ETV Bharat / sports

Hugo Boumous: বড় ম্যাচের আগে পেত্রাতোসের সঙ্গে বোঝাপড়া উপভোগ করছেন বুমোস - Pritam Kotal

প্রীতম কোটাল (Pritam Kotal) ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর দলের ফুটবলারদের কাছে ডার্বির বিশেষ গুরুত্ব বিশেষভাবে রয়েছে। তাই প্রতিপক্ষকে সমীহ করলেও তাঁরা জয়ের জন্য সর্বস্ব উজাড় করে দেবেন। বাঙালি ডিফেন্ডারের সুর মেরিনার্সের ফরাসি মিডফিল্ডার হুগো বুমোসের (Hugo Boumous) গলায়।

Hugo Boumous
পেত্রাতোসের সঙ্গে বোঝাপড়া উপভোগ করছেন বুমোস
author img

By

Published : Oct 26, 2022, 10:32 PM IST

Updated : Oct 26, 2022, 10:53 PM IST

কলকাতা, 26 অক্টোবর: ডার্বির প্রস্তুতিতে ধীরে ধীরে ঢুকে পড়ছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। প্রীতম কোটাল (Pritam Kotal) ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর দলের ফুটবলারদের কাছে ডার্বির বিশেষ গুরুত্ব বিশেষভাবে রয়েছে। তাই প্রতিপক্ষকে সমীহ করলেও তাঁরা জয়ের জন্য সর্বস্ব উজাড় করে দেবেন। বাঙালি ডিফেন্ডারের সুর মেরিনার্সের ফরাসি মিডফিল্ডার হুগো বুমোসের (Hugo Boumous) গলায়। মোহনবাগান মাঠে লোকচক্ষুর আড়ালে অনুশীলনের আগে সবুজ মেরুনের মিডফিল্ড জেনারেল বলছেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দাপুটে জয় তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শনিবারের বড় ম্যাচটি স্পেশাল বলেই মনে করেন তিনি। তাই দর্শকভরা গ্যালারির সামনে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তৈরি বলে জানিয়েছেন জিদানের দেশের ফুটবলার ৷ ইতিমধ্যে ডার্বির টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। ভরা স্টেডিয়ামে খেলার আনন্দই যে আলাদা, তা মনে করিয়ে দিয়েছেন হুগো বুমোস। ইতিমধ্যেই গোল করা এবং করাতে দক্ষ ফরাসি মিডফিল্ডারের সঙ্গে অজি মিডফিল্ডার দ্রিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) বোঝাপড়া গড়ে উঠেছে। যার ফসল মিলেছে কেরালা ব্লাস্টার্স ম্যাচে। হুগো বুমোস নিজেও নতুন জুটি নিয়ে খুশি (Boumous is enjoying the partnership with Petratos)।

বড় ম্যাচের আগে পেত্রাতোসের সঙ্গে বোঝাপড়া উপভোগ করছেন বুমোস

আরও পড়ুন: ডার্বির প্রস্তুতির মাঝেই আলোর উৎসব পালন ইস্টবেঙ্গল শিবিরে

শুধু পেত্রোতেোস নয়, মনবীর সিং-লিস্টন কোলাসো-আশিক কুরনিয়ান-জনি কাউকোদের সঙ্গে তৈরি হওয়া বোঝাপড়াও উপভোগ করছেন ফরাসি ফুটবলার। নিজের সেরাটা নিংড়ে দিয়ে প্রতিটি ম্যাচের মতোই বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে তৈরি বুমোস। তবে শুধু ব্যক্তিগত দক্ষতা নয়, দলের সাফল্যের জন্য আক্রমণ এবং রক্ষণের বোঝাপড়ার ওপর জোর দেওয়ার কথা বলছেন হুগো বুমোস।

কলকাতা, 26 অক্টোবর: ডার্বির প্রস্তুতিতে ধীরে ধীরে ঢুকে পড়ছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। প্রীতম কোটাল (Pritam Kotal) ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর দলের ফুটবলারদের কাছে ডার্বির বিশেষ গুরুত্ব বিশেষভাবে রয়েছে। তাই প্রতিপক্ষকে সমীহ করলেও তাঁরা জয়ের জন্য সর্বস্ব উজাড় করে দেবেন। বাঙালি ডিফেন্ডারের সুর মেরিনার্সের ফরাসি মিডফিল্ডার হুগো বুমোসের (Hugo Boumous) গলায়। মোহনবাগান মাঠে লোকচক্ষুর আড়ালে অনুশীলনের আগে সবুজ মেরুনের মিডফিল্ড জেনারেল বলছেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দাপুটে জয় তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শনিবারের বড় ম্যাচটি স্পেশাল বলেই মনে করেন তিনি। তাই দর্শকভরা গ্যালারির সামনে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তৈরি বলে জানিয়েছেন জিদানের দেশের ফুটবলার ৷ ইতিমধ্যে ডার্বির টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। ভরা স্টেডিয়ামে খেলার আনন্দই যে আলাদা, তা মনে করিয়ে দিয়েছেন হুগো বুমোস। ইতিমধ্যেই গোল করা এবং করাতে দক্ষ ফরাসি মিডফিল্ডারের সঙ্গে অজি মিডফিল্ডার দ্রিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) বোঝাপড়া গড়ে উঠেছে। যার ফসল মিলেছে কেরালা ব্লাস্টার্স ম্যাচে। হুগো বুমোস নিজেও নতুন জুটি নিয়ে খুশি (Boumous is enjoying the partnership with Petratos)।

বড় ম্যাচের আগে পেত্রাতোসের সঙ্গে বোঝাপড়া উপভোগ করছেন বুমোস

আরও পড়ুন: ডার্বির প্রস্তুতির মাঝেই আলোর উৎসব পালন ইস্টবেঙ্গল শিবিরে

শুধু পেত্রোতেোস নয়, মনবীর সিং-লিস্টন কোলাসো-আশিক কুরনিয়ান-জনি কাউকোদের সঙ্গে তৈরি হওয়া বোঝাপড়াও উপভোগ করছেন ফরাসি ফুটবলার। নিজের সেরাটা নিংড়ে দিয়ে প্রতিটি ম্যাচের মতোই বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে তৈরি বুমোস। তবে শুধু ব্যক্তিগত দক্ষতা নয়, দলের সাফল্যের জন্য আক্রমণ এবং রক্ষণের বোঝাপড়ার ওপর জোর দেওয়ার কথা বলছেন হুগো বুমোস।

Last Updated : Oct 26, 2022, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.