ফিলিপাইন, 29 সেপ্টেম্বর : অবসর ঘোষণা করলেন ফিলিপিন্সের কিংবদন্তি বক্সিং তারকা ম্যানি প্যাককুইয়াও ৷ আর সে দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ম্যানি প্যাককুইয়াও ফিলিপিন্সের 2022 প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ বুধবার ফিলিপিন্সের সংবাদ মাধ্য়মে প্রকাশিত খবরে এমনই জানানো হয়েছে ৷ ম্যানি প্যাককুইয়াও একমাত্র বক্সার যিনি 8টি বক্সিং ডিভিশনের বিশ্ব খেতাব জিতেছেন ৷ প্রসঙ্গত, প্যাককুইয়াও ফেসবুকে তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন ৷ যেখানে 14 মিনিটের একটি আবেগ প্রবণ ভিডিয়ো পোস্ট করেছেন কিংবদন্তি বক্সার ৷ সেখানে তিনি বিশ্বের সকল অনুরাগীকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ৷
প্রসঙ্গত, গত রবিবার প্যাককুইয়াও আগামী বছর মে মাসে হতে চলা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ৷ কুইজন শহরে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের দল পিডিপি-লাবান পার্টির একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বৈঠকে তিনি তাঁর প্রার্থী পদের ঘোষণা করেন ৷ প্রসঙ্গত, 2016 সাল থেকে তিনি ফিলিপাইনের সেনেটর পদে রয়েছে ৷ এমনকি তার আগে ম্যানি প্যাককুইয়াও দু’বার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব সামলেছেন ৷
আরও পড়ুন : Viswa Bangla Stadium : বিশ্ববাংলা স্টেডিয়াম নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন অরূপ
কয়োডো নিউজের দাবি অনুযায়ী, প্যাককুইয়াও এবিএস-সিবিএন নিউজকে জানিয়েছিলেন, ‘‘আমি হলাম একজন যোদ্ধা এবং রিং এর ভিতরে এবং বাইরে আমি সবসময় একজন যোদ্ধা ৷’’ প্রসঙ্গত, পরবর্তী সময়ে কিংবদন্তি বক্সার টুইটারে তাঁর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘আমি ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছি ৷ আমরা উন্নয়ন চাই ৷ আমরা দারিদ্রের বিরুদ্ধে জিততে চাই ৷ আমরা এমন একটা সরকার চাই যারা সততা, সহানুভূতি এবং স্বচ্ছতার সঙ্গে মানুষের সেবা করবেন ৷ এখনই সেই সময় ৷ আমি সেই নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত ৷’’
আরও পড়ুন : SC East Bengal : রেনেডির সঙ্গে লাল-হলুদের সহকারী কোচ মৃদুল
প্রসঙ্গত, গতমাসে শেষবার 42 বছর বয়সি এই বক্সারকে পেশাদার পর্যায়ের বক্সিং খেলতে দেখা গিয়েছিল ৷ তিনি লাস ভেগাসে কিউবার বক্সার ইয়োরদেনিস উগাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ সেই ম্যাচে, উগাস তাঁর ডব্লিউবিএ ওয়েলটারওয়েট শিরোপা ধরে রাখার লড়াইয়ে ম্যানি প্যাকুইয়াওকে পরাজিত করেন ৷
আরও পড়ুন : Sharad Kumar: হৃদপিণ্ডে চোট টোকিয়োতে ব্রোঞ্জ জয়ী প্যারা হাইজাম্পার শরদ কুমারের