ETV Bharat / sports

অর্জুনের জন্য অমিত ও গৌরবের নাম প্রস্তাব

গৌরব বিধুরি ও অমিত পাংঘলের নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করল ভারতের বক্সিং ফেডারেশন ।

গৌরব
author img

By

Published : Apr 30, 2019, 10:03 PM IST

দিল্লি, 30 এপ্রিল : বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী গৌরব বিধুরি ও এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পাংঘলের নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করল ভারতের বক্সিং ফেডারেশন (BFI) ।

এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পাংঘলে
এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পাংঘল

জাকার্তায় এসিয়াড ফাইনালে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভকে হারানোর পর গতবছরও অর্জুন পুরস্কারের জন্য অমিত পাংঘলের নাম প্রস্তাব করা হয়েছিল । তবে 2012 সালে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় পুরস্কারের জন্য তাঁর নাম বিবেচিত হয়নি । প্রসঙ্গত, ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার জন্য অমিতের ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ।

BFI সভাপতি অজয় সিং বলেন, "আমরা আবার অমিতের নাম প্রস্তাব করেছি । আমরা নিশ্চিত যে এবার তাঁর নাম বিবেচিত হবে ।" পাশপাশি তিনি জানান সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতায় অর্জুন পুর্স্কারের জন্য গৌরব বিধুরির নাম প্রস্তাব করেছে BFI ।

এদিকে মহিলা কোচ সন্ধ্যায় গুরুং ও প্রাক্তন মহিলা প্রধান কোচ শিব সিংহের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য সুপারিশ করেছে BFI।

দিল্লি, 30 এপ্রিল : বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী গৌরব বিধুরি ও এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পাংঘলের নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করল ভারতের বক্সিং ফেডারেশন (BFI) ।

এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পাংঘলে
এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পাংঘল

জাকার্তায় এসিয়াড ফাইনালে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভকে হারানোর পর গতবছরও অর্জুন পুরস্কারের জন্য অমিত পাংঘলের নাম প্রস্তাব করা হয়েছিল । তবে 2012 সালে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় পুরস্কারের জন্য তাঁর নাম বিবেচিত হয়নি । প্রসঙ্গত, ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার জন্য অমিতের ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ।

BFI সভাপতি অজয় সিং বলেন, "আমরা আবার অমিতের নাম প্রস্তাব করেছি । আমরা নিশ্চিত যে এবার তাঁর নাম বিবেচিত হবে ।" পাশপাশি তিনি জানান সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতায় অর্জুন পুর্স্কারের জন্য গৌরব বিধুরির নাম প্রস্তাব করেছে BFI ।

এদিকে মহিলা কোচ সন্ধ্যায় গুরুং ও প্রাক্তন মহিলা প্রধান কোচ শিব সিংহের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য সুপারিশ করেছে BFI।

New Delhi, Apr 30 (ANI): While addressing a press conference, Bharatiya Janata Party (BJP) leader Meenakshi Lekhi on Rahul Gandhi over his 'chowkidar chor hai' remark on PM after the Rafale verdict said, "If Rahul Gandhi says 'chowkidar chor hai' then we will also say 'Khandan chor hai'. Total number of BJP workers are 11 crore and they all will say 'Khandan chor hai'. Lekhi filed a criminal contempt petition against Rahul Gandhi over his 'chowkidar chor hai remark.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.