দিল্লি, 30 এপ্রিল : বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী গৌরব বিধুরি ও এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পাংঘলের নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করল ভারতের বক্সিং ফেডারেশন (BFI) ।
জাকার্তায় এসিয়াড ফাইনালে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভকে হারানোর পর গতবছরও অর্জুন পুরস্কারের জন্য অমিত পাংঘলের নাম প্রস্তাব করা হয়েছিল । তবে 2012 সালে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় পুরস্কারের জন্য তাঁর নাম বিবেচিত হয়নি । প্রসঙ্গত, ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার জন্য অমিতের ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ।
BFI সভাপতি অজয় সিং বলেন, "আমরা আবার অমিতের নাম প্রস্তাব করেছি । আমরা নিশ্চিত যে এবার তাঁর নাম বিবেচিত হবে ।" পাশপাশি তিনি জানান সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতায় অর্জুন পুর্স্কারের জন্য গৌরব বিধুরির নাম প্রস্তাব করেছে BFI ।
এদিকে মহিলা কোচ সন্ধ্যায় গুরুং ও প্রাক্তন মহিলা প্রধান কোচ শিব সিংহের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য সুপারিশ করেছে BFI।