ETV Bharat / sports

Bengal Club Championship : খেতাব জিতল বেলঘরিয়া অ্যাথলেটিক টেবিল টেনিস অ্যাকাডেমি - টেবিল টেনিস

বেঙ্গল ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতল বেলঘরিয়া অ্যাথলেটিক টেবিল টেনিস অ্যাকাডেমি ৷

table tennis
table tennis
author img

By

Published : Sep 20, 2021, 8:39 AM IST

Updated : Sep 20, 2021, 10:08 AM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলল বেলঘরিয়া অ্যাথলেটিক টেবিল টেনিস অ্যাকাডেমি । রবিবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত ফাইনালে নেতাজি সংঘকে 3-2 ব্যবধানে পরাজিত করে বেলঘরিয়া । এই প্রতিযোগিতায় যুগ্মভাবে তৃতীয় হয়েছে নিষ্টা টেবিল টেনিস অ্যাকাডেমি এবং হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতি ।চলতি মাসের এগারো তারিখ থেকে দশ দলের বেঙ্গল ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছিল ।

রবিবারের ফাইনাল ঘিরে দুই দলের মধ্যে উত্তেজনা ছিল চরমে । অনূর্ধ্ব-17 মেয়েদের বিভাগে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব টেবিল টেনিস অ্যাকাডেমির স্নেহা ভৌমিক 3-0 ব্যবধানে নেতাজি সংঘের রূপসা ঘোষালকে পরাজিত করে । এই বিভাগের ছেলেদের ফাইনালে বেলঘরিয়ার বোধিসত্ত্ব চৌধুরীও 3-0 ব্যবধানে নেতাজি সংঘের শারণ্য পালকে পরাজিত করে । মিক্সড ডাবলসে বেলঘরিয়ার রৌনক মজুমদার ও মৌলি মোদক জুটি 1-3 ব্যবধানে নেতাজি সংঘের নীলদীপ দাস পয়মন্তী বৈশ্য জুটির কাছে হেরে যায় ।

আরও পড়ুন : Manika Batra : ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন কোচ সৌম্যদীপ, বিস্ফোরক মনিকা বাত্রা

মেয়েদের সিঙ্গলস ফাইনালে পয়মন্তী 1-3 ব্যবধানে মৌলী মোদককে হারিয়ে নেতাজি সংঘকে সমতায় ফেরালেও শেষ ম্যাচে বেলঘরিয়ার খেতাব নিশ্চিত করেন অনিকেত সেন চৌধুরী । ছেলেদের ফাইনালে অনিকেত 3-2 ব্যবধানে নেতাজি সংঘের নীলদীপকে পরাজিত করেন । বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের এই সাফল্যের জন্য দুই কোচ শুভজিত এবং শান্তুনু সাহাকে কৃতিত্ব দিতেই হয় । সাম্প্রতিক সময়ে এই টেবিল টেনিস অ্যাকাডেমি থেকে একাধিক ভাল খেলোয়াড় রাজ্যস্তরে নিয়মিত ভালো পারফরম্যান্স করে চলেছেন ।

কলকাতা, 20 সেপ্টেম্বর : বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলল বেলঘরিয়া অ্যাথলেটিক টেবিল টেনিস অ্যাকাডেমি । রবিবার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত ফাইনালে নেতাজি সংঘকে 3-2 ব্যবধানে পরাজিত করে বেলঘরিয়া । এই প্রতিযোগিতায় যুগ্মভাবে তৃতীয় হয়েছে নিষ্টা টেবিল টেনিস অ্যাকাডেমি এবং হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতি ।চলতি মাসের এগারো তারিখ থেকে দশ দলের বেঙ্গল ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছিল ।

রবিবারের ফাইনাল ঘিরে দুই দলের মধ্যে উত্তেজনা ছিল চরমে । অনূর্ধ্ব-17 মেয়েদের বিভাগে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব টেবিল টেনিস অ্যাকাডেমির স্নেহা ভৌমিক 3-0 ব্যবধানে নেতাজি সংঘের রূপসা ঘোষালকে পরাজিত করে । এই বিভাগের ছেলেদের ফাইনালে বেলঘরিয়ার বোধিসত্ত্ব চৌধুরীও 3-0 ব্যবধানে নেতাজি সংঘের শারণ্য পালকে পরাজিত করে । মিক্সড ডাবলসে বেলঘরিয়ার রৌনক মজুমদার ও মৌলি মোদক জুটি 1-3 ব্যবধানে নেতাজি সংঘের নীলদীপ দাস পয়মন্তী বৈশ্য জুটির কাছে হেরে যায় ।

আরও পড়ুন : Manika Batra : ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন কোচ সৌম্যদীপ, বিস্ফোরক মনিকা বাত্রা

মেয়েদের সিঙ্গলস ফাইনালে পয়মন্তী 1-3 ব্যবধানে মৌলী মোদককে হারিয়ে নেতাজি সংঘকে সমতায় ফেরালেও শেষ ম্যাচে বেলঘরিয়ার খেতাব নিশ্চিত করেন অনিকেত সেন চৌধুরী । ছেলেদের ফাইনালে অনিকেত 3-2 ব্যবধানে নেতাজি সংঘের নীলদীপকে পরাজিত করেন । বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের এই সাফল্যের জন্য দুই কোচ শুভজিত এবং শান্তুনু সাহাকে কৃতিত্ব দিতেই হয় । সাম্প্রতিক সময়ে এই টেবিল টেনিস অ্যাকাডেমি থেকে একাধিক ভাল খেলোয়াড় রাজ্যস্তরে নিয়মিত ভালো পারফরম্যান্স করে চলেছেন ।

Last Updated : Sep 20, 2021, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.