ETV Bharat / sports

Bhaichung Bhutia: আইএসএল খেলতে ইস্ট-মোহনের লিমিটেড কোম্পানি হওয়ার দরকার নেই: বাইচুং - Mohammedan SC

প্রাইভেট লিগ খেলার জন্য লিমিটেড কোম্পানি হওয়ার দরকার নেই। এমনটাই বললেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia Shares his thought) ।

Bhaichung Bhutia
প্রাইভেট লিগ খেলার জন্য লিমিটেড কোম্পানি হওয়ার দরকার নেই বললেন বাইচুং
author img

By

Published : Sep 19, 2022, 11:13 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতে সোমবার কলকাতায় এসেছিলেন বাইচুং (Bhaichung Bhutia) । প্রেসিডেন্ট পদের নির্বাচনে পরাজিত হলেও ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য তিনি। দেশের ফুটবলের ভবিষ্যত রূপরেখা এবং দরজায় কড়া নাড়তে থাকা মেয়েদের অনুর্ধ্ব 17 বিশ্বকাপ ঘিরে ইতিবাচক পরিকল্পনা রূপায়ণের পক্ষে জোরালো সওয়াল করেছেন 'পাহাড়ি বিছে' (Bhaichung Bhutia Shares His Thought)।

দেশের ফুটবলের রূপরেখা নিয়ে তাঁর মত সওয়াল করেছেন ভালেঙ্কাও। এরই পাশাপাশি বাইচুং কার্যকরী কমিটির বৈঠকের পর দেশের শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব বিশেষ করে ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan), মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) হয়ে ব্যাট ধরলেন। প্রাইভেট লিগ খেলার জন্য শতাব্দী প্রাচীন ক্লাবগুলোকে লিমিটেড কোম্পানি করার কারণ দেখেন না তিনি।

বাইচুং বলেন, "দেশের শতাব্দী প্রাচীন ক্লাবগুলো বিশেষ করে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংকে প্রাইভেট লিগ খেলার জন্য লিমিটেড কোম্পানি করার দরকার নেই। স্প্যানিশ লিগে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের জন্য সমর্থন রয়েছে। কিন্তু তাদের এই সমস্যায় পড়তে হয়নি। সেরকম এখানেও করা যেতে পারে। একশো বছর ধরে দেশীয় ফুটবলকে সেবা করে ফেলেছে ওরা। তাদের প্রাইভেট লিগ খেলার জন্য চোদ্দো-পনেরো কোটি টাকা দিতে হবে কেন?"

আরও পড়ুন: ফেডারেশনের সতর্কতার মধ্যেই সুনীলের উত্তরসূরীর খোঁজে ইগর স্টিমাচ

পাশাপাশি ফেডারেশনের সভায় প্রতিটি রাজ্য ফুটবল সংস্থাকে তাদের ফুটবল অ্যাম্বাসেডর বেছে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে বলেছেন 'পাহাড়ি বিছে'। সেই ব্যাপারে ফেডারেশনকে নির্দেশ দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা ফুটবলারকে অ্যাম্বাসেডর করার জন্য মনোনীত করা যাবে এমনও বলেছেন বাইচুং।

তবে বাইচুং ফেডারেশন সচিব শাজি প্রভাকরণের পদে বসা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে ফেডারেশন পক্ষপাতহীন পদক্ষেপ করেনি বলে মনে করেন। এই বিষয়ে চিঠি দিয়ে আপত্তির কথা তুলেছিলেন বাইচুং। মিটিংয়ে আলোচনা হওয়ার দাবি তুলেছিলেন। যদিও তা রক্ষিত হয়নি।

প্রাইভেট লিগ খেলার জন্য লিমিটেড কোম্পানি হওয়ার দরকার নেই বললেন বাইচুং

"শাজি প্রভাকরণ একটি রাজ্য সংস্থার থেকে প্রতিনিধিত্ব করেছে। অথচ এই সচিব পদটি বৈতনিক। এমনকী সচিব পদে বসা ব্যক্তি বর্তমান ফেডারেশন প্রেসিডেন্টের নির্বাচনী এজেন্ট ছিলেন। এই নিয়ম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে ছয় থেকে সাত লক্ষ টাকা মাস মাইনের দরাদরিতে সবকিছু ঠিক হবে। যা পক্ষপাতমূলক ৷" সমালোচনার সুরে বলেন বাইচুং। সবমিলিয়ে এদিন কলকাতার বৈঠক থেকে তার প্রতিবাদ জারি রেখেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷

আরও পড়ুন: বিয়ে বাড়ির অতিথির মতো আচরণ করবেন না, রাজ্যপালকে একহাত সুনীলের অভিনেতা শ্যালকের

কলকাতা, 19 সেপ্টেম্বর: ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতে সোমবার কলকাতায় এসেছিলেন বাইচুং (Bhaichung Bhutia) । প্রেসিডেন্ট পদের নির্বাচনে পরাজিত হলেও ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য তিনি। দেশের ফুটবলের ভবিষ্যত রূপরেখা এবং দরজায় কড়া নাড়তে থাকা মেয়েদের অনুর্ধ্ব 17 বিশ্বকাপ ঘিরে ইতিবাচক পরিকল্পনা রূপায়ণের পক্ষে জোরালো সওয়াল করেছেন 'পাহাড়ি বিছে' (Bhaichung Bhutia Shares His Thought)।

দেশের ফুটবলের রূপরেখা নিয়ে তাঁর মত সওয়াল করেছেন ভালেঙ্কাও। এরই পাশাপাশি বাইচুং কার্যকরী কমিটির বৈঠকের পর দেশের শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব বিশেষ করে ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan), মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) হয়ে ব্যাট ধরলেন। প্রাইভেট লিগ খেলার জন্য শতাব্দী প্রাচীন ক্লাবগুলোকে লিমিটেড কোম্পানি করার কারণ দেখেন না তিনি।

বাইচুং বলেন, "দেশের শতাব্দী প্রাচীন ক্লাবগুলো বিশেষ করে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংকে প্রাইভেট লিগ খেলার জন্য লিমিটেড কোম্পানি করার দরকার নেই। স্প্যানিশ লিগে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের জন্য সমর্থন রয়েছে। কিন্তু তাদের এই সমস্যায় পড়তে হয়নি। সেরকম এখানেও করা যেতে পারে। একশো বছর ধরে দেশীয় ফুটবলকে সেবা করে ফেলেছে ওরা। তাদের প্রাইভেট লিগ খেলার জন্য চোদ্দো-পনেরো কোটি টাকা দিতে হবে কেন?"

আরও পড়ুন: ফেডারেশনের সতর্কতার মধ্যেই সুনীলের উত্তরসূরীর খোঁজে ইগর স্টিমাচ

পাশাপাশি ফেডারেশনের সভায় প্রতিটি রাজ্য ফুটবল সংস্থাকে তাদের ফুটবল অ্যাম্বাসেডর বেছে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে বলেছেন 'পাহাড়ি বিছে'। সেই ব্যাপারে ফেডারেশনকে নির্দেশ দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা ফুটবলারকে অ্যাম্বাসেডর করার জন্য মনোনীত করা যাবে এমনও বলেছেন বাইচুং।

তবে বাইচুং ফেডারেশন সচিব শাজি প্রভাকরণের পদে বসা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে ফেডারেশন পক্ষপাতহীন পদক্ষেপ করেনি বলে মনে করেন। এই বিষয়ে চিঠি দিয়ে আপত্তির কথা তুলেছিলেন বাইচুং। মিটিংয়ে আলোচনা হওয়ার দাবি তুলেছিলেন। যদিও তা রক্ষিত হয়নি।

প্রাইভেট লিগ খেলার জন্য লিমিটেড কোম্পানি হওয়ার দরকার নেই বললেন বাইচুং

"শাজি প্রভাকরণ একটি রাজ্য সংস্থার থেকে প্রতিনিধিত্ব করেছে। অথচ এই সচিব পদটি বৈতনিক। এমনকী সচিব পদে বসা ব্যক্তি বর্তমান ফেডারেশন প্রেসিডেন্টের নির্বাচনী এজেন্ট ছিলেন। এই নিয়ম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে ছয় থেকে সাত লক্ষ টাকা মাস মাইনের দরাদরিতে সবকিছু ঠিক হবে। যা পক্ষপাতমূলক ৷" সমালোচনার সুরে বলেন বাইচুং। সবমিলিয়ে এদিন কলকাতার বৈঠক থেকে তার প্রতিবাদ জারি রেখেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷

আরও পড়ুন: বিয়ে বাড়ির অতিথির মতো আচরণ করবেন না, রাজ্যপালকে একহাত সুনীলের অভিনেতা শ্যালকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.