ETV Bharat / sports

FIFA World Cup Qatar 2022 : ফুটবলের সর্বোচ্চ মঞ্চে 'ভারত', কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর বাইজুস - FIFA World Cup Qatar 2022

ভারতীয় শিক্ষা প্রযুক্তি সংস্থা বাইজু আসন্ন 2022 কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর ৷ এদিন সংস্থার পক্ষ থেকে টুইট করে এই ঘোষণা করা হয়েছে (BYJU'S will be the Official Sponsor of the FIFA World Cup Qatar 2022) ৷

World Cup Qatar 2022
কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর বাইজু
author img

By

Published : Mar 24, 2022, 10:57 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ : ফিফা ব়্য়াঙ্কিংয়ে 104 নম্বরে থাকা ভারতের নাম জুড়ে গেল কাতার বিশ্বকাপের সঙ্গে ৷ সৌজন্যে এডু টেক অ্যাপ বাইজুস ৷ ভারতীয় এই শিক্ষা প্রযুক্তি সংস্থা, আসন্ন 2022 কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর ৷ এদিন সংস্থার পক্ষ থেকে টুইট করে এই ঘোষণা করা হয়েছে ৷ 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (BYJU'S will be the Official Sponsor of the FIFA World Cup Qatar 2022) ৷ ফলে ঘুরিয়ে হলেও কাতার বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেল ভারতের নাম ৷

খেলাধুলোর জগতে এই শিক্ষা প্রযুক্তি সংস্থার প্রবেশ এই প্রথম নয় ৷ বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থাটি এই মুহূর্তে ভারতের পুরুষ ও মহিলা উভয় ক্রিকেট দলেরই স্পনসর । এবার আরও বড় পরিসরে পা রাখল সংস্থাটি ৷ কাতার বিশ্বকাপের সঙ্গে নিজেদের যুক্তি করতে পেরে গর্বিত তারা ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আমরা ঘোষণা করতে পেরে গর্বিত যে বাইজুস 2022 কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর ৷ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা আনন্দিত ।’’

  • We are delighted to announce that BYJU’S would represent India at the biggest stage as an Official Sponsor of the FIFA World Cup Qatar 2022™️.

    This would make BYJU’S the first EdTech brand to sponsor this prestigious event globally.

    Stay tuned for more updates! #FIFAWorldCup pic.twitter.com/4M9cfHT5AN

    — BYJU'S (@BYJUS) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার ফিফা ঘোষণা করে তারা বিশ্বকাপের জন্য সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি ক্রিপটোর সঙ্গে স্পনসরশিপ চুক্তি করেছে । এই চুক্তির মাধ্যমে, বাইজুস কাতার বিশ্বকাপের ট্রেডমার্ক, প্রতীক এবং চিহ্নগুলি ব্যবহারের অনুমতি পাবে ৷ তামাম বিশ্বের ফুটবল ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অনন্য প্রচার চালানোর পরিকল্পনা নিচ্ছে সংস্থাটি ।

আরও পড়ুন : Juan Ferrando : ফের কোচের চেয়ারে ফেরান্দো, এপ্রিলে অনুশীলনে নামছে সবুজ-মেরুন

সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও বাইজু রাভিন্দ্রান বলেন, ‘‘বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট 2022 কাতার বিশ্বকাপের স্পনসর হতে পেরে আমরা উচ্ছ্বসিত ৷ এটা আমাদের জন্য গর্বের বিষয় ৷ খেলাধুলা জীবনের একটি বড় অংশ এবং তা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে । ফুটবল কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে ৷’’

নয়াদিল্লি, 24 মার্চ : ফিফা ব়্য়াঙ্কিংয়ে 104 নম্বরে থাকা ভারতের নাম জুড়ে গেল কাতার বিশ্বকাপের সঙ্গে ৷ সৌজন্যে এডু টেক অ্যাপ বাইজুস ৷ ভারতীয় এই শিক্ষা প্রযুক্তি সংস্থা, আসন্ন 2022 কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর ৷ এদিন সংস্থার পক্ষ থেকে টুইট করে এই ঘোষণা করা হয়েছে ৷ 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (BYJU'S will be the Official Sponsor of the FIFA World Cup Qatar 2022) ৷ ফলে ঘুরিয়ে হলেও কাতার বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেল ভারতের নাম ৷

খেলাধুলোর জগতে এই শিক্ষা প্রযুক্তি সংস্থার প্রবেশ এই প্রথম নয় ৷ বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থাটি এই মুহূর্তে ভারতের পুরুষ ও মহিলা উভয় ক্রিকেট দলেরই স্পনসর । এবার আরও বড় পরিসরে পা রাখল সংস্থাটি ৷ কাতার বিশ্বকাপের সঙ্গে নিজেদের যুক্তি করতে পেরে গর্বিত তারা ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আমরা ঘোষণা করতে পেরে গর্বিত যে বাইজুস 2022 কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর ৷ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা আনন্দিত ।’’

  • We are delighted to announce that BYJU’S would represent India at the biggest stage as an Official Sponsor of the FIFA World Cup Qatar 2022™️.

    This would make BYJU’S the first EdTech brand to sponsor this prestigious event globally.

    Stay tuned for more updates! #FIFAWorldCup pic.twitter.com/4M9cfHT5AN

    — BYJU'S (@BYJUS) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার ফিফা ঘোষণা করে তারা বিশ্বকাপের জন্য সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি ক্রিপটোর সঙ্গে স্পনসরশিপ চুক্তি করেছে । এই চুক্তির মাধ্যমে, বাইজুস কাতার বিশ্বকাপের ট্রেডমার্ক, প্রতীক এবং চিহ্নগুলি ব্যবহারের অনুমতি পাবে ৷ তামাম বিশ্বের ফুটবল ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অনন্য প্রচার চালানোর পরিকল্পনা নিচ্ছে সংস্থাটি ।

আরও পড়ুন : Juan Ferrando : ফের কোচের চেয়ারে ফেরান্দো, এপ্রিলে অনুশীলনে নামছে সবুজ-মেরুন

সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও বাইজু রাভিন্দ্রান বলেন, ‘‘বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট 2022 কাতার বিশ্বকাপের স্পনসর হতে পেরে আমরা উচ্ছ্বসিত ৷ এটা আমাদের জন্য গর্বের বিষয় ৷ খেলাধুলা জীবনের একটি বড় অংশ এবং তা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে । ফুটবল কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.