ETV Bharat / sports

Cafu in CAB: পুলিশ কাপে মাঠ মাতিয়ে সিএবিতে কাফু, ক্রিকেট দফতর ঘুরে দেখলেন কিংবদন্তি ফুটবলার

author img

By

Published : Nov 5, 2022, 10:41 PM IST

ব্রাজিলে ক্রিকেট বোর্ডও রয়েছে । সেই বোর্ডের বয়স ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়েও বেশি । পড়ার ভুল বা লেখার ভুল নয়, ব্রাজিল ক্রিকেট কন্ট্রোল বোর্ড বয়সে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ে বড় । তাই ক্রিকেট খেলাটি সম্বন্ধে কাফু (Cafu) পরিচিত না-হলেও এই খেলাটির উপস্থিতি জানেন (Cricket Association of Bengal) ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 5 নভেম্বর: শনিবাসরীয় বিকেলে হঠাৎ করেই রাজ্য ক্রিকেট প্রশাসনের সদর দফতরে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু (Cafu ) । চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় পা-দিয়েছেন । তারপর থেকেই ব্যস্ততার মধ্যে সময় কাটছে কিংবদন্তি এই ফুটবলারের। শনিবার বিকেলে মহমেডান ক্লাবের মাঠে পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনের পর প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হঠাৎ করেই সিএবিতে (Cricket Association of Bengal) এসে হাজির হন ।

ব্রাজিলে ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী । পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন । কিংবদন্তির প্রাচুর্য আমাজনের দেশে । পাশাপাশি আরেকটি অবাক করা তথ্যও রয়েছে । ব্রাজিলে ক্রিকেট বোর্ডও রয়েছে । সেই বোর্ডের বয়স ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়েও বেশি । পড়ার ভুল বা লেখার ভুল নয়, ব্রাজিল ক্রিকেট কন্ট্রোল বোর্ড বয়সে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ে বড় । তাই ক্রিকেট খেলাটি সম্বন্ধে কাফু পরিচিত না-হলেও এই খেলাটির উপস্থিতি সম্পর্কে অবগত কিংবদন্তি এই ফুটবলার । ইডেনে ঢুকে ঘুরে দেখলেন । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়ার সঙ্গেও দেখা করলেন । কলকাতায় পা-দিয়ে আতিথেয়তায় মুগ্ধ কাফু রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদর দফতরে প্রবেশ করেও বিস্মিত ।

Cafu
পুলিশ কাপে মাঠ মাতালেন কাফু

তার আগেই অবশ্য নিজের জাত চিনিয়ে এসেছেন । বয়স হলে খেলোয়াড়দের ক্ষিপ্রতা কমতে পারে, কিন্তু মুন্সিয়ানায় যে মরচে ধরে না, তা দেখা গেল মহমেডান মাঠে । পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনে অংশ নিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি । বেঙ্গল পিয়ারলেস অলস্টার ইলেভেন এবং কলকাতা পুলিশ অলস্টার ইলেভেন মধ্যে হওয়া ম্যাচ খেলতে মাঠে নামেন তিনি । বেঙ্গল পিয়ারলেস অলস্টারের হয়ে নেমে দু'টো গোল করেন কাফু । স্কিলের যাদুতে মাঠ মাতালেন । পুলিশ অলস্টার দলের হয়ে লিয়েন্ডার পেজ, আলভিটো ডি কুনহা, রহিম নবিরা নেমেছিলেন । ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন অধিনায়কের মুন্সিয়ানায় মুগ্ধ দেশের প্রাক্তনীরাও ।

আরও পড়ুন: ব্রাজিল এখন আর নেইমার নির্ভর নয়: কাফু

লিয়েন্ডার পেজ প্রায়ই বলেন, 'বয়স একটা সংখ্যা মাত্র । ফর্ম সাময়িক । খেলার দক্ষতা আজীবন থেকে যায় ।' ভারতীয় টেনিস কিংবদন্তির কথাগুলোর বাস্তব ছবি যেন ফুটে উঠেছিল শনিবারের বিকেলের মহমেডান স্পোর্টিংয়ে ।

কলকাতা, 5 নভেম্বর: শনিবাসরীয় বিকেলে হঠাৎ করেই রাজ্য ক্রিকেট প্রশাসনের সদর দফতরে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু (Cafu ) । চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় পা-দিয়েছেন । তারপর থেকেই ব্যস্ততার মধ্যে সময় কাটছে কিংবদন্তি এই ফুটবলারের। শনিবার বিকেলে মহমেডান ক্লাবের মাঠে পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনের পর প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হঠাৎ করেই সিএবিতে (Cricket Association of Bengal) এসে হাজির হন ।

ব্রাজিলে ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী । পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন । কিংবদন্তির প্রাচুর্য আমাজনের দেশে । পাশাপাশি আরেকটি অবাক করা তথ্যও রয়েছে । ব্রাজিলে ক্রিকেট বোর্ডও রয়েছে । সেই বোর্ডের বয়স ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়েও বেশি । পড়ার ভুল বা লেখার ভুল নয়, ব্রাজিল ক্রিকেট কন্ট্রোল বোর্ড বয়সে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ে বড় । তাই ক্রিকেট খেলাটি সম্বন্ধে কাফু পরিচিত না-হলেও এই খেলাটির উপস্থিতি সম্পর্কে অবগত কিংবদন্তি এই ফুটবলার । ইডেনে ঢুকে ঘুরে দেখলেন । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়ার সঙ্গেও দেখা করলেন । কলকাতায় পা-দিয়ে আতিথেয়তায় মুগ্ধ কাফু রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদর দফতরে প্রবেশ করেও বিস্মিত ।

Cafu
পুলিশ কাপে মাঠ মাতালেন কাফু

তার আগেই অবশ্য নিজের জাত চিনিয়ে এসেছেন । বয়স হলে খেলোয়াড়দের ক্ষিপ্রতা কমতে পারে, কিন্তু মুন্সিয়ানায় যে মরচে ধরে না, তা দেখা গেল মহমেডান মাঠে । পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনে অংশ নিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি । বেঙ্গল পিয়ারলেস অলস্টার ইলেভেন এবং কলকাতা পুলিশ অলস্টার ইলেভেন মধ্যে হওয়া ম্যাচ খেলতে মাঠে নামেন তিনি । বেঙ্গল পিয়ারলেস অলস্টারের হয়ে নেমে দু'টো গোল করেন কাফু । স্কিলের যাদুতে মাঠ মাতালেন । পুলিশ অলস্টার দলের হয়ে লিয়েন্ডার পেজ, আলভিটো ডি কুনহা, রহিম নবিরা নেমেছিলেন । ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন অধিনায়কের মুন্সিয়ানায় মুগ্ধ দেশের প্রাক্তনীরাও ।

আরও পড়ুন: ব্রাজিল এখন আর নেইমার নির্ভর নয়: কাফু

লিয়েন্ডার পেজ প্রায়ই বলেন, 'বয়স একটা সংখ্যা মাত্র । ফর্ম সাময়িক । খেলার দক্ষতা আজীবন থেকে যায় ।' ভারতীয় টেনিস কিংবদন্তির কথাগুলোর বাস্তব ছবি যেন ফুটে উঠেছিল শনিবারের বিকেলের মহমেডান স্পোর্টিংয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.