ETV Bharat / sports

CWG 2022: বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন অমিত ও জেসমিন - সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন বিশ্ব খ্যাত বক্সার অমিত পাংঘাল

সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অমিত পাংঘাল ৷ তাঁর পাশাপাশি পদক নিশ্চিত করলেন বক্সার জেসমিন লামবোরিয়াও (Boxer Amit Panghal and Jasmine Enter Semi-Finals to Assure Medals) ৷ পুরুষদের ফ্লাইওয়েট (48-51) কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে লেনন মুলিগানকে 5-0 ব্যবধানে হারান অমিত পাংঘাল ৷ অন্যদিকে নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে 4-1 ব্যবধানে জয় পান জেসমিন ৷

CWG 2022
বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন অমিত ও জেসমিন
author img

By

Published : Aug 4, 2022, 9:56 PM IST

বার্মিংহ্যাম, 4 অগস্ট: 2022 কমনওয়েলথ গেমসের সপ্তমদিনে আরও দু'টি পদক নিশ্চিত করল ভারত ৷ বক্সার অমিত পাংঘাল এবং জেসমিন লামবোরিয়ার হাত ধরে পদকের সংখ্যা বাড়ল (Boxer Amit Panghal and Jasmine Enter Semi-Finals to Assure Medals) ৷

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের প্রতিদ্বন্দ্বী লেনন মুলিগানকে কাত করে সহজ জয় তুলে নেন অমিত ৷ ছলে-বলে-কৌশলে অমিত প্রথম থেকেই নড়তে দেননি মুলিগানকে ৷ প্রতিদ্বন্দ্বীর খাতায় শূন্য ছাড়া কোনও নম্বর তুলতে দেননি অমিত ৷ 5-0 ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন এই ভারতীয় বক্সার ৷ অমিতের কাছ থেকে এবার সোনার পদকের প্রত্যাশা দেশবাসীর।

আরও পড়ুন: কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু-শ্রীকান্ত

এদিন বক্সিংয়ে আরও একটি পদক নিশ্চিত করেছে ভারত। নিউজিল্যান্ডের বক্সার ট্রয় গার্টনকে 4-1-এ হারিয়েছেন জেসমিন। জেসমিন শুরুটা করেছিলেন জমিয়ে ৷ এগিয়েও নিয়ে যাচ্ছিলেন পুরোদমে ৷ আর এই পারফরমেন্সে জয়ের থেকে ট্রয় গার্টনকে দূরে সরিয়ে রেখে ম্যাচ জিতিয়ে নেন জেসমিন ৷ তাঁর এই অনবদ্য জয়ে ভারতের আরও একটি পদকপ্রাপ্তি হতে চলেছে ৷ এবার অপেক্ষা পদকের রঙের ৷

বার্মিংহ্যাম, 4 অগস্ট: 2022 কমনওয়েলথ গেমসের সপ্তমদিনে আরও দু'টি পদক নিশ্চিত করল ভারত ৷ বক্সার অমিত পাংঘাল এবং জেসমিন লামবোরিয়ার হাত ধরে পদকের সংখ্যা বাড়ল (Boxer Amit Panghal and Jasmine Enter Semi-Finals to Assure Medals) ৷

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের প্রতিদ্বন্দ্বী লেনন মুলিগানকে কাত করে সহজ জয় তুলে নেন অমিত ৷ ছলে-বলে-কৌশলে অমিত প্রথম থেকেই নড়তে দেননি মুলিগানকে ৷ প্রতিদ্বন্দ্বীর খাতায় শূন্য ছাড়া কোনও নম্বর তুলতে দেননি অমিত ৷ 5-0 ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন এই ভারতীয় বক্সার ৷ অমিতের কাছ থেকে এবার সোনার পদকের প্রত্যাশা দেশবাসীর।

আরও পড়ুন: কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু-শ্রীকান্ত

এদিন বক্সিংয়ে আরও একটি পদক নিশ্চিত করেছে ভারত। নিউজিল্যান্ডের বক্সার ট্রয় গার্টনকে 4-1-এ হারিয়েছেন জেসমিন। জেসমিন শুরুটা করেছিলেন জমিয়ে ৷ এগিয়েও নিয়ে যাচ্ছিলেন পুরোদমে ৷ আর এই পারফরমেন্সে জয়ের থেকে ট্রয় গার্টনকে দূরে সরিয়ে রেখে ম্যাচ জিতিয়ে নেন জেসমিন ৷ তাঁর এই অনবদ্য জয়ে ভারতের আরও একটি পদকপ্রাপ্তি হতে চলেছে ৷ এবার অপেক্ষা পদকের রঙের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.