ETV Bharat / sports

Champions League Final: 450 মিলিয়ন দর্শক, রবিবার রাতের ফাইনালে নয়া রেকর্ডের সামনে উয়েফা - চ্যাম্পিয়ন্স লিগ

কয়েকঘণ্টা পরেই ইংল্যান্ডের পাওয়ার বনাম ইতালির ডিফেন্স । প্রায় 450 মিলিয়ন দর্শক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখবেন, এমনটাই জানানো হয়েছে উয়েফার তরফে ।

Etv Bharat
রবিবার রাতের ফাইনালে নয়া রেকর্ডের সামনে উয়েফা
author img

By

Published : Jun 10, 2023, 10:43 PM IST

ইস্তানবুল, 10 জুন: রবিবারের রাতে মহারণ । আর কয়েকঘণ্টা পরেই ইংরেজদের শারীরিক শক্তির আস্ফালন বনাম ইতালির হার না-মানা ডিফেন্সের লড়াই চাক্ষুষ করবে বিশ্ব । সমস্ত কিছু ঠিক থাকলে, চ্যাম্পিয়ন্সের লিগ ফাইনালেই নয়া রেকর্ড ছুঁতে চলেছে উয়েফাও । জানা গিয়েছে, সবমিলিয়ে প্রায় 450 মিলিয়ন দর্শক ম্যাঞ্চেস্টার সিটি এবং ইন্টার মিলানের ম্যাচ দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে ।

উয়েফার এক সূত্র জানিয়েছে, ইস্তানবুলের এই ম্যাচটির জন্য লাইভ, মিনিট বাই মিনিট অ্যাভারেজ অডিয়েন্স থেকে প্রায় 150 মিলিয়ন ভিউ প্রত্যাশিত । অন্যান্য ক্ষেত্র এবং আনুমানিক ইন-হোম টিভি অডিয়েন্স, অনলাইন স্ট্রিমিং ছাড়াও বার, রেস্তোরাঁ এবং ফ্যান পার্কে প্রচুর দর্শক এই ম্যাচ দেখবেন ।যদিও এই 150 মিলিয়ন সংখ্যাটি চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 184 মিলিয়ন গড় দর্শকের চেয়ে কম । যা 2014 সালের ফাইনালে সেট করা হয়েছিল যখন রিয়াল মাদ্রিদ অতিরিক্ত সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-1 গোলে পরাজিত করেছিল ।

যদিও বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ, কেউই ফাইনালে নেই । দুই স্প্যানিস জায়ান্টেরই বিশ্বজোড়া ফ্যানবেস রয়েছে । ফলে সমীক্ষা বলছে দুই দলের একটি ফাইনালে উঠলেই দর্শকের মধ্যে সাড়া পড়ে যায় । গত বছর লিভারপুলের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের 1-0 জয়ের গড় দর্শক ছিল 166 মিলিয়ন । উয়েফার তথ্য বলছে, 2018 সালে দুই দলের ফাইনালে গড় দর্শক ছিল 161 মিলিয়ন ।

আরও পড়ুন: 'ভাগ্যের চাকার স্টিয়ারিংটা নিজের হাতেই রাখতে চেয়েছিলাম', বার্সায় না-ফেরা প্রসঙ্গে বললেন মেসি

অন্যদিকে লিভারপুল বনাম টটেনহ্যাম ফাইনালে গড় দর্শক ছিল মাত্র 91 মিলিয়ন । আরেকটি অল-ইংল্যান্ড ফাইনালে গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন গড় দর্শক ছিল । 2021 সালে ম্যান সিটির বিরুদ্ধে চেলসির 1-0 জয়ের ম্যাচে ছিল মাত্র 84 মিলিয়ন দর্শক ।

আরও পড়ুন: প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন মেসি, আর্জেন্তাইন মহাতারকা এবার ইন্টার মিয়ামিতে

ইস্তানবুল, 10 জুন: রবিবারের রাতে মহারণ । আর কয়েকঘণ্টা পরেই ইংরেজদের শারীরিক শক্তির আস্ফালন বনাম ইতালির হার না-মানা ডিফেন্সের লড়াই চাক্ষুষ করবে বিশ্ব । সমস্ত কিছু ঠিক থাকলে, চ্যাম্পিয়ন্সের লিগ ফাইনালেই নয়া রেকর্ড ছুঁতে চলেছে উয়েফাও । জানা গিয়েছে, সবমিলিয়ে প্রায় 450 মিলিয়ন দর্শক ম্যাঞ্চেস্টার সিটি এবং ইন্টার মিলানের ম্যাচ দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে ।

উয়েফার এক সূত্র জানিয়েছে, ইস্তানবুলের এই ম্যাচটির জন্য লাইভ, মিনিট বাই মিনিট অ্যাভারেজ অডিয়েন্স থেকে প্রায় 150 মিলিয়ন ভিউ প্রত্যাশিত । অন্যান্য ক্ষেত্র এবং আনুমানিক ইন-হোম টিভি অডিয়েন্স, অনলাইন স্ট্রিমিং ছাড়াও বার, রেস্তোরাঁ এবং ফ্যান পার্কে প্রচুর দর্শক এই ম্যাচ দেখবেন ।যদিও এই 150 মিলিয়ন সংখ্যাটি চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 184 মিলিয়ন গড় দর্শকের চেয়ে কম । যা 2014 সালের ফাইনালে সেট করা হয়েছিল যখন রিয়াল মাদ্রিদ অতিরিক্ত সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-1 গোলে পরাজিত করেছিল ।

যদিও বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ, কেউই ফাইনালে নেই । দুই স্প্যানিস জায়ান্টেরই বিশ্বজোড়া ফ্যানবেস রয়েছে । ফলে সমীক্ষা বলছে দুই দলের একটি ফাইনালে উঠলেই দর্শকের মধ্যে সাড়া পড়ে যায় । গত বছর লিভারপুলের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের 1-0 জয়ের গড় দর্শক ছিল 166 মিলিয়ন । উয়েফার তথ্য বলছে, 2018 সালে দুই দলের ফাইনালে গড় দর্শক ছিল 161 মিলিয়ন ।

আরও পড়ুন: 'ভাগ্যের চাকার স্টিয়ারিংটা নিজের হাতেই রাখতে চেয়েছিলাম', বার্সায় না-ফেরা প্রসঙ্গে বললেন মেসি

অন্যদিকে লিভারপুল বনাম টটেনহ্যাম ফাইনালে গড় দর্শক ছিল মাত্র 91 মিলিয়ন । আরেকটি অল-ইংল্যান্ড ফাইনালে গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন গড় দর্শক ছিল । 2021 সালে ম্যান সিটির বিরুদ্ধে চেলসির 1-0 জয়ের ম্যাচে ছিল মাত্র 84 মিলিয়ন দর্শক ।

আরও পড়ুন: প্যারিস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন মেসি, আর্জেন্তাইন মহাতারকা এবার ইন্টার মিয়ামিতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.