ETV Bharat / sports

Canada qualify for World Cup : সাড়ে তিন দশক পর স্বপ্নপূরণ ! কাতারের টিকিট নিশ্চিত করল কানাডা - Canada qualify for World Cup

পরপর ছ'ম্যাচে অপরাজিত থেকে কাতারের পথে পা বাড়িয়ে রেখেছিল জন হার্ডম্যানের ছেলেরা ৷ এদিন 4-0 গোলে জামাইকাকে হারিয়ে 1986 সালের পর ফের একবার বিশ্বকাপের মঞ্চে আলফান্সো দাভিয়েসের দেশ (Canada qualify for Qatar World Cup) ৷

Canada Football Team
কাতারের টিকিট নিশ্চিত করল কানাডা
author img

By

Published : Mar 28, 2022, 2:40 PM IST

টরন্টো, 28 মার্চ : 36 বছর পর স্বপ্নপূরণ ৷ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল কানাডা ৷ 4-0 গোলে জামাইকাকে হারিয়ে 1986 সালের পর ফের একবার বিশ্বকাপের মঞ্চে আলফান্সো দাভিয়েসের দেশ (Canada qualify for Qatar World Cup) ৷

ফুটবলের ‘গ্রেটেস্ট শো’ শুরু হতে এখনও 6 মাস বাকি থাকলেও চর্চা শুরু হয়ে গিয়েছে তা নিয়ে ৷ বিশ্বকাপের মঞ্চ তারকার জন্ম দেয় ৷ স্বপ্নপূরণের উচ্ছ্বাস থেকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা, আসন্ন কাতার বিশ্বকাপের কোলাজে যুক্ত হচ্ছে সমস্ত ছবিই ৷ দিনকয়েক আগেই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন আজ্জুরিরা ৷ সেখানেই এবার স্বপ্নপূরণের রূপকথা লিখলেন সাইল লারিন, তাজন বুকানান, জুনিয়র হোয়েলেটরা ৷

পরপর ছ'ম্যাচে অপরাজিত থেকে কাতারের পথে পা বাড়িয়ে রেখেছিল জন হার্ডম্যানের ছেলেরা ৷ যদিও গত সপ্তাহে কোস্টারিকার কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করেছিল তারা । এদিন সেই ভুল শুধরে নিলেন ফুটবলাররা ৷

আরও পড়ুন : 'বিধ্বস্ত এবং চূর্ণ', কাতারের টিকিট না-পেয়ে হতাশায় ডুবলেন আজ্জুরি দলনায়ক

কানাডা দলের অন্যতম ভরসা মিডফিল্ডার জোনাথন ওসোরিও । তিনি বলেন, “আমি বাকরুদ্ধ । আজ স্বপ্ন সত্যি হল ৷ আমরা সবাই কানাডিয়ান হিসেবে এটারই স্বপ্ন দেখেছিলাম ৷ এটা একটা অবিশ্বাস্য অনুভূতি ।’’

টরন্টো, 28 মার্চ : 36 বছর পর স্বপ্নপূরণ ৷ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল কানাডা ৷ 4-0 গোলে জামাইকাকে হারিয়ে 1986 সালের পর ফের একবার বিশ্বকাপের মঞ্চে আলফান্সো দাভিয়েসের দেশ (Canada qualify for Qatar World Cup) ৷

ফুটবলের ‘গ্রেটেস্ট শো’ শুরু হতে এখনও 6 মাস বাকি থাকলেও চর্চা শুরু হয়ে গিয়েছে তা নিয়ে ৷ বিশ্বকাপের মঞ্চ তারকার জন্ম দেয় ৷ স্বপ্নপূরণের উচ্ছ্বাস থেকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা, আসন্ন কাতার বিশ্বকাপের কোলাজে যুক্ত হচ্ছে সমস্ত ছবিই ৷ দিনকয়েক আগেই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন আজ্জুরিরা ৷ সেখানেই এবার স্বপ্নপূরণের রূপকথা লিখলেন সাইল লারিন, তাজন বুকানান, জুনিয়র হোয়েলেটরা ৷

পরপর ছ'ম্যাচে অপরাজিত থেকে কাতারের পথে পা বাড়িয়ে রেখেছিল জন হার্ডম্যানের ছেলেরা ৷ যদিও গত সপ্তাহে কোস্টারিকার কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করেছিল তারা । এদিন সেই ভুল শুধরে নিলেন ফুটবলাররা ৷

আরও পড়ুন : 'বিধ্বস্ত এবং চূর্ণ', কাতারের টিকিট না-পেয়ে হতাশায় ডুবলেন আজ্জুরি দলনায়ক

কানাডা দলের অন্যতম ভরসা মিডফিল্ডার জোনাথন ওসোরিও । তিনি বলেন, “আমি বাকরুদ্ধ । আজ স্বপ্ন সত্যি হল ৷ আমরা সবাই কানাডিয়ান হিসেবে এটারই স্বপ্ন দেখেছিলাম ৷ এটা একটা অবিশ্বাস্য অনুভূতি ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.