ETV Bharat / sports

Santosh Trophy 2022-23: মণিপুরের বিরুদ্ধে লজ্জার হার, সন্তোষে কার্যত বিদায় বাংলার

সন্তোষ ট্রফিতে বুধবারের ম্যাচেও পরাজয় বাংলার ৷ এদিন মণিপুরের কাছে 4-1 ব্যবধানে হেরেছে বাংলা (Bengal team in Santosh Trophy)

ETV Bharat
সন্তোষ ট্রফির ম্যাচ
author img

By

Published : Feb 15, 2023, 10:31 PM IST

ভুবনেশ্বর, 15 ফেব্রুয়ারি: লজ্জার হারে সন্তোষ ট্রফি থেকে কার্যত বিদায় বাংলার । ভুবনেশ্বরে মনিপুরের বিরুদ্ধে 4-1 গোলের ব্যবধানে হার বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেদের । পাঁচ ম্যাচের প্রথম তিনটিতে বাংলার পারফরম্যান্সের পরিসংখ্যান ড্র, হার এবং হার । দিল্লির বিরুদ্ধে ড্র দিয়ে অভিযান শুরু করেছিল বাংলা । সেই ড্র'য়ে বাংলার আশা কমেছিল । সার্ভিসেসের বিরুদ্ধে হার বাংলার আশাকে কফিনে পুরে দিয়েছিল ।

আর এবার মণিপুরের বিরুদ্ধে পরাজয় বাংলার কফিনে শেষ পেরেকটা গেঁথে দিল । বাংলার আরও দু'টো ম্যাচ বাকি রয়েছে । কিন্তু সেই দুটিতে জিতলেও নরহরি শ্রেষ্ঠা, তারক হেমব্রমদের আশা নেই । অথচ বুধবারের ম্যাচে জিতলে ক্ষীণ হলেও আশা বেঁচে থাকত । কিন্তু প্রথম থেকেই মনিপুরের বিরুদ্ধে বাংলা ব্যাকফুটে । প্রথমার্ধে নওবা মিতেই এবং সুভাষ সিং মণিপুরকে এগিয়ে দেন । পিছিয়ে পড়ে ম্যাচের রাশ তুলে নিতে আরও ব্যর্থ হয় বাংলা (Bengal lost against Manipur in Santosh Trophy)।

বিরতির পরে বাংলা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে । ফলে 54 মিনিটে শৌভিক কর গোল করে ব্যবধান কমালেও তা বাংলাকে ম্যাচে ফেরাতে পারেনি । এই অবস্থায় 81 মিনিটে বিশ্বজিৎ হেমব্রমের গোল বাংলাকে আরও কোনঠাসা করে দেয় । অতিরিক্ত সময়ে মনিপুরের চতুর্থ গোল নওচা সিংয়ের । তিন ম্যাচে দু'টিতে পরাজয়, এই ব্যর্থতার কারণ হিসেবে চোট আঘাতকে দায়ী করছেন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য । একই সঙ্গে তিনি ব্যস্ত ক্রীড়াসূচিকেও দায়ী করছেন । প্রথম থেকেই ঠাসা ক্রীড়াসূচি এবং মাঠের অব্যবস্থা নিয়ে সরব ছিলেন তিনি ।

আরও পড়ুন: বল হাতে কামাল বাংলার দীপ্তির ! হরমনপ্রীত-রিচার চওডা় ব্যাটে 'ক্যারিবিয়ান বধ' ভারতের

কিন্তু তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়ায় দলের চোট আঘাত । বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, প্রায় প্রত্যেক ম্যাচেই প্রথম একাদশ বদল করতে হওয়ায় খেলা জমাট বাঁধেনি । সামনের দু'টি ম্যাচ কার্যত নিয়মরক্ষার । তবুও প্রাথমিক পর্বে জয়হীন থাকার লজ্জা এড়াতে শেষ দুই ম্যাচে জয়ের চেষ্টা করবেন বলে বলছেন বিশ্বজিৎ । জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা দল । কোচ ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য । তাঁর হাতে প্রশিক্ষনের দায়িত্ব দিয়ে সন্তোষ ট্রফি ফেরাতে চেয়েছিল বাংলা । কিন্তু সেই চেষ্টা মাঠে মারা গেল । লজ্জার পারফরম্যান্সে বাংলার সন্তোষ ট্রফি থেকে বিদায় ।

ভুবনেশ্বর, 15 ফেব্রুয়ারি: লজ্জার হারে সন্তোষ ট্রফি থেকে কার্যত বিদায় বাংলার । ভুবনেশ্বরে মনিপুরের বিরুদ্ধে 4-1 গোলের ব্যবধানে হার বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেদের । পাঁচ ম্যাচের প্রথম তিনটিতে বাংলার পারফরম্যান্সের পরিসংখ্যান ড্র, হার এবং হার । দিল্লির বিরুদ্ধে ড্র দিয়ে অভিযান শুরু করেছিল বাংলা । সেই ড্র'য়ে বাংলার আশা কমেছিল । সার্ভিসেসের বিরুদ্ধে হার বাংলার আশাকে কফিনে পুরে দিয়েছিল ।

আর এবার মণিপুরের বিরুদ্ধে পরাজয় বাংলার কফিনে শেষ পেরেকটা গেঁথে দিল । বাংলার আরও দু'টো ম্যাচ বাকি রয়েছে । কিন্তু সেই দুটিতে জিতলেও নরহরি শ্রেষ্ঠা, তারক হেমব্রমদের আশা নেই । অথচ বুধবারের ম্যাচে জিতলে ক্ষীণ হলেও আশা বেঁচে থাকত । কিন্তু প্রথম থেকেই মনিপুরের বিরুদ্ধে বাংলা ব্যাকফুটে । প্রথমার্ধে নওবা মিতেই এবং সুভাষ সিং মণিপুরকে এগিয়ে দেন । পিছিয়ে পড়ে ম্যাচের রাশ তুলে নিতে আরও ব্যর্থ হয় বাংলা (Bengal lost against Manipur in Santosh Trophy)।

বিরতির পরে বাংলা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে । ফলে 54 মিনিটে শৌভিক কর গোল করে ব্যবধান কমালেও তা বাংলাকে ম্যাচে ফেরাতে পারেনি । এই অবস্থায় 81 মিনিটে বিশ্বজিৎ হেমব্রমের গোল বাংলাকে আরও কোনঠাসা করে দেয় । অতিরিক্ত সময়ে মনিপুরের চতুর্থ গোল নওচা সিংয়ের । তিন ম্যাচে দু'টিতে পরাজয়, এই ব্যর্থতার কারণ হিসেবে চোট আঘাতকে দায়ী করছেন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য । একই সঙ্গে তিনি ব্যস্ত ক্রীড়াসূচিকেও দায়ী করছেন । প্রথম থেকেই ঠাসা ক্রীড়াসূচি এবং মাঠের অব্যবস্থা নিয়ে সরব ছিলেন তিনি ।

আরও পড়ুন: বল হাতে কামাল বাংলার দীপ্তির ! হরমনপ্রীত-রিচার চওডা় ব্যাটে 'ক্যারিবিয়ান বধ' ভারতের

কিন্তু তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়ায় দলের চোট আঘাত । বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, প্রায় প্রত্যেক ম্যাচেই প্রথম একাদশ বদল করতে হওয়ায় খেলা জমাট বাঁধেনি । সামনের দু'টি ম্যাচ কার্যত নিয়মরক্ষার । তবুও প্রাথমিক পর্বে জয়হীন থাকার লজ্জা এড়াতে শেষ দুই ম্যাচে জয়ের চেষ্টা করবেন বলে বলছেন বিশ্বজিৎ । জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা দল । কোচ ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য । তাঁর হাতে প্রশিক্ষনের দায়িত্ব দিয়ে সন্তোষ ট্রফি ফেরাতে চেয়েছিল বাংলা । কিন্তু সেই চেষ্টা মাঠে মারা গেল । লজ্জার পারফরম্যান্সে বাংলার সন্তোষ ট্রফি থেকে বিদায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.