দোহা, 10 ডিসেম্বর: টাইব্রেকারে ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে হেরে ব্রাজিলের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই সরে দাঁড়ালেন তিতে । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ব্রাজিল কোচ তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন (Brazilian Coach Tite Resign) ।
"আমার কাজ শেষ হয়েছে । দেড়বছর আগেই আমি বলেছিলাম কাজ শেষ হয়ে গিয়েছে । আমি আমার কথা রেখেছি । এই নিয়ে নাটক করা উচিত নয় । এবং সেটা দেড় বছর আগেই বলেছিলাম । আরও অনেক পেশাদার যোগ্য ব্যক্তি রয়েছে যারা আমার পরিবর্ত হিসেবে আসতে পারেন । পুরো কাজের বিশ্লেষন করতে পারেন । কিন্তু আমার কাজ শেষ ৷" নিজের সিদ্ধান্ত ঘোষণা করে এই কথাগুলোই বলেছেন তিতে ।
2016 সালে দুঙ্গার বদলে ব্রাজিলের কোচের চেয়ারে বসেছিলেন 61 বছরের মানুষটি । তাঁর প্রখর ফুটবল বুদ্ধির জন্য ফুটবল মহলে 'প্রফেসর' বলে ডাকা হয় তাঁকে । তিতের কোচিংয়ে 2019 সালে ব্রাজিল কোপা আমেরিকা কাপ জিতলেও 2018 এবং এবছর বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নিয়েছে ।
সুন্দর ফুটবলের হাত ধরে বিশ্বকাপ জিততে চেয়েছিল ব্রাজিল । গত চারটে ম্যাচে দাপুটে পারফরম্যান্স আশাও দেখিয়েছিল । কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে পরাজয়ের ফলে সব স্বপ্ন শেষ । টাইব্রেকারে ব্রাজিলের রডরিগেজ এবং মারকুইনোস গোল করতে ব্যর্থ । অন্যদিকে, ক্রোয়েশিয়ার হয়ে গোল নিকোলা ভালসিচ, লোভরো মায়ার, লুকা মদ্রিচ, অরিসিচের । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ক্রোট কোচ জাটকো দালিচ বলেছেন, "আমরা বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিটদের হারিয়েছি ।"
আরও পড়ুন: টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে মেসির আর্জেন্তিনা