ETV Bharat / sports

FIFA World Cup 2022: অঘটনের বিশ্বকাপে এবার বলি লুকাকুর বেলজিয়াম, শেষ ষোলোয় ক্রোয়েশিয়া-মরক্কো - অঘটনের বিশ্বকাপে এবার বলি লুকাকুর বেলজিয়াম

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ গতবারের তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম (Belgium knocked out from World Cup 2022) । মাস্ট উইন ম্যাচে ক্রোটদের কাছে আটকে গেল তারা ৷

Etv Bharat
অঘটনের বিশ্বকাপে এবার বলি লুকাকুর বেলজিয়াম, শেষ ষোলোয় ক্রোয়েশিয়া-মরক্কো
author img

By

Published : Dec 1, 2022, 11:12 PM IST

দোহা, 1 ডিসেম্বর: অবিশ্বাস্য সব সুযোগ নষ্ট রোমেলু লুকাকুর। তারই খেসারত দিয়ে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ গতবারের তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম (Belgium knocked out from World Cup 2022) । 60 মিনিটে তাঁর নেওয়া শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার দু'মিনিট পরে ফের সুযোগ নষ্ট করেন ইন্টার মিলান স্ট্রাইকার। 89 মিনিটে গোললাইনের একহাত দূর থেকে হেডে বল জালে পাঠানোর বদলে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের হাতে তুলে দেন তিনি। একমিনিট পর আবারও সহজ সুযোগ নষ্ট।

তাই বলাই যায় যে, যাকে ভরসা করে শেষ ষোলোর স্বপ্ন দেখছিল বেলজিয়াম, তাঁর কারণেই ফুরলো রাউন্ড অফ 16-র আশা। অন্যদিকে ক্রোয়েশিয়া প্রতি আক্রমণে বেলজিয়াম রক্ষণ ভাঙার চেষ্টা করলেও তা গোলরক্ষক থিবো কুর্তোয়ার বিশ্বস্ত হাতে আটকে যায়। লুকাকু যদি দলের জয় না-পাওয়ার জন্য একমাত্র দায়ী হন তাহলে ক্রোয়েশিয়ার না জেতার কারণ কুর্তোয়া। শেষ ষোলোয় জায়গা করে নিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততেই হত বেলজিয়ামকে। শেষ পর্যন্ত দু'দলের ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। অন্যদিকে পরের পর্বের টিকিট নিশ্চিত করতে ক্রোয়েশিয়ার দরকার ছিল ড্র। এদিন সেই ড্র'য়েই পরের পর্ব নিশ্চিত হল গতবারের রানার্সদের ৷

আরও পড়ুন: FIFA World Cup 2022: হাতে আঁকা 'ইশ্বর'-এর পেন্সিল স্কেচ, বিশ্বকাপের গ্যালারিতে ভাইরাল কলকাতার মেসিফ্যান

গ্রুপ-এফ থেকে পরের পর্বে যাওয়ার অঙ্কটা একটু ঘোরানো। এই গ্রুপে চার পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল ক্রোয়েশিয়া। শেষ খেলায় বেলজিয়ামকে রুখে দিতে পারলেই লুকা মদ্রিজদের পরের পর্বে যাওয়ার টিকিট নিশ্চিত। 2-1 গোলে কানাডাকে হারানোর সঙ্গেই সাত পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় মরক্কো। চার মিনিটে এইচ জাইয়েক এবং 23 মিনিটে ওয়াই এন নেসরি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। কানাডার একমাত্র গোল আত্মঘাতী। মরক্কো ডিফেন্ডার আগুয়ার্ডের পায়ে লেগে গোলে ঢুকে যায়। অঘটনের বিশ্বকাপে রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারীর প্রথম রাউন্ড থেকে বিদায় আরেকটি অঘটন।

দোহা, 1 ডিসেম্বর: অবিশ্বাস্য সব সুযোগ নষ্ট রোমেলু লুকাকুর। তারই খেসারত দিয়ে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ গতবারের তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম (Belgium knocked out from World Cup 2022) । 60 মিনিটে তাঁর নেওয়া শট পোস্টে লেগে প্রতিহত হওয়ার দু'মিনিট পরে ফের সুযোগ নষ্ট করেন ইন্টার মিলান স্ট্রাইকার। 89 মিনিটে গোললাইনের একহাত দূর থেকে হেডে বল জালে পাঠানোর বদলে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের হাতে তুলে দেন তিনি। একমিনিট পর আবারও সহজ সুযোগ নষ্ট।

তাই বলাই যায় যে, যাকে ভরসা করে শেষ ষোলোর স্বপ্ন দেখছিল বেলজিয়াম, তাঁর কারণেই ফুরলো রাউন্ড অফ 16-র আশা। অন্যদিকে ক্রোয়েশিয়া প্রতি আক্রমণে বেলজিয়াম রক্ষণ ভাঙার চেষ্টা করলেও তা গোলরক্ষক থিবো কুর্তোয়ার বিশ্বস্ত হাতে আটকে যায়। লুকাকু যদি দলের জয় না-পাওয়ার জন্য একমাত্র দায়ী হন তাহলে ক্রোয়েশিয়ার না জেতার কারণ কুর্তোয়া। শেষ ষোলোয় জায়গা করে নিতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততেই হত বেলজিয়ামকে। শেষ পর্যন্ত দু'দলের ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। অন্যদিকে পরের পর্বের টিকিট নিশ্চিত করতে ক্রোয়েশিয়ার দরকার ছিল ড্র। এদিন সেই ড্র'য়েই পরের পর্ব নিশ্চিত হল গতবারের রানার্সদের ৷

আরও পড়ুন: FIFA World Cup 2022: হাতে আঁকা 'ইশ্বর'-এর পেন্সিল স্কেচ, বিশ্বকাপের গ্যালারিতে ভাইরাল কলকাতার মেসিফ্যান

গ্রুপ-এফ থেকে পরের পর্বে যাওয়ার অঙ্কটা একটু ঘোরানো। এই গ্রুপে চার পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল ক্রোয়েশিয়া। শেষ খেলায় বেলজিয়ামকে রুখে দিতে পারলেই লুকা মদ্রিজদের পরের পর্বে যাওয়ার টিকিট নিশ্চিত। 2-1 গোলে কানাডাকে হারানোর সঙ্গেই সাত পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় মরক্কো। চার মিনিটে এইচ জাইয়েক এবং 23 মিনিটে ওয়াই এন নেসরি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। কানাডার একমাত্র গোল আত্মঘাতী। মরক্কো ডিফেন্ডার আগুয়ার্ডের পায়ে লেগে গোলে ঢুকে যায়। অঘটনের বিশ্বকাপে রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারীর প্রথম রাউন্ড থেকে বিদায় আরেকটি অঘটন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.