নূর-সুলতান (কাজ়াখস্তান), 19 সেপ্টেম্বর : আগামী বছরের টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেন বিশ্বের এক নম্বর কুস্তিগির বজরং পুনিয়া । আজ কাজ়াখস্তানের নূর-সুলতানে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেলেও টোকিওর টিকিট পাকা করে ফেলেছেন তিনি । সেমিফাইনালের এই ম্যাচে তিনি মুখোমুখি হয়েছিলেন ঘরের ছেলে দাউলেত নিয়াজবেকভের । ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে পর্যন্ত খেলার ফল 2-2 ছিল । তবে শেষ সেকেন্ডে বজরংয়ের বিরুদ্ধে 4 পয়েন্ট স্কোর করার দৌলতে জিতে যান কাজ়াখ কুস্তিগির ।
কয়েক ঘণ্টা আগেই কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার জং সোনকে হারিয়ে সেমিফাইনালের পাশপাশি 2020 টোকিয়ো অলিম্পিকের টিকিটও কেটে ফেলেছিলেন বজরং । 65 কেজি বিভাগের ওই ম্যাচে 8-1 পয়েন্টের ব্যবধানে সহজ জয় পান ভারতীয় কুস্তিগির । সেই প্রতিযোগিতার শুরুতেই 5-0 এগিয়ে যান ভারতীয় কুস্তিগির । এরপর 2 পয়েন্ট জেতেন উত্তর কোরিয়ার প্রতিযোগী । তবে এরপর ভারতীয় তারকা আরও 4 পয়েন্ট তুলে নেন । 8-2 এ ম্যাচ জেতেন বজরং পুনিয়া । পরে ভুল রেফারাল চেয়ে এক পয়েন্ট খোয়ান সোন ।
এর আগে স্লোভাকিয়ার ডেভিড হাবাটকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন পুনিয়া ।
এদিকে 57 কেজি বিভাগে টুর্নামেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন জাপানের ইউকি তাকাহাশিকে 6-1 পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন ভারতীয় কুস্তিগির রবি কুমারও । পাশাপাশি টোকিওর টিকিট কেটে ফেলেন তিনিও । অবশ্য বজরংয়ের মতো সেমিফাইনালে হেরে যান রবিও । এর আগে চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে 2020 অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন ভারতের মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাত ।