কলকাতা, 8 ডিসেম্বর: হরমনজ্যোৎ খাবরার চোট মাথা ব্যথার কারণ হয়েছে ইস্টবেঙ্গলের ৷ এক্ষেত্রে চিকিৎসকদের ওপরেই ভরসা করতে চান লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত । তাঁর দলে খাবরার মতো নেতৃত্ব দিতে পারেন এমন ফুটবলার বেশি নেই ৷ কিন্তু ইউটিলিটি ফুটবলারের অভাব নেই । তাই বিকল্প দিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি ৷
লাল-হলুদ প্রফেসর বলেন, "খাবরা কেবলমাত্র দলের একজন ফুটবলার নয় প্রকৃত অর্থেই নেতা । ওর না থাকা বড় ধাক্কা । আমরা মাঠে একজন নেতাকে পাব না ।" পঞ্জাব এফসির বিরুদ্ধে নাঠে নামার আগে কুয়াদ্রাতের এই কথাগুলো যেমন দলের হাহাকার প্রকাশ করে একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞার বার্তাও দেয় । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পাঁচ গোলে জয় পুরো লাল হলুদ ব্রিগেডকে বদলে দিয়েছে । হারিয়ে যেতে বসা দলে আত্মবিশ্বাস ফিরেছে । দূর হয়েছে দমবন্ধ করা পরিবেশ । আইএসএলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে বুঝতে পেরে ফুটবলারদের প্রস্তুতি এখন তুঙ্গে । খাবরার বদলে শুরু করতে পারেন নিশুকুমার, মহম্মদ রাকিপ বা এডুইন ভন্সপাল ।
চার বছর পরে প্রতিপক্ষকে পাঁচ গোলে উড়িয়েছে ইস্টবেঙ্গল । এই জয়ের ব্যবধানটা বর্তমান প্রেক্ষাপটে লাল হলুদ সমর্থকদের কাছে অবিশ্বাস্য । দল চার গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও জয় নিশ্চিত কি না তা নিয়ে দ্বিধান্বিত ছিলেন তাঁরা । বিষয়টি নজর এড়ায়নি কুয়াদ্রাতের । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন,"ফুটবল এইরকমই। কখনও জিতব। কখনও হারব। কখনও পেনাল্টি নষ্ট করব। প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। যাতে ভাগ্যের সাহায্য মেলে ৷"
প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন, "আমরা সকলেই আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম । চার গোলে এগিয়ে থাকা অবস্থাতেও সমর্থকরা টেনশনে ছিল । কারন তাঁরাও আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন । চার বছর পরে আমরা পাঁচ গোলে জিতলাম । এই বছর আমরা মোহনবাগান সুপারজায়ান্টকে হারিয়েছি । ডুরান্ড কাপের ফাইনাল খেলেছি । আমরা একটা গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছি ৷"
পয়েন্ট টেবিল বলছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পঞ্জাব এফসি বেকায়দায় রয়েছে । আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলতে আসলেও মানের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে তারা । কোচ স্টাইকোস ভার্জেটিস বলছেন তারা প্রতিআক্রমন নির্ভর ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে রুখতে চান । লাল হলুদের প্রাক্তনও জুয়ান মেরা পঞ্জাবের মাঝমাঠের ভরসা । এছাড়াও স্ট্রাইকার লুকা রয়েছেন, নিজের দিনে যেকোনও রক্ষণের আতঙ্ক হতে পারেন তিনি ।
প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে কুয়াদ্রাত বলছেন, "আমি আত্মবিশ্বাসী নই । আমি কীভাবে তিন পয়েন্ট আসবে তার জন্য প্রস্তুতি নিচ্ছি । একটা সপ্তাহের মধ্যে দু'টো জয় মোটেই সহজ কথা নয় । তবে আমরা চেষ্টা করব । প্রতিপক্ষ দলে জুয়ান মেরার মত ভালো মানের ফুটবলার রয়েছে । ভীষণ দক্ষ ফুটবলার । অতীতে লাল-হলুদ জার্সিতেও গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল। সমর্থকরা ওকে ভালোবাসে। আমাদের তাই সতর্ক থাকতে হবে।" খাবরা খেলতে পারবেন না । তবে বোরহা হেরেরা খেলবেন । মাথায় ব্যান্ডেজ বেঁধে প্র্যাকটিসও করলেন । সব মিলিয়ে একটা জয় ইস্টবেঙ্গলে বদল নিয়ে এসেছে । আইএসএলে টানা দু'ম্যাচ জিততে পারেনি লাল হলুদ । এবার রয়েছে সেই সুযোগ । কঠিন হলেও কাজটা সফল করতে জেগে ওঠার ডাক কার্লেস কুয়াদ্রাতের ।
আরও পড়ুন: