কলকাতা, 31 মে : বিশ্বফুটবলের প্রথম সারির ক্লাবগুলোর এদেশে খেলতে আসা নতুন নয় । বায়ার্ন মিউনিখ, সাওপাওলো, বোখুম, পিএসভি আইন্দহোভেন ভারতে খেলে গিয়েছে । তাদের ফুটবলশৈলী দেখে মুগ্ধ হয়েছে এদেশের খেলাপাগলরা । এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ইংলিশ প্রিমিয়র লিগের ফুটবল ক্লাব (Famous Football Club Chelsea is coming in Kolkata ) ।
ভারতে খেলতে আসছে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব চেলসি । কলকাতাতেও ম্যাচ খেলবে তারা । নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে এই কথা জানিয়েছে তারা । ভারতে মোট 4টি ম্যাচ খেলার কথা রয়েছে চেলসির । কলকাতা ছাড়াও ভুবনেশ্বর ও জামশেদপুরে একটি করে ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা ।
কলকাতায় 2 অক্টোবর ইংল্যাণ্ডের আরও এক ক্লাব সাউদাম্পটন এফসি-র বিরুদ্ধে খেলবে চেলসি । সন্ধ্যা 7টায় দু'দল মুখোমুখি হবে । কলকাতায় চেলসির দ্বিতীয় ম্যাচ 16 অক্টোবর । ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলবে তারা । সেই ম্যাচ শুরু হবে রাত 10টায়। এরপরে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ খেলবে নীল জার্সিধারীরা । 23 অক্টোবর নরউইচের বিরুদ্ধে খেলতে নামবে তারা । বিকেল 5টা থেকে শুরু হবে সেই ম্যাচ । 30 অক্টোবর জামশেদপুরে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে চেলসি ।
আরও পড়ুন : 4.25 বিলিয়ন পাউন্ডে চেলসি কিনছেন মার্কিন ধনকুবের, কে এই টড বোহেলি?
এখনও পর্যন্ত 5 বার ইংলিশ প্রিমিয়র লিগ জিতেছে চেলসি । সদ্য সমাপ্ত মরশুমে 3 নম্বরে শেষ করেছে ইংল্যান্ডের অন্যতম সফল দল । ভারতের বিভিন্ন প্রান্তে চেলসির অগণিত সমর্থক রয়েছেন । ভারতের ফুটবল বাজার ধরতে বিদেশী ক্লাবগুলোর খেলতে আসা নতুন নয় । ক্রমে যে সেই বাজার ফুটবলের প্রথম বিশ্বের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে তা বলাই বাহুল্য ।