ETV Bharat / sports

ISL Semi-final: সাডেন-ডেথে 'মুম্বই বধ', টানা 11 ম্যাচ জিতে ফাইনালে সুনীলের বেঙ্গালুরু

নির্ধারিত সময়ে ম্যাচের ফল ডেস বাকিংহ্যামের মুম্বইয়ের পক্ষে ছিল 2-1 ৷ কিন্তু এগ্রিগেট 2-2 হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত 'ব্লুজ'-এর (Bengaluru FC beat Mumbai City FC to qualify for ISL final) ৷

Etv Bharat
টানা 11 জয়ে ফাইনালে সুনীলের বেঙ্গালুরু
author img

By

Published : Mar 12, 2023, 11:07 PM IST

বেঙ্গালুরু, 12 মার্চ: প্রথম লেগে আইল্যান্ডারদের ডেরায় গিয়ে জিতে ফেরার সঙ্গে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ৷ রবিবার কান্তিরাভায় রুদ্ধশ্বাস ম্যাট জিতে তৃতীয়বার আইএসএল সেমিফাইনালে প্রবেশ করে গেল বেঙ্গালুরু এফসি ৷ তবে সহজে আসেনি সেই জয় ৷ টাইব্রেকার শেষেও আলাদা করা যায়নি ৷ শেষমেশ সাডেন-ডেথে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু পক্ষে ম্যাচের ফল 9-8 ৷ সবকিছুকে ছাপিয়ে ইন্ডিয়ান সুপার লিগের সেরা বিজ্ঞাপন হয়ে রইল প্রথম সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ফুটবল দ্বৈরথ। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ডেস বাকিংহ্যামের মুম্বইয়ের পক্ষে ছিল 2-1 ৷ কিন্তু এগ্রিগেট 2-2 হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত 'ব্লুজ'-এর (Bengaluru FC beat Mumbai City FC to qualify for ISL final) ৷

এদিন বকলমে ম্যাচটা হয়ে রইল দু'দলের গোলরক্ষক পূর্বা লাচেংপা বনাম গুরপ্রীত সিং সান্ধুর ৷ প্রথমার্ধে গ্রেগ স্টুয়ার্টের পেনাল্টি বাঁচিয়ে দুর্ভেদ্য হওয়ার বার্তা দিয়েছিলেন গুরপ্রীত। বদলা হিসেবে জাভি হার্নান্দেজের গোলমুখী গ্রাউন্ডার বাঁচিয়ে লাচেংপা বোঝান তিনিও তৈরি। একবারই নয়, বারবার অপ্রতিরোধ্য হয়ে উঠলেন পাহাড়ি গোলরক্ষক। 22 মিনিটে শিবশক্তির মাপা সেন্টারে মাথা ছুঁইয়ে বেঙ্গালুরুকে এগিয়ে দেন হার্নান্দেজ। 0-2 পিছিয়ে পড়ে হাল ছাড়েনি লিগ শিল্ড উইনাররা ৷ পেনাল্টি থেকে গোল না-করতে পারার ধাক্কা, গোল হজম সামলেও মুম্বই খেলায় ফেরে।

আরও পড়ুন: ফাইনাল খেলার মানসিকতা নিয়েই মাঠে নামব: ফেরান্দো

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে তারা ব্যাকফুটে ঠেলে দেয় আইল্যান্ডাররা। গোল হজম করার আট মিনিট বাদে মুম্বইকে সমতায় ফেরান বিপিন সিং। 66 মিনিটে কর্নার থেকে দ্বিতীয় গোল মুম্বইয়ের। গোলদাতা মেহতাব সিং। বাকি সময়টা খেলার রাশ নিজেদের পায়ে রাখলেও মুম্বই আর গোল পায়নি। গোলের অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেন পেরেরা দিয়াজ। অন্যদিকে প্রতিআক্রমণে জয়ের ছক কষলেও বেঙ্গালুরু পুনরায় এগিয়ে যেতে ব্যর্থ হয়

শেষবেলায় গুরপ্রীত এবং লাচেংপা 'লাস্ট লাইন অব ডিফেন্স' হয়ে অবিশ্বাস্য কয়েকটি গোল বাঁচালেন। যা তাদের দু'দলের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করে। পরের শনিবার 18 মার্চ আইএসএল ফাইনাল। সেখানে বেঙ্গালুরুর প্রতিপক্ষ এটিকে মোহনবাগান এবং হায়দরাবাদ এফসি'র মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী ৷

বেঙ্গালুরু, 12 মার্চ: প্রথম লেগে আইল্যান্ডারদের ডেরায় গিয়ে জিতে ফেরার সঙ্গে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ৷ রবিবার কান্তিরাভায় রুদ্ধশ্বাস ম্যাট জিতে তৃতীয়বার আইএসএল সেমিফাইনালে প্রবেশ করে গেল বেঙ্গালুরু এফসি ৷ তবে সহজে আসেনি সেই জয় ৷ টাইব্রেকার শেষেও আলাদা করা যায়নি ৷ শেষমেশ সাডেন-ডেথে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু পক্ষে ম্যাচের ফল 9-8 ৷ সবকিছুকে ছাপিয়ে ইন্ডিয়ান সুপার লিগের সেরা বিজ্ঞাপন হয়ে রইল প্রথম সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ফুটবল দ্বৈরথ। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ডেস বাকিংহ্যামের মুম্বইয়ের পক্ষে ছিল 2-1 ৷ কিন্তু এগ্রিগেট 2-2 হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত 'ব্লুজ'-এর (Bengaluru FC beat Mumbai City FC to qualify for ISL final) ৷

এদিন বকলমে ম্যাচটা হয়ে রইল দু'দলের গোলরক্ষক পূর্বা লাচেংপা বনাম গুরপ্রীত সিং সান্ধুর ৷ প্রথমার্ধে গ্রেগ স্টুয়ার্টের পেনাল্টি বাঁচিয়ে দুর্ভেদ্য হওয়ার বার্তা দিয়েছিলেন গুরপ্রীত। বদলা হিসেবে জাভি হার্নান্দেজের গোলমুখী গ্রাউন্ডার বাঁচিয়ে লাচেংপা বোঝান তিনিও তৈরি। একবারই নয়, বারবার অপ্রতিরোধ্য হয়ে উঠলেন পাহাড়ি গোলরক্ষক। 22 মিনিটে শিবশক্তির মাপা সেন্টারে মাথা ছুঁইয়ে বেঙ্গালুরুকে এগিয়ে দেন হার্নান্দেজ। 0-2 পিছিয়ে পড়ে হাল ছাড়েনি লিগ শিল্ড উইনাররা ৷ পেনাল্টি থেকে গোল না-করতে পারার ধাক্কা, গোল হজম সামলেও মুম্বই খেলায় ফেরে।

আরও পড়ুন: ফাইনাল খেলার মানসিকতা নিয়েই মাঠে নামব: ফেরান্দো

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে তারা ব্যাকফুটে ঠেলে দেয় আইল্যান্ডাররা। গোল হজম করার আট মিনিট বাদে মুম্বইকে সমতায় ফেরান বিপিন সিং। 66 মিনিটে কর্নার থেকে দ্বিতীয় গোল মুম্বইয়ের। গোলদাতা মেহতাব সিং। বাকি সময়টা খেলার রাশ নিজেদের পায়ে রাখলেও মুম্বই আর গোল পায়নি। গোলের অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেন পেরেরা দিয়াজ। অন্যদিকে প্রতিআক্রমণে জয়ের ছক কষলেও বেঙ্গালুরু পুনরায় এগিয়ে যেতে ব্যর্থ হয়

শেষবেলায় গুরপ্রীত এবং লাচেংপা 'লাস্ট লাইন অব ডিফেন্স' হয়ে অবিশ্বাস্য কয়েকটি গোল বাঁচালেন। যা তাদের দু'দলের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করে। পরের শনিবার 18 মার্চ আইএসএল ফাইনাল। সেখানে বেঙ্গালুরুর প্রতিপক্ষ এটিকে মোহনবাগান এবং হায়দরাবাদ এফসি'র মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.