ETV Bharat / sports

Nikhat Zareen Interview : পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে অলিম্পিক পদকে চোখ বক্সিংয়ের নতুন রানি জারিনের

author img

By

Published : May 24, 2022, 6:10 PM IST

বক্সিং রিংয়ে পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে পরবর্তী লক্ষ্য কী? নিখাত জারিন চান অলিম্পিকের মঞ্চে দেশের পতাকা গায়ে জড়িয়ে পোডিয়ামে দাঁড়াতে (Challenging patriarchy and boxers Nikhat dreams of Olympic medal) ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এল এমনই নানা প্রসঙ্গ ৷

Nikhat Zareen
বক্সিংয়ের নতুন রানি জারিন

হায়দরাবাদ, 24 মে : বক্সিং রিংয়ে কেন কেবল পুরুষদেরই লড়তে দেখা যায়? নিজামাবাদের কালেক্টর্স স্পোর্টস গ্রাউন্ডে গিয়ে নাবালিকার কৌতূহল মন আচমকাই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিল বাবাকে ৷ মেয়ের প্রশ্ন শুনে প্রথমটায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন মহম্মদ জামিল আহমেদ ৷ পরে নিজেকে কিছুটা সামলে মেয়েকে তিনি জবাব দেন, "বক্সিং লড়তে কঠোর পরিশ্রম এবং শক্তি দরকার ৷ আর পুরুষতান্ত্রিক সমাজে তাদের টপকে নারীর খেলাধুলোয় অংশগ্রহণের কোনও স্বাধীনতা নেই ৷"

বাবার কথা তাতিয়ে দিয়েছিল তেলেঙ্গানার নিজামাবাদের নিখাত জারিনকে ৷ বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছিল কিশোরী ৷ সেই চ্যালেঞ্জই গত সপ্তাহে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (ফ্লাইওয়েট বিভাগ) ভারতের ঘরে এনে দিয়েছে সোনা ৷ দেশের পঞ্চম বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা এনে দিয়েছেন নিজামাবাদের জারিন ৷ 2018 মেরি কমের পর এই প্রথম ৷ বক্সিং রিংয়ে পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে পরবর্তী লক্ষ্য কী? নিখাত জারিন চান অলিম্পিকের মঞ্চে দেশের পতাকা গায়ে জড়িয়ে পোডিয়ামে দাঁড়াতে (Challenging patriarchy and boxers Nikhat dreams of Olympic medal) ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এল এমনই নানা প্রসঙ্গ ৷

প্র: পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ৷ কতটা তাৎপর্যপূর্ণ ?

উ: এই জয়ের গুরুত্ব আমার কাছে অপরিসীম ৷ লম্বা সময় পর দেশকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা এনে দিতে পারলাম ৷ কমনওয়েলথ গেমস, এশিয়াড, প্যারিস অলিম্পিকে এই জয় নিঃসন্দেহে ব্যাপক আত্মবিশ্বাস জোগাবে ৷

প্র: চোট, কোভিড সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য মোটিভেশন পেলেন কীভাবে ?

উ: কেরিয়ারে এযাবৎ আমার জার্নিতে প্রচুর চড়াই-উতরাই রয়েছে ৷ সবকিছুর মধ্যেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদকজয়ের স্বপ্ন থেকে পিছু হটিনি আমি ৷ বিশ্বাস ছিল নিজের প্রতি ৷ হ্যাঁ, চোটের পর জীবনে অনেক ঘটনা ঘটেছে ৷ তবে সেগুলো আমাকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা আমার জীবনে ত্যাগ আর কঠোর পরিশ্রমের ফসল ৷

প্র: বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়ে যদি দু-চার কথা শোনানো যায় ৷

উ: বিশ্বাস করুন প্রচুর খেটেছিলাম এই প্রতিযোগিতার জন্য ৷ যে কোনও উপায়ে পদক জয় লক্ষ্য ছিল আমার ৷ নিজের প্রতি বিশ্বাসের পাশাপাশি অলিম্পিকে পদকজয়ীকে হারানোর আত্মবিশ্বাস বিশ্ব চ্যাম্পিয়নশিপে দারুণ কাজে দিয়েছে ৷

প্র: কেরিয়ারে চূড়ান্ত লক্ষ্য কী ?

উ: দেশের হয়ে অলিম্পিকে পদক জেতা ৷ সব মনোনিবেশ তাই এখন প্যারিসে ৷ তবে আপাতত কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তুত করছি নিজেকে ৷ সামনে বেশ কিছু ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হবে আমাকে ৷

হায়দরাবাদ, 24 মে : বক্সিং রিংয়ে কেন কেবল পুরুষদেরই লড়তে দেখা যায়? নিজামাবাদের কালেক্টর্স স্পোর্টস গ্রাউন্ডে গিয়ে নাবালিকার কৌতূহল মন আচমকাই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিল বাবাকে ৷ মেয়ের প্রশ্ন শুনে প্রথমটায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন মহম্মদ জামিল আহমেদ ৷ পরে নিজেকে কিছুটা সামলে মেয়েকে তিনি জবাব দেন, "বক্সিং লড়তে কঠোর পরিশ্রম এবং শক্তি দরকার ৷ আর পুরুষতান্ত্রিক সমাজে তাদের টপকে নারীর খেলাধুলোয় অংশগ্রহণের কোনও স্বাধীনতা নেই ৷"

বাবার কথা তাতিয়ে দিয়েছিল তেলেঙ্গানার নিজামাবাদের নিখাত জারিনকে ৷ বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছিল কিশোরী ৷ সেই চ্যালেঞ্জই গত সপ্তাহে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (ফ্লাইওয়েট বিভাগ) ভারতের ঘরে এনে দিয়েছে সোনা ৷ দেশের পঞ্চম বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা এনে দিয়েছেন নিজামাবাদের জারিন ৷ 2018 মেরি কমের পর এই প্রথম ৷ বক্সিং রিংয়ে পুরুষতন্ত্রের অবসান ঘটিয়ে পরবর্তী লক্ষ্য কী? নিখাত জারিন চান অলিম্পিকের মঞ্চে দেশের পতাকা গায়ে জড়িয়ে পোডিয়ামে দাঁড়াতে (Challenging patriarchy and boxers Nikhat dreams of Olympic medal) ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এল এমনই নানা প্রসঙ্গ ৷

প্র: পঞ্চম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ৷ কতটা তাৎপর্যপূর্ণ ?

উ: এই জয়ের গুরুত্ব আমার কাছে অপরিসীম ৷ লম্বা সময় পর দেশকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা এনে দিতে পারলাম ৷ কমনওয়েলথ গেমস, এশিয়াড, প্যারিস অলিম্পিকে এই জয় নিঃসন্দেহে ব্যাপক আত্মবিশ্বাস জোগাবে ৷

প্র: চোট, কোভিড সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য মোটিভেশন পেলেন কীভাবে ?

উ: কেরিয়ারে এযাবৎ আমার জার্নিতে প্রচুর চড়াই-উতরাই রয়েছে ৷ সবকিছুর মধ্যেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদকজয়ের স্বপ্ন থেকে পিছু হটিনি আমি ৷ বিশ্বাস ছিল নিজের প্রতি ৷ হ্যাঁ, চোটের পর জীবনে অনেক ঘটনা ঘটেছে ৷ তবে সেগুলো আমাকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা আমার জীবনে ত্যাগ আর কঠোর পরিশ্রমের ফসল ৷

প্র: বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়ে যদি দু-চার কথা শোনানো যায় ৷

উ: বিশ্বাস করুন প্রচুর খেটেছিলাম এই প্রতিযোগিতার জন্য ৷ যে কোনও উপায়ে পদক জয় লক্ষ্য ছিল আমার ৷ নিজের প্রতি বিশ্বাসের পাশাপাশি অলিম্পিকে পদকজয়ীকে হারানোর আত্মবিশ্বাস বিশ্ব চ্যাম্পিয়নশিপে দারুণ কাজে দিয়েছে ৷

প্র: কেরিয়ারে চূড়ান্ত লক্ষ্য কী ?

উ: দেশের হয়ে অলিম্পিকে পদক জেতা ৷ সব মনোনিবেশ তাই এখন প্যারিসে ৷ তবে আপাতত কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তুত করছি নিজেকে ৷ সামনে বেশ কিছু ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হবে আমাকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.