্র গোলদাতা ইরানের ডিফেন্ডার ভাফা । 68 মিনিটে আকাশের কর্নার থেকে হেড করে গোল করে যান ভাফা । গোল করার পরে ইরানের নারীদের আন্দোলনের সমর্থনে বার্তাবাহী গেঞ্জি দেখানোয় হলুদ কার্ড দেখেন । মোট দু'বার হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার পেয়ে বেরিয়েও যেতে হয় । যদিও তাতে বিশেষ লাভ হয়নি কনস্ট্যান্টাইনের ছেলেদের ।

আরও পড়ুন: বিশ্বকাপ জ্বরে কাবু কেরল, মালাপ্পুরম যেন একটুকরো কাতার

চার মিনিট পরেই অনিরুদ্ধ থাপাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সার্থক গলুই । বাকি সময় দশ জনে খেলল দুই দলই । পাঁচ ম্যাচে চার পরাজয় । পয়েন্ট টেবিলে 9 নম্বরে দল । তবুও 17 হাজার সমর্থক মাঠে এসেছিলেন দলের জয় দেখতে । চেন্নাইয়িনের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কোনও দিন পরাজিত হয়নি । শুক্রবার সন্ধ্যায় সেই অপরাজিত তকমাও গেল । একই সঙ্গে কলকাতার দুই প্রধানের কাছ থেকেই পুরো পয়েন্ট নিয়ে যাওয়ার কৃতিত্ব দেখাল চেন্নাইয়িন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.