ETV Bharat / sports

এই অর্থ দান করে আনন্দের সঙ্গে খেলুন, চেকমেট করুন কোভিডকে - কোভিড 19

কিছু টাকা দান করে পেতে পারেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের সঙ্গে দাবা খেলার সুযোগ ৷ কোভিড ত্রাণে অর্থ সংগ্রহ করতে এই উদ্যোগ নিয়েছে চেস ডট কম ৷

checkmate-covid-anand-and-4-other-gms-to-play-exhibition-matches-to-raise-covid-relief-fund
এই অর্থ দান করে আনন্দের সঙ্গে খেলুন, চেকমেট করুন কোভিডকে
author img

By

Published : May 11, 2021, 3:16 PM IST

নয়াদিল্লি, 11 মে: দেশের ভয়ংকর কোভিড পরিস্থিতিতে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করতে প্রদর্শনী ম্যাচ খেলবেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ও আরও চার ভারতীয় গ্র্যান্ডমাস্টার ৷ বৃহস্পতিবার অন্যান্য দাবাড়ুদের সঙ্গে অনলাইনে হবে সেই ম্যাচ ৷

যে খেলোয়াড়ের কাছে চেস ডট কম রয়েছে, তাঁরাই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে দাবা খেলার সুযোগ পাবেন ৷ তাঁদের শুধু 150 ডলার অর্থাত্ ভারতীয় মুদ্রায় প্রায় 11 হাজার টাকা দান করতে হবে ৷ অন্যান্য গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে খেলতে হলে দান করতে হবে 25 মার্কিন ডলার অর্থাত্ ভারতীয় মুদ্রায় প্রায় দু হাজার টাকা ৷ সন্ধে 7.30টা নাগাদ চেস ডট কমে ম্যাচের সম্প্রচার চলাকালীনও দান করা যাবে ৷ ওয়েবসাইটটি জানিয়েছে, তারা সব দান জুড়ে সাড়ে সাত লাখের কাছাকাছি করার চেষ্টা করছে ৷

আরও পড়ুন: কোভিড টিকার ফর্মুলা জানান, অভাব মেটাতে কেন্দ্রকে পরামর্শ কেজরির

তারা বলেছে, "আমরা সবাই জানি, ভারত কোভিডের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ৷ এই সময়ে আমাদের সবার উপর কোনও না কোনও প্রভাব পড়ছে ৷ আসুন ভারতের কোভিড ত্রাণে সাহায্য করা যাক ৷ আপনারা ভারতের দুর্দান্ত গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে খেলার সুযোগ পাবেন ৷ কোভিডকে চেকমেট করতে অংশ নিন ৷"

নয়াদিল্লি, 11 মে: দেশের ভয়ংকর কোভিড পরিস্থিতিতে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করতে প্রদর্শনী ম্যাচ খেলবেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ও আরও চার ভারতীয় গ্র্যান্ডমাস্টার ৷ বৃহস্পতিবার অন্যান্য দাবাড়ুদের সঙ্গে অনলাইনে হবে সেই ম্যাচ ৷

যে খেলোয়াড়ের কাছে চেস ডট কম রয়েছে, তাঁরাই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে দাবা খেলার সুযোগ পাবেন ৷ তাঁদের শুধু 150 ডলার অর্থাত্ ভারতীয় মুদ্রায় প্রায় 11 হাজার টাকা দান করতে হবে ৷ অন্যান্য গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে খেলতে হলে দান করতে হবে 25 মার্কিন ডলার অর্থাত্ ভারতীয় মুদ্রায় প্রায় দু হাজার টাকা ৷ সন্ধে 7.30টা নাগাদ চেস ডট কমে ম্যাচের সম্প্রচার চলাকালীনও দান করা যাবে ৷ ওয়েবসাইটটি জানিয়েছে, তারা সব দান জুড়ে সাড়ে সাত লাখের কাছাকাছি করার চেষ্টা করছে ৷

আরও পড়ুন: কোভিড টিকার ফর্মুলা জানান, অভাব মেটাতে কেন্দ্রকে পরামর্শ কেজরির

তারা বলেছে, "আমরা সবাই জানি, ভারত কোভিডের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ৷ এই সময়ে আমাদের সবার উপর কোনও না কোনও প্রভাব পড়ছে ৷ আসুন ভারতের কোভিড ত্রাণে সাহায্য করা যাক ৷ আপনারা ভারতের দুর্দান্ত গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে খেলার সুযোগ পাবেন ৷ কোভিডকে চেকমেট করতে অংশ নিন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.