ETV Bharat / sports

সন্তান জন্মের দু'মাসের মধ্যেই বিচ্ছেদ নেইমারের, সোশাল মিডিয়ায় ঘোষণা বান্ধবী ব্রুনার - ইমার দ্য স্যান্তোস জুনিয়র

Neymar Jr Splits with Girlfriend: কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন ৷ সেই গুঞ্জনকে সত্যি করেই বান্ধবী-প্রেমিকা ব্রুনা বিয়াংকার্ডির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল নেইমারের ৷ অক্টোবরেই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন নেইমারের বান্ধবী ৷

Neymar Jr Splits with Girlfriend
প্রেমিকা ব্রুনার সঙ্গে বিচ্ছেদ নেইমারের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 4:03 PM IST

সাও পাওলো, 30 নভেম্বর: 7 অক্টোবর কন্যাসন্তানের জন্মের পর সোশাল মিডিয়ায় ঘটা করে জানিয়েছিলেন, তাঁদের জীবনের বৃত্ত সম্পূর্ণ করতে এসেছে মাভি ৷ অথচ সন্তান জন্মের দু'মাসও কাটল না ৷ বান্ধবী ব্রুনা বিয়াংকার্ডির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল নেইমার দ্য স্যান্তোস জুনিয়রের ৷ গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কানাঘুষো ৷ শেষ পর্যন্ত জল্পনায় সিলমোহর দিয়ে সোশাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করলেন ব্রুনা ৷

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমারের বান্ধবী লেখেন, "এটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত ব্যাপার ৷ কিন্তু সংবাদমাধ্যমে যেভাবে খবরটা নিয়ে চর্চা চলছে, মশকরা চলছে তাতে আমি জানাতে বাধ্য হচ্ছি যে আমি কোনও সম্পর্কে আর নেই ৷" ব্রুনা আরও স্পষ্ট করে বলেছেন, "আমরা (ব্রুনা এবং নেইমার) মাভির মা-বাবা মানে এই নয় যে আমাদের সম্পর্কে থাকতেই হবে ৷ আশা করব এহেন মুচমুচে খবরে আপানারা আমাকে আর জড়াবেন না ৷"

2021 থেকে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সম্পর্কে ছিলেন সাও পাওলোর এই মডেল ৷ কিন্তু চলতি বছরে নেইমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ব্রুনা ৷ স্পেনের নাইটক্লাবে অন্য দুই মহিলার সঙ্গে ব্রাজিল ফুটবলারের পার্টি করার ফুটেজ সামনে আসার পর থেকেই এই সেলেব যুগলের সম্পর্কে তিক্ততা শুরু হয় ৷ যদিও ব্রুনার সঙ্গে সম্পর্কের বাইরে অন্য মহিলার সঙ্গে নেইমারের মেলামেশায় কোনও আপত্তি ছিল না ৷ তবে পুরোটাই ছিল শর্তাধীন ৷

নেইমার সেই শর্ত ভেঙেই অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন বলে দাবি করেছিলেন ব্রুনা ৷ যদিও ব্রুনা সন্তানসম্ভবা হওয়ার পর তাঁদের সম্পর্ককে একটা দ্বিতীয় সুযোগ দিতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন আল হিলাল ফুটবলার ৷ কিন্তু তারপরেও স্থায়ী হল না সেই সম্পর্ক ৷ সন্তান জন্মের দিনকয়েকের মধ্যেই বিচ্ছেদ ঘটল নেইমার-ব্রুনার ৷

আরও পড়ুন:

  1. 'সিদ্ধান্ত প্রত্যাহার করুন', পেনাল্টি পেয়েও রেফারির ভুল শুধরে শিরোনামে সিআর সেভেন
  2. বাবা হচ্ছেন নেইমার, প্রেমিকা ব্রুনার বেবি বাম্পে চুম্বনের ছবি ভাইরাল
  3. 'পরাজিত' নায়কের কাঁধে ভরসার হাত, চর্চার শিরোনামে পেরিসিচ-পুত্রের নেইমার-প্রীতি

সাও পাওলো, 30 নভেম্বর: 7 অক্টোবর কন্যাসন্তানের জন্মের পর সোশাল মিডিয়ায় ঘটা করে জানিয়েছিলেন, তাঁদের জীবনের বৃত্ত সম্পূর্ণ করতে এসেছে মাভি ৷ অথচ সন্তান জন্মের দু'মাসও কাটল না ৷ বান্ধবী ব্রুনা বিয়াংকার্ডির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল নেইমার দ্য স্যান্তোস জুনিয়রের ৷ গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কানাঘুষো ৷ শেষ পর্যন্ত জল্পনায় সিলমোহর দিয়ে সোশাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করলেন ব্রুনা ৷

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমারের বান্ধবী লেখেন, "এটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত ব্যাপার ৷ কিন্তু সংবাদমাধ্যমে যেভাবে খবরটা নিয়ে চর্চা চলছে, মশকরা চলছে তাতে আমি জানাতে বাধ্য হচ্ছি যে আমি কোনও সম্পর্কে আর নেই ৷" ব্রুনা আরও স্পষ্ট করে বলেছেন, "আমরা (ব্রুনা এবং নেইমার) মাভির মা-বাবা মানে এই নয় যে আমাদের সম্পর্কে থাকতেই হবে ৷ আশা করব এহেন মুচমুচে খবরে আপানারা আমাকে আর জড়াবেন না ৷"

2021 থেকে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সম্পর্কে ছিলেন সাও পাওলোর এই মডেল ৷ কিন্তু চলতি বছরে নেইমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ব্রুনা ৷ স্পেনের নাইটক্লাবে অন্য দুই মহিলার সঙ্গে ব্রাজিল ফুটবলারের পার্টি করার ফুটেজ সামনে আসার পর থেকেই এই সেলেব যুগলের সম্পর্কে তিক্ততা শুরু হয় ৷ যদিও ব্রুনার সঙ্গে সম্পর্কের বাইরে অন্য মহিলার সঙ্গে নেইমারের মেলামেশায় কোনও আপত্তি ছিল না ৷ তবে পুরোটাই ছিল শর্তাধীন ৷

নেইমার সেই শর্ত ভেঙেই অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন বলে দাবি করেছিলেন ব্রুনা ৷ যদিও ব্রুনা সন্তানসম্ভবা হওয়ার পর তাঁদের সম্পর্ককে একটা দ্বিতীয় সুযোগ দিতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন আল হিলাল ফুটবলার ৷ কিন্তু তারপরেও স্থায়ী হল না সেই সম্পর্ক ৷ সন্তান জন্মের দিনকয়েকের মধ্যেই বিচ্ছেদ ঘটল নেইমার-ব্রুনার ৷

আরও পড়ুন:

  1. 'সিদ্ধান্ত প্রত্যাহার করুন', পেনাল্টি পেয়েও রেফারির ভুল শুধরে শিরোনামে সিআর সেভেন
  2. বাবা হচ্ছেন নেইমার, প্রেমিকা ব্রুনার বেবি বাম্পে চুম্বনের ছবি ভাইরাল
  3. 'পরাজিত' নায়কের কাঁধে ভরসার হাত, চর্চার শিরোনামে পেরিসিচ-পুত্রের নেইমার-প্রীতি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.