দিল্লি, 15 মে: জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেও অর্জুন পুরস্কার পাননি ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল । 8 বছর আগে ডোপ বিতর্কে জড়ানোর কারণে এই পুরস্কার অধরাই থেকে গেছে তাঁর । তাই এই প্রক্রিয়া বদলের আর্জি জানালেন পাঙ্ঘাল । এই নিয়ে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে চিঠিও দিয়েছেন তিনি । তাঁর মতে, অর্জুন পুরস্কার জয়ী নির্বাচনের মানদণ্ড বৈষম্যমূলক । এই প্রক্রিয়ার পুর্নগঠনের দাবি করেছেন অমিত ।
2018 জাকার্তা এশিয়াডে 49 কেজি বিভাগে সোনা জিতেছিলেন হরিয়ানার রোহতকের বক্সার অমিত । গত বছর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে রুপো জিতে ইতিহাস গড়েন । কিন্তু এত সাফল্য সত্ত্বেও অর্জুন পুরস্কার পাননি তিনি । এর পিছনে রয়েছে 8 বছর আগে অমিতের ডোপ বিতর্কের জড়ানোর ঘটনা । চিকেন পক্স হওয়ায় অজান্তে কিছু ওষুধ খেয়ে ফেলেছিলেন বলে দাবি করেছিলেন তিনি । যদিও 2012 সালে ডোপ টেস্টে ফেল করে নির্বাসন হয়েছিল তাঁর । শাস্তি কাটিয়ে বক্সিংয়ে ফিরলেও কেরিয়ারের সেই কালো অধ্যায় এখনও পিছু ছাড়েনি অমিতের । অতীতের ওই ঘটনার জন্যই জাতীয় পুরস্কারের জন্য তাঁর নাম পাঠাতে পারে না বক্সিং ফেডারেশন । কঠিন পরিশ্রমের পর জাকার্তা এশিয়াডে সোনাজয়ী বক্সার নিজেকে অর্জুন পুরস্কারের যোগ্য দাবিদার মনে করেন । তাই এই পুরস্কার জয়ীদের নির্বাচনের প্রক্রিয়া পুর্নগঠনের আর্জি জানিয়ে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি পাঠিয়েছেন তিনি ।
চিঠিতে পাঙ্ঘাল লিখেছেন, "পুরস্কারের জন্য বর্তমানে ক্রীড়াবিদদের নিজেদের আবেদন পাঠাতে হয় । এই আবেদনের ভিত্তিতে কে পুরস্কার পাবে তার নাম নির্বাচন করে স্পোর্টস কমিটি । কোনও দায়বদ্ধতা না থাকা স্পোর্টস কমিটির সদস্যের বৈষম্যমূলক সিদ্ধান্তে পুরস্কার প্রাপকের নাম বাছাই করা হয় । অথচ ক্রীড়ামন্ত্রক এবং SAI-এর কাছে সমস্ত তথ্য রয়েছে । তাই তারা ভালোমতোই জানে কে পুরস্কারের যোগ্য ।" চলতি বছরে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য নাম পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । 3 জুন পর্যন্ত নাম পাঠানো যাবে । তাই এবছর সম্ভব না হলেও ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়া পুর্নগঠন করার দাবি জানিয়েছেন অমিত পাঙ্ঘাল ।