ETV Bharat / sports

কোরোনায় আক্রান্ত বাংলার জাতীয় পর্যায়ের সাঁতারু - কোরোনায় আক্রান্ত বাংলার সাঁতারু

কোরোনায় আক্রান্ত বাংলার জাতীয় পর্যায়ের সাঁতারু সৃষ্টি চট্টোপাধ্যায় ৷

কোরোনায় আক্রান্ত বাংলার জাতীয় পর্যায়ের সাঁতারু
কোরোনায় আক্রান্ত বাংলার জাতীয় পর্যায়ের সাঁতারু
author img

By

Published : Jul 14, 2020, 4:58 PM IST

চুঁচুড়া, 14 জুলাই: কোরোনায় আক্রান্ত হলেন বাংলার জাতীয় পর্যায়ের সাঁতারু ৷ আক্রান্ত হয়েছেন সাঁতারের সাব জুনিয়র ন্যাশনালে প্রতিনিধিত্ব করা সৃষ্টি চট্টোপাধ্যায় ৷ বছর তেরোর ওই সাঁতারুর মা-বাবাও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ সকলেই হোম কোয়ারানটিনে রয়েছেন ৷

হুগলির চুঁচুড়ার মহসিন কলেজ বেলতলা মোড়ে সৃষ্টি চট্টোপাধ্যায়ের বাড়ি । তাঁর বাবা পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কম্পিউটার ডিপার্টমেন্টের OC রাজীব চট্টোপাধ্যায় । রাজীববাবুর অনুমান, তাঁর থেকেই সৃষ্টি সহ পুরো পরিবার কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ গত সপ্তাহে অফিস যাওয়ার সময় চোখ লাল হয় রাজীববাবুর । চোখের সংক্রমণ মনে করে চিকিৎসকদের পরামর্শে ওষুধ ব্যবহার করেন তিনি । চোখের লালচে ভাব কমলেও 24 ঘণ্টার মধ্যে তাঁর হালকা জ্বর আসে ৷ স্বাদও চলে যায় । রাজীববাবুর স্ত্রী কাকলি চট্টোপাধ্যায়ের শরীরেও একইরকম উপসর্গ দেখা দেয় । চুঁচুড়া সদর হাসপাতালে টেস্ট করলে দু'জনেরই রিপোর্ট পজ়িটিভ আসে । তাদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল । সম্প্রতি একই উপসর্গ দেখা দেয় সৃষ্টিরও । তারও টেস্ট রিপোর্ট পজ়িটিভ এসেছে । আপাতত বাড়ির চার সদস্য হোম কোয়ারানটিনে রয়েছে । তাদের চিকিৎসা চলছে ।

এই বিষয়ে রাজ্য সাঁতার সংস্থার সচিব স্বপন আদক বলেন, "এই প্রথম কোনও সাঁতারু কোরোনায় আক্রান্ত হল । এমনিতেই সাঁতার, ডাইভিং বন্ধ রয়েছে । এই অবস্থায় সৃষ্টির কোরোনা আক্রান্ত হওয়ার খবর চিন্তা বাড়িয়ে দিল ।"

চুঁচুড়া, 14 জুলাই: কোরোনায় আক্রান্ত হলেন বাংলার জাতীয় পর্যায়ের সাঁতারু ৷ আক্রান্ত হয়েছেন সাঁতারের সাব জুনিয়র ন্যাশনালে প্রতিনিধিত্ব করা সৃষ্টি চট্টোপাধ্যায় ৷ বছর তেরোর ওই সাঁতারুর মা-বাবাও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ সকলেই হোম কোয়ারানটিনে রয়েছেন ৷

হুগলির চুঁচুড়ার মহসিন কলেজ বেলতলা মোড়ে সৃষ্টি চট্টোপাধ্যায়ের বাড়ি । তাঁর বাবা পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কম্পিউটার ডিপার্টমেন্টের OC রাজীব চট্টোপাধ্যায় । রাজীববাবুর অনুমান, তাঁর থেকেই সৃষ্টি সহ পুরো পরিবার কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ গত সপ্তাহে অফিস যাওয়ার সময় চোখ লাল হয় রাজীববাবুর । চোখের সংক্রমণ মনে করে চিকিৎসকদের পরামর্শে ওষুধ ব্যবহার করেন তিনি । চোখের লালচে ভাব কমলেও 24 ঘণ্টার মধ্যে তাঁর হালকা জ্বর আসে ৷ স্বাদও চলে যায় । রাজীববাবুর স্ত্রী কাকলি চট্টোপাধ্যায়ের শরীরেও একইরকম উপসর্গ দেখা দেয় । চুঁচুড়া সদর হাসপাতালে টেস্ট করলে দু'জনেরই রিপোর্ট পজ়িটিভ আসে । তাদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল । সম্প্রতি একই উপসর্গ দেখা দেয় সৃষ্টিরও । তারও টেস্ট রিপোর্ট পজ়িটিভ এসেছে । আপাতত বাড়ির চার সদস্য হোম কোয়ারানটিনে রয়েছে । তাদের চিকিৎসা চলছে ।

এই বিষয়ে রাজ্য সাঁতার সংস্থার সচিব স্বপন আদক বলেন, "এই প্রথম কোনও সাঁতারু কোরোনায় আক্রান্ত হল । এমনিতেই সাঁতার, ডাইভিং বন্ধ রয়েছে । এই অবস্থায় সৃষ্টির কোরোনা আক্রান্ত হওয়ার খবর চিন্তা বাড়িয়ে দিল ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.