ETV Bharat / sports

FIFA World Cup 2022: রোনাল্ডোই নিউক্লিয়াস, তবে জোটার অভাব ভোগাতে পারে পর্তুগিজদের - C Ronaldo to lead Portugal at Qatar WC 2022

2018 রাশিয়ায় প্রত্যাশার অনেক দূর থেকেই রাশিয়া থেকে ফিরতে হয়েছিল পর্তুগালকে (Portugal National Football Team) ৷ 2020 ইউরোতেও রাউন্ড অফ 16-র গেরো পেরোতে পারেনি তারা ৷ তবে 2022 এসে ফের বিশ্বকাপের মঞ্চে বুক বাঁধছে সেদেশের ফুটবলপ্রেমীরা ৷ কারণ তাঁদের দলে যে একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আছে ৷

FIFA World Cup 2022
রোনাল্ডোই নিউক্লিয়াস, তবে জোটার অভাব ভোগাতে পারে পর্তুগিজদের
author img

By

Published : Nov 14, 2022, 10:17 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: 1966-তে তৃতীয়স্থান, 2006-এ চতুর্থ স্থান ৷ ফুটবল বিশ্বকাপে পর্তুগালের চটকদার পারফরম্যান্স বলতে এই দুই ৷ তবে 2016 ফ্রান্সের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে রাশিয়া বিশ্বকাপে প্রবেশ করায় ইউসেবিও-র (Eusebio) দেশকে ঘিরে বাড়তি সমীহ তৈরি হয়েছিল ফুটবল জনতার ৷ কিন্তু প্রত্যাশার অনেক দূর থেকেই রাশিয়া থেকে ফিরতে হয়েছিল পর্তুগালকে ৷ 2020 ইউরোতেও রাউন্ড অফ 16-র গেরো পেরোতে পারেনি তারা ৷ তবে 2022 এসে ফের বিশ্বকাপের মঞ্চে বুক বাঁধছে সেদেশের ফুটবলপ্রেমীরা ৷ কারণ তাঁদের দলে যে একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আছেন ৷

কাতারে কেরিয়ারের শেষ বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার (C Ronaldo to lead Portugal at Qatar WC 2022) ৷ সম্প্রতি পর্তুগালের বিশ্বকাপগামী 26 জনের স্কোয়াড ঘোষণা হল ক্রিশ্চিয়ানোকে সামনে রেখেই ৷ হয়তো কেরিয়ারে একেবারে প্রান্তে, কিন্তু চ্যাম্পিয়নরা জ্বলে উঠতে পারেন যে কোনও মুহূর্তেই ৷ কেবল সাঁইত্রিশের রোনাল্ডোই নন, কোচ ফার্নান্দো স্যান্টোসের পছন্দের বিশ্বকাপ দলে ঠাঁই হয়েছে ঊনচল্লিশের পেপেরও ৷ এছাড়া বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্সরা স্কোয়াডে অভিজ্ঞ মুখ ৷ তবে দলের নিউক্লিয়াস কিন্তু 'সিআর সেভেন'ই ৷

বেশ কিছু চেনা নাম আবার বাদও পড়েছে পর্তুগিজদের বিশ্বকাপগামী স্কোয়াড থেকে ৷ যার মধ্যে লিভারপুল স্ট্রাইকার দিয়োগো জোটার না-থাকা বিশ্বকাপে ভোগাতে পারে 2019 নেশনস লিগ বিজেতাদের ৷ পাশাপাশি কাতারে রেনাতো স্যাঞ্চেজ, জোয়াও মৌতিনহো, জোস ফন্তেদের সার্ভিসও পাবে না 2016 ইউরো চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন: চোটে নেই কন্তে-পোগবা, বিশ্বকাপে ফুল ফোটাতে জিরু-বেঞ্জেমাতেই ভরসা রাখছেন দেশঁ

তবে কে নেই, তা নিয়ে ভাবতে রাজি নন দলের বর্ষীয়ান কোচ ৷ তাঁর লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ৷ বিশ্বকাপ থেকে কী আশা করছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্যান্তোস বলেন, "বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই কাতার যাত্রা ৷ আমি বিশ্বাস করি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, আমার ফুটবলাররাও সেটা বিশ্বাস করে ৷"

একনজরে পর্তুগাল স্কোয়াড:

  • গোলরক্ষক: দিয়োগো কোস্তা, রুই প্যাট্রিসিও, জোস সা ৷
  • ডিফেন্ডার: দিয়োগো দালোত, দানিলো পেরেরা, জোয়াও ক্যানসেলো, অ্যান্তোনিও সিলভা, পেপে, রুবেন দায়াস, নুনো মেন্দেস, রাফায়েল গুরেইরো,
  • মিডফিল্ডার: উইলিয়াম কার্ভালহো, রুবেন নেভেস, ওটাভিও মন্তেরিয়ো, বার্নার্দো সিলভা, ম্যাথিউজ নুনেস, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়া পালহিনহা, ভিতিনহা ৷
  • ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, রিকার্ডো হোর্তা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, গন্সালো রামোস ৷

ঘানা, ঊরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ এইচে রয়েছেন রোনাল্ডোরা ৷

হায়দরাবাদ, 14 নভেম্বর: 1966-তে তৃতীয়স্থান, 2006-এ চতুর্থ স্থান ৷ ফুটবল বিশ্বকাপে পর্তুগালের চটকদার পারফরম্যান্স বলতে এই দুই ৷ তবে 2016 ফ্রান্সের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে রাশিয়া বিশ্বকাপে প্রবেশ করায় ইউসেবিও-র (Eusebio) দেশকে ঘিরে বাড়তি সমীহ তৈরি হয়েছিল ফুটবল জনতার ৷ কিন্তু প্রত্যাশার অনেক দূর থেকেই রাশিয়া থেকে ফিরতে হয়েছিল পর্তুগালকে ৷ 2020 ইউরোতেও রাউন্ড অফ 16-র গেরো পেরোতে পারেনি তারা ৷ তবে 2022 এসে ফের বিশ্বকাপের মঞ্চে বুক বাঁধছে সেদেশের ফুটবলপ্রেমীরা ৷ কারণ তাঁদের দলে যে একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আছেন ৷

কাতারে কেরিয়ারের শেষ বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার (C Ronaldo to lead Portugal at Qatar WC 2022) ৷ সম্প্রতি পর্তুগালের বিশ্বকাপগামী 26 জনের স্কোয়াড ঘোষণা হল ক্রিশ্চিয়ানোকে সামনে রেখেই ৷ হয়তো কেরিয়ারে একেবারে প্রান্তে, কিন্তু চ্যাম্পিয়নরা জ্বলে উঠতে পারেন যে কোনও মুহূর্তেই ৷ কেবল সাঁইত্রিশের রোনাল্ডোই নন, কোচ ফার্নান্দো স্যান্টোসের পছন্দের বিশ্বকাপ দলে ঠাঁই হয়েছে ঊনচল্লিশের পেপেরও ৷ এছাড়া বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্সরা স্কোয়াডে অভিজ্ঞ মুখ ৷ তবে দলের নিউক্লিয়াস কিন্তু 'সিআর সেভেন'ই ৷

বেশ কিছু চেনা নাম আবার বাদও পড়েছে পর্তুগিজদের বিশ্বকাপগামী স্কোয়াড থেকে ৷ যার মধ্যে লিভারপুল স্ট্রাইকার দিয়োগো জোটার না-থাকা বিশ্বকাপে ভোগাতে পারে 2019 নেশনস লিগ বিজেতাদের ৷ পাশাপাশি কাতারে রেনাতো স্যাঞ্চেজ, জোয়াও মৌতিনহো, জোস ফন্তেদের সার্ভিসও পাবে না 2016 ইউরো চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন: চোটে নেই কন্তে-পোগবা, বিশ্বকাপে ফুল ফোটাতে জিরু-বেঞ্জেমাতেই ভরসা রাখছেন দেশঁ

তবে কে নেই, তা নিয়ে ভাবতে রাজি নন দলের বর্ষীয়ান কোচ ৷ তাঁর লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ৷ বিশ্বকাপ থেকে কী আশা করছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্যান্তোস বলেন, "বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই কাতার যাত্রা ৷ আমি বিশ্বাস করি চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, আমার ফুটবলাররাও সেটা বিশ্বাস করে ৷"

একনজরে পর্তুগাল স্কোয়াড:

  • গোলরক্ষক: দিয়োগো কোস্তা, রুই প্যাট্রিসিও, জোস সা ৷
  • ডিফেন্ডার: দিয়োগো দালোত, দানিলো পেরেরা, জোয়াও ক্যানসেলো, অ্যান্তোনিও সিলভা, পেপে, রুবেন দায়াস, নুনো মেন্দেস, রাফায়েল গুরেইরো,
  • মিডফিল্ডার: উইলিয়াম কার্ভালহো, রুবেন নেভেস, ওটাভিও মন্তেরিয়ো, বার্নার্দো সিলভা, ম্যাথিউজ নুনেস, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়া পালহিনহা, ভিতিনহা ৷
  • ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, রিকার্ডো হোর্তা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, গন্সালো রামোস ৷

ঘানা, ঊরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ এইচে রয়েছেন রোনাল্ডোরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.