ETV Bharat / sports

Santosh Trophy : মহীতোষের দুরন্ত গোলে সন্তোষে সেমির পথে বাংলা

সব চ্যালেঞ্জ নিয়েই কেরলের মালাপ্পুরমে সন্তোষ ট্রফির মূলপর্বের তৃতীয় ম‍্যাচে সিকন্দর রঞ্জন ভট্টাচার্যের বাংলা । শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিতলেই শেষ চারের টিকিট পাকা করবে মনতোষ চাকলাদার, মহীতোষ রায়রা (West Bengal beat Meghalaya) ।

West Bengal in Santosh Trophy
সন্তোষে আশা জিইয়ে রাখল বাংলা
author img

By

Published : Apr 23, 2022, 10:51 AM IST

কেরালা, 23 এপ্রিল : মেঘালয়কে 4-3 গোলে উড়িয়ে সন্তোষ ট্রফিতে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল বাংলা । ম্যাচের নায়ক মহীতোষ রায় । শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিতলেই শেষ চারের টিকিট পাকা করবে রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা (West Bengal beat Meghalaya in Santosh Trophy) ।

পঞ্জাবকে হারিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছিলেন মনতোষ চাকলাদাররা । কিন্তু কেরলের কাছে হেরে গিয়ে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল বাংলা দল । কোচ রঞ্জন ভট্টাচার্য যদিও বলেছিলেন, কঠিন সময়ে ছেলেরা ঠিক ঘুরে দাঁড়াবে । তাঁর কথা যে শুধুই শব্দগুচ্ছ ছিল না, তা এদিন দলের পারফর্ম্যান্সে প্রমাণিত ।

ম্যাচের 22 মিনিটেই ফারদিন আলি মোল্লা গোল করে এগিয়ে দেন বাংলাকে । পিছিয়ে পড়েও পাল্টা আক্রমণে বাংলাকে ব্যাকফুটে ঠেলে দেয় মেঘালয় । 36 মিনিটে সমতায় ফেরে পাহাড়ের ছেলেরা । কিন্তু 3 মিনিটের মধ্যেই ফের এগিয়ে যায় বাংলা । পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ফারদিন আলি মোল্লা । বিরতির পরে ফের সমতায় ফেরে মেঘালয় । এরপরেই দুরন্ত সাইড ভলিতে ম্যাচের সেরা গোলটি করেন মহীতোষ রায় । এবারও সানো তারিয়াংয়ের গোলে সমতায় ফেরে মেঘালয়।

আরও পড়ুন : শুরু হচ্ছে টি গোল্ড কাপ, নতুন প্রতিভার সন্ধানে পাহাড়ে পা আইএফএ'র

69 মিনিটের মাথায় বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন মহীতোষ রায় । শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ রাজস্থান । কোচ রঞ্জন ভট্টাচার্য দুরন্ত জয়ের কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন । তবে শেষ চারের পথ অনেকটা পরিস্কার হলেও বাংলা দল আত্মতুষ্ট হতে নারাজ । রাজস্থানের বিরুদ্ধে শুধু জয় নয়, বড় ব্যবধানে সেমিফাইনাল পাকা করতে চাইছে বাংলা ।

কেরালা, 23 এপ্রিল : মেঘালয়কে 4-3 গোলে উড়িয়ে সন্তোষ ট্রফিতে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল বাংলা । ম্যাচের নায়ক মহীতোষ রায় । শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিতলেই শেষ চারের টিকিট পাকা করবে রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা (West Bengal beat Meghalaya in Santosh Trophy) ।

পঞ্জাবকে হারিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছিলেন মনতোষ চাকলাদাররা । কিন্তু কেরলের কাছে হেরে গিয়ে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল বাংলা দল । কোচ রঞ্জন ভট্টাচার্য যদিও বলেছিলেন, কঠিন সময়ে ছেলেরা ঠিক ঘুরে দাঁড়াবে । তাঁর কথা যে শুধুই শব্দগুচ্ছ ছিল না, তা এদিন দলের পারফর্ম্যান্সে প্রমাণিত ।

ম্যাচের 22 মিনিটেই ফারদিন আলি মোল্লা গোল করে এগিয়ে দেন বাংলাকে । পিছিয়ে পড়েও পাল্টা আক্রমণে বাংলাকে ব্যাকফুটে ঠেলে দেয় মেঘালয় । 36 মিনিটে সমতায় ফেরে পাহাড়ের ছেলেরা । কিন্তু 3 মিনিটের মধ্যেই ফের এগিয়ে যায় বাংলা । পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ফারদিন আলি মোল্লা । বিরতির পরে ফের সমতায় ফেরে মেঘালয় । এরপরেই দুরন্ত সাইড ভলিতে ম্যাচের সেরা গোলটি করেন মহীতোষ রায় । এবারও সানো তারিয়াংয়ের গোলে সমতায় ফেরে মেঘালয়।

আরও পড়ুন : শুরু হচ্ছে টি গোল্ড কাপ, নতুন প্রতিভার সন্ধানে পাহাড়ে পা আইএফএ'র

69 মিনিটের মাথায় বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন মহীতোষ রায় । শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ রাজস্থান । কোচ রঞ্জন ভট্টাচার্য দুরন্ত জয়ের কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন । তবে শেষ চারের পথ অনেকটা পরিস্কার হলেও বাংলা দল আত্মতুষ্ট হতে নারাজ । রাজস্থানের বিরুদ্ধে শুধু জয় নয়, বড় ব্যবধানে সেমিফাইনাল পাকা করতে চাইছে বাংলা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.