ETV Bharat / sports

Bhaichung Bhutia ফেডারেশন সভাপতির দৌড়ে পাহাড়ি বিছে, জমা দিলেন মনোনয়ন

author img

By

Published : Aug 19, 2022, 7:54 PM IST

Updated : Aug 19, 2022, 10:58 PM IST

এআইএফএফ (All India Football Federation) সভাপতি হদে আসীন হওয়ার জন্য মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া ৷ এছাড়া আরও 7জন রয়েছেন মনোনয়ন জমা দেওয়ার তালিকায় ৷

Etv Bharat
ফেডারেশন সভাপতির দৌড়ে পাহাড়ি বিছে

নয়াদিল্লি, 19 অগস্ট: ফের একবার ভারতীয় ফুটবলে কি দেখা যাবে বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) যুগ ? দেশের ফুটবলের প্রশাসনিক প্রধান পদ বা এআইএফএফ (All India Football Federation) সভাপতি হদে আসীন হওয়ার জন্য পাহাড়ি বিছে-র মনোনয়ন ফের উসকে দিল সেই সম্ভাবনা ৷ শুক্রবারই মনোনয়ন জমা দিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷ এআইএফএফ (AIFF)-র সভাপতি পদের নির্বাচনে এখনও পর্যন্ত যে আটটি মনোনয়ন জমা পড়েছে, তার মধ্যে বাইচুং সবচেয়ে হাই-প্রোফাইল ৷ অন্যান্য নামগুলি হল কল্যাণ চৌবে (Kalyan Chowbey,), মনবিন্দর সিং (Manvinder Singh), শাজি প্রভাকরণ (Shaji Prabhakaran), এনএ হ্যারিস (N.A. Harris), ইউজেনসন লিংডোহ (Eugeneson Lyngdoh), ভালঙ্কা আলেমাও (Valanka Alemao) এবং অজিত বন্দ্যোপাধ্যায়।

মনোনয়ন জমা দিয়ে বাইচুং বলেন, "আমি মনে করি প্রাক্তন ফুটবলার হিসাবে আমি ভারতীয় ফুটবলের উন্নতিতে অবদান রাখতে চাই। যখন থেকে ফেডারেশন গঠিত হয়েছে, ভারতীয় ফুটবলের প্রশাসনিক পদে খুব কম ফুটবলারই থেকেছেন। আমি মনে করি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ফুটবলারদের তরফে বলার খুব একটা লোক নেই। সেখানে এআইএফএফ-এ সবসময়ই নন-ফুটবলাররা ছিলেন। সুতরাং, এটি ভারতীয় ফুটবলের জন্য কাজ করার এবং ফুটবলকে আরও গুরুত্ব-সহকারে বোঝার সুযোগ।"

বাইচুং আশাবাদী ছিলেন যে সুপ্রিম কোর্টের আদেশ এবং পরবর্তীতে ফিফার নির্বাসনের পরে ভারতীয় ফুটবলের শাসন ব্যবস্থা সংশোধন করা হবে। তিনি বলেন, "আমি মনে করি যে এআইএফএফ-কে নির্বাসিত করার সিদ্ধান্ত কিছুটা কঠোর সিদ্ধান্ত ছিল, তবে একই সঙ্গে এটি সিস্টেমটিকে সঠিক করা, ফুটবলের উন্নতির জন্য এবং সঠিক লোকেদের পাওয়ার বিষয়টি নিশ্চিত করার একটি সুযোগও দিয়েছে।"

আরও পড়ুন: শীর্ষ আদালতের শুনানি পর্যন্ত অপেক্ষার প্রতিশ্রুতি দিয়েও কথার খেলাপ ফিফার

বাইচুং জানিয়েছেন যে, তিনি সোমবার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছেন, যখন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত ভবিষ্যত পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "ফুটবল পরিচালনায় খেলোয়াড়দের অংশগ্রহণ নেই। ইউরোপের অনেক দেশ, যারা গঠনব্যবস্থার দিক দিয়ে উন্নত, তাদের অনেক গুরুত্বপূর্ণ পদে প্রাক্তন ফুটবলাররা রয়েছেন। এই মুহূর্তে আমি মনে করতে পারি (ফ্রাঞ্জ) বেকেনবাওয়ারের নাম, যিনি জার্মানিতে ফুটবল পরিচালনা করেছেন, মিশেল প্লাতিনি একসময় উয়েফা প্রধান হয়েছিলেন। সুতরাং, এরকম অনেক উদাহরণ রয়েছে।"

নয়াদিল্লি, 19 অগস্ট: ফের একবার ভারতীয় ফুটবলে কি দেখা যাবে বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) যুগ ? দেশের ফুটবলের প্রশাসনিক প্রধান পদ বা এআইএফএফ (All India Football Federation) সভাপতি হদে আসীন হওয়ার জন্য পাহাড়ি বিছে-র মনোনয়ন ফের উসকে দিল সেই সম্ভাবনা ৷ শুক্রবারই মনোনয়ন জমা দিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৷ এআইএফএফ (AIFF)-র সভাপতি পদের নির্বাচনে এখনও পর্যন্ত যে আটটি মনোনয়ন জমা পড়েছে, তার মধ্যে বাইচুং সবচেয়ে হাই-প্রোফাইল ৷ অন্যান্য নামগুলি হল কল্যাণ চৌবে (Kalyan Chowbey,), মনবিন্দর সিং (Manvinder Singh), শাজি প্রভাকরণ (Shaji Prabhakaran), এনএ হ্যারিস (N.A. Harris), ইউজেনসন লিংডোহ (Eugeneson Lyngdoh), ভালঙ্কা আলেমাও (Valanka Alemao) এবং অজিত বন্দ্যোপাধ্যায়।

মনোনয়ন জমা দিয়ে বাইচুং বলেন, "আমি মনে করি প্রাক্তন ফুটবলার হিসাবে আমি ভারতীয় ফুটবলের উন্নতিতে অবদান রাখতে চাই। যখন থেকে ফেডারেশন গঠিত হয়েছে, ভারতীয় ফুটবলের প্রশাসনিক পদে খুব কম ফুটবলারই থেকেছেন। আমি মনে করি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ফুটবলারদের তরফে বলার খুব একটা লোক নেই। সেখানে এআইএফএফ-এ সবসময়ই নন-ফুটবলাররা ছিলেন। সুতরাং, এটি ভারতীয় ফুটবলের জন্য কাজ করার এবং ফুটবলকে আরও গুরুত্ব-সহকারে বোঝার সুযোগ।"

বাইচুং আশাবাদী ছিলেন যে সুপ্রিম কোর্টের আদেশ এবং পরবর্তীতে ফিফার নির্বাসনের পরে ভারতীয় ফুটবলের শাসন ব্যবস্থা সংশোধন করা হবে। তিনি বলেন, "আমি মনে করি যে এআইএফএফ-কে নির্বাসিত করার সিদ্ধান্ত কিছুটা কঠোর সিদ্ধান্ত ছিল, তবে একই সঙ্গে এটি সিস্টেমটিকে সঠিক করা, ফুটবলের উন্নতির জন্য এবং সঠিক লোকেদের পাওয়ার বিষয়টি নিশ্চিত করার একটি সুযোগও দিয়েছে।"

আরও পড়ুন: শীর্ষ আদালতের শুনানি পর্যন্ত অপেক্ষার প্রতিশ্রুতি দিয়েও কথার খেলাপ ফিফার

বাইচুং জানিয়েছেন যে, তিনি সোমবার সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছেন, যখন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত ভবিষ্যত পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "ফুটবল পরিচালনায় খেলোয়াড়দের অংশগ্রহণ নেই। ইউরোপের অনেক দেশ, যারা গঠনব্যবস্থার দিক দিয়ে উন্নত, তাদের অনেক গুরুত্বপূর্ণ পদে প্রাক্তন ফুটবলাররা রয়েছেন। এই মুহূর্তে আমি মনে করতে পারি (ফ্রাঞ্জ) বেকেনবাওয়ারের নাম, যিনি জার্মানিতে ফুটবল পরিচালনা করেছেন, মিশেল প্লাতিনি একসময় উয়েফা প্রধান হয়েছিলেন। সুতরাং, এরকম অনেক উদাহরণ রয়েছে।"

Last Updated : Aug 19, 2022, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.