কলকাতা, 23 জুন : কবে কাটবে ইস্টবেঙ্গলের চুক্তি জট(East Bengal)? দল গঠনই বা হবে কীভাবে ? লেসলি ক্লডিয়াস সরণিতে কান পেতে এখন এই সব প্রশ্নের উত্তর খোঁজে লাল-হলুদ জনতা । বিকেল থেকে সন্ধ্যা, ক্লাবের আনাচেকানাচে ভিড় করছেন তাঁরা । চলছে নিচু গলায় আলোচনা । চেনা কর্মকর্তা দেখলেই কুশল বিনিময়ের পরে একটাই প্রশ্ন সবার মুখে ।
ক্লাব কর্তাদের বক্তব্য, তাঁরা চুক্তির ড্রাফট হাতে পেয়েছেন তা নিয়ে আইনজীবীদের সঙ্গে কথাও বলছেন । তবে দল গঠনের কাজ শুরু করে দেওয়া হোক । এমনটাই চাইছেন ক্লাব কর্তারা । এই মর্মে ইনভেস্টরকে চিঠিও দিয়েছেন তাঁরা । তবে কী ভাবছেন ইমামি কর্তারা ?
আরও পড়ুন : East Bengal : চুক্তি-দলগঠন একসঙ্গে চলুক, কর্তাদের বার্তায় সিঁদুরে মেঘ লাল-হলুদে
চুক্তি সই করার পরেই শুরু হবে দল গঠনের কাজ, কার্যত এমনটাই জানিয়েছেন ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য আগরওয়াল(before the agreement signed formation of the party will not start says Emami Group Director)। ঝরঝরে বাংলায় তিনি বলেন,''আমরা কিন্তু স্পনসর হিসেবে আসিনি । ইনভেস্টর হিসেবে এসেছি । আপনি কী বলেন ? চুক্তি সই না করে ইনভেস্ট করা উচিত ? আমিও তাই বলছি । ইস্টবেঙ্গলকে আমরা চুক্তির খসড়া পাঠিয়েছি । ওদের পাঠানো চিঠিও পেয়েছি । উত্তর দিয়েছি । পুরোটাই এখন ক্লাবের হাতে । আইনজীবীরা দেখছেন । আমরা আগেও ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলাম ।''
শেয়ার নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন আদিত্য । তাঁর কথায়, ''আশা করছি সব কিছুই ইতিবাচক হবে । চুক্তি সই হলেই আমরা কোম্পানি গঠন করবে । সেই কোম্পানির মাধ্যমেই দলগঠন হবে ।''
ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকের পরে যতই চুক্তি প্রক্রিয়া এবং দলগঠন সমান্তরালভাবে চলার কথা বলুক না কেন তাতে লগ্নিকারী ইমামি গোষ্ঠী যে খুব একটা আমল দিচ্ছে না তা পরিষ্কার ।
এই বিষয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁদের আইনজীবীরা চুক্তির খুঁটিনাটি দেখছেন । তারপর তাঁরাও স্বাক্ষরের বিষয়টি সম্পন্ন করবেন । গত দুই মরশুমে আইএসএলের মঞ্চে ইস্টবেঙ্গলের ফলাফল একেবারেই ভাল নয় । নতুন মরশুমে প্রতিটি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা লাল হলুদ শীর্ষকর্তা বলেছেন । দলগঠনের প্রক্রিয়া প্রি-কন্ট্যাক্টের মাধ্যমে শুরু হয়েছিল । তবে চুক্তি সই করতে সময় লাগায় তা থমকে গিয়েছে । ইতিমধ্যে লগ্নিকারী তাঁদের অবস্থান স্পষ্ট করেছে । এখন দেখার কবে চুক্তিপত্রে সই করেন কর্তারা ।
আরও পড়ুন : East Bengal Investor Issue : শক্তিশালী দল গঠন কঠিন, আইএসএলে 'না' প্রাক্তনীদের ! আজ ইস্টবেঙ্গলে সভা