কলকাতা, 22 সেপ্টেম্বর: ব্যক্তিগতভাবে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া থেকে অল্পের জন্য আটকে গিয়েছিলেন । তবে তিনি যে স্বমহিমায় ফিরে আসছেন তার ইঙ্গিত দিয়েছিলেন মৌমা দাস ৷ বাস্তবেও তা ই দেখা গেল ৷ সুরাতে আয়োজিত 26তম জাতীয় গেমসের আসরে(Bengal Women Table Tennis Team)। মহারাষ্ট্রকে 3-1 ব্যবধানে উড়িয়ে জাতীয় গেমসে সোনা জিতল বাংলা মেয়েদের টেবিল টেনিস দল(Bengal Women Win Gold in Table Tennis in National Games 2022)। দলের এই সোনা জয়ের অন্যতম কারিগর তথা পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মৌমা স্বাভাবিকভাবেই খুশি ।
বুধবার অনেক রাতে ফোনে ধরা গেল মৌমা দাসকে । তবে ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে দলের বাকি সদস্যদের প্রশংসা তাঁর মুখে । "প্রথম থেকেই আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছিলাম । ঐহিকা প্রথম ম্যাচ জেতায় সুবিধা হয়েছিল । তবে সুতীর্থা দারুণভাবে ফিরে এসেছে । প্রথমে রিথ রিশায়ার কাছে হারলেও ফিরতি সিঙ্গলসে স্বস্তিকা ঘোষকে উড়িয়ে দিয়েছে । আমি নিজের কাজটা করেছি মাত্র । ভালো লাগছে দলের জয়ে ভূমিকা নিতে পেরে । নতুনদের সঙ্গে পাল্লা দেওয়ার খিদে রয়েছে । এই জয় নিশ্চিতভাবে এগিয়ে দেবে," বলেন মৌমা দাস ।
আরও পড়ুন : টিটি বোর্ডে মহাপ্রত্যাবর্তন 38-এর মৌমার
জাতীয় গেমসে হরিয়ানা ছেড়ে ফের বাংলার হয়ে খেললেন সুতীর্থা মুখোপাধ্যায় । রিথ রিশায়ার কাছে দ্বিতীয় সিঙ্গলসে হেরে গিয়েছিলেন । তবে ফিরতি সিঙ্গলসে স্বস্তিকা ঘোষের বিরুদ্ধে অনায়াসে জয় ছিনিয়ে নিয়ে সোনা নিশ্চিত করেন । ম্যাচের ফল 11-4, 11-13, 11-9, 10-12, 11-6 ।
"শেষ ম্যাচে যেভাবে মাথা ঠাণ্ডা রেখে সুতীর্থা জয় ছিনিয়ে নিল, তা অসাধারণ," মুগ্ধতা মৌমার গলায় । ফাইনালে প্রথম ম্যাচেই জয়ের সুরটা বেঁধে দিয়েছিলেন ঐহিকা মুখোপাধ্যায় । প্রথম ম্যাচে স্বস্তিকাকে সহজেই হারিয়ে দেন তিনি । ম্যাচের ফল 11-3, 11-5, 11-3 । তবে তিন নম্বর ম্যাচে বাংলার জয়ের রূপরেখা তৈরি করে দেন মৌমা দাস । গুরুত্বপূর্ণ ম্যাচে দিয়া চিতালের বিরুদ্ধে লড়াকু জয় পুরো দলকে তাতিয়ে দেয় । জাতীয় স্তরে টেবিল টেনিসে বাংলার মেয়েদের দাপট ফিরল বলা যায় । রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্মসচিব শর্মি সেনগুপ্ত বলেন, "বাংলার টেবিল টেনিসের রেড লেটার ডে । মেয়েরা যেভাবে জয় ছিনিয়ে নিয়ে সোনা জিতেছে তার কোনও প্রশংসা যথেষ্ট নয় ।"
আরও পড়ুন : নৈহাটি থেকে টোকিয়ো, ছোটবেলার স্বপ্ন অলিম্পিকসে মজে সুতীর্থা