ETV Bharat / sports

FIFA World Cup 2022: নক-আউটেও কি নেইমারহীন ব্রাজিল? চূড়ান্ত সিদ্ধান্ত ক্যামেরুন ম্যাচের পর - Neymar Jr

ভারতীয় সময় শনিবার মধ্যরাতে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে সেলেকাও (Brazil to play against Cameroon on Saturday) ৷ সেই ম্যাচের পরই বিশ্বকাপের বাকি অংশে নেইমারকে পাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে (Brazil to decide on Neymar after Cameroon game at World Cup) ৷

FIFA World Cup 2022
নক-আউটেও কি নেইমারহীন ব্রাজিল? চূড়ান্ত সিদ্ধান্ত ক্যামেরুন ম্যাচের পর
author img

By

Published : Dec 1, 2022, 10:32 PM IST

দোহা, 1 ডিসেম্বর: নেইমার এবং চোট যেন হরিহর আত্মা ৷ আর বড় প্রতিযোগিতা এলেই যেন সেই সমস্যা আরও তীব্র হয় ৷ সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচের পরই গোড়ালি ফুলে ঢোল হয়ে গিয়েছিল নেইমার জুনিয়রের (Neymar Jr) ৷ পরবর্তীতে চোটের দরুণ গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছিল আগেই ৷ এবার কি বিশ্বকাপের বাকি অংশ থেকেও ছিটকে যেতে হচ্ছে একদা ব্রাজিল ফুটবলের ওয়ান্ডার কিডকে ? এই প্রশ্নের উত্তরে জোর দিয়ে 'না' বলতে পারছে না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট ৷ ভারতীয় সময় শনিবার মধ্যরাতে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে সেলেকাও ৷ সেই ম্যাচের পরই বিশ্বকাপের বাকি অংশে নেইমারকে পাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে (Brazil to decide on Neymar after Cameroon game at World Cup) ৷

FIFA World Cup 2022
সার্বিয়া ম্যাচে চোটগ্রস্ত নেইমারের চিকিৎসা চলছে মাঠেই

চোটের জেরে ক্যামেরুনের বিরুদ্ধে দুই সাইড-ব্যাক দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোকেও পাচ্ছে না তিতের দল (Danilo and Alex Sandro to miss Cameroon match) ৷ যদিও তাঁদের চোট গুরুতর নয় ৷ নক-আউটের শুরু থেকে দুই সাইড ব্যাক-কে পেতে তেমন অসুবিধা নেই বলেই ক্যামেরুনের বিরুদ্ধে নামার আগে জানালেন দলের সহকারী কোচ ৷

ক্লেবার জেভিয়ার জানালেন, দুই সাইড-ব্যাক খুব দ্রুত সুস্থ হচ্ছেন ৷ কিন্তু নেইমারের কথা উঠলে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না জেভিয়ার ৷ তাঁর কথায়, "ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচেই এখন ফোকাস আমাদের ৷ সেই ম্যাচের পরেই নক-আউটে কাদের পাওয়া যাবে তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করব আমরা ৷ তবে সকলকে একাদশে রেখেই প্রাথমিক পরিকল্পনা সাজানো রয়েছে ৷"

FIFA World Cup 2022
নেইমার জুনিয়র

আরও পড়ুন: পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ মেসি, প্রশ্নের মুখে 'ভার'

কিন্তু পরিকল্পনা ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা অবশ্য খোলসা করেননি তিতের ডেপুটি ৷ কারণ দলের চিকিৎসকই যে নক-আউটে নেইমারের প্রত্যাবর্তনের বিষয়ে কোনও সবুজ সংকেত এখনও দিতে পারেননি ৷ সবমিলিয়ে ক্যামেরুনের বিরুদ্ধে নামার আগে নেইমার ইস্যুতে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট যেন 'ধরি মাছ, না ছুঁই পানি' অবস্থানে ৷ এদিকে শনিবার ক্যামেরুনের বিরুদ্ধে অন্ততপক্ষে ড্র করলেই শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করবেন রিচার্লিসনরা ৷ সেক্ষেত্রে নক-আউটের শুরুতে সেলেকাও'য়ের প্রতিপক্ষ গ্রুপ-এইচের দ্বিতীয় স্থানাধিকারীরা ৷

দোহা, 1 ডিসেম্বর: নেইমার এবং চোট যেন হরিহর আত্মা ৷ আর বড় প্রতিযোগিতা এলেই যেন সেই সমস্যা আরও তীব্র হয় ৷ সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচের পরই গোড়ালি ফুলে ঢোল হয়ে গিয়েছিল নেইমার জুনিয়রের (Neymar Jr) ৷ পরবর্তীতে চোটের দরুণ গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছিল আগেই ৷ এবার কি বিশ্বকাপের বাকি অংশ থেকেও ছিটকে যেতে হচ্ছে একদা ব্রাজিল ফুটবলের ওয়ান্ডার কিডকে ? এই প্রশ্নের উত্তরে জোর দিয়ে 'না' বলতে পারছে না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট ৷ ভারতীয় সময় শনিবার মধ্যরাতে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে সেলেকাও ৷ সেই ম্যাচের পরই বিশ্বকাপের বাকি অংশে নেইমারকে পাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে (Brazil to decide on Neymar after Cameroon game at World Cup) ৷

FIFA World Cup 2022
সার্বিয়া ম্যাচে চোটগ্রস্ত নেইমারের চিকিৎসা চলছে মাঠেই

চোটের জেরে ক্যামেরুনের বিরুদ্ধে দুই সাইড-ব্যাক দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোকেও পাচ্ছে না তিতের দল (Danilo and Alex Sandro to miss Cameroon match) ৷ যদিও তাঁদের চোট গুরুতর নয় ৷ নক-আউটের শুরু থেকে দুই সাইড ব্যাক-কে পেতে তেমন অসুবিধা নেই বলেই ক্যামেরুনের বিরুদ্ধে নামার আগে জানালেন দলের সহকারী কোচ ৷

ক্লেবার জেভিয়ার জানালেন, দুই সাইড-ব্যাক খুব দ্রুত সুস্থ হচ্ছেন ৷ কিন্তু নেইমারের কথা উঠলে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না জেভিয়ার ৷ তাঁর কথায়, "ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচেই এখন ফোকাস আমাদের ৷ সেই ম্যাচের পরেই নক-আউটে কাদের পাওয়া যাবে তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করব আমরা ৷ তবে সকলকে একাদশে রেখেই প্রাথমিক পরিকল্পনা সাজানো রয়েছে ৷"

FIFA World Cup 2022
নেইমার জুনিয়র

আরও পড়ুন: পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ মেসি, প্রশ্নের মুখে 'ভার'

কিন্তু পরিকল্পনা ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা অবশ্য খোলসা করেননি তিতের ডেপুটি ৷ কারণ দলের চিকিৎসকই যে নক-আউটে নেইমারের প্রত্যাবর্তনের বিষয়ে কোনও সবুজ সংকেত এখনও দিতে পারেননি ৷ সবমিলিয়ে ক্যামেরুনের বিরুদ্ধে নামার আগে নেইমার ইস্যুতে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট যেন 'ধরি মাছ, না ছুঁই পানি' অবস্থানে ৷ এদিকে শনিবার ক্যামেরুনের বিরুদ্ধে অন্ততপক্ষে ড্র করলেই শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করবেন রিচার্লিসনরা ৷ সেক্ষেত্রে নক-আউটের শুরুতে সেলেকাও'য়ের প্রতিপক্ষ গ্রুপ-এইচের দ্বিতীয় স্থানাধিকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.