নয়াদিল্লি, 25 অগস্ট: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার নির্বাচনে হঠাৎ করেই যুদ্ধের দামামা। এতদিন যা মনে হচ্ছিল সর্বসম্মত প্রার্থী হিসেবেই সভাপতি হবেন কল্যাণ চৌবে। কিন্তু বৃহস্পতিবার বারবেলায় বদলে গেল সব অঙ্ক। সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া (baichung bhutia filed nomination)। মনোনয়ন জমা দিলেন অন্ধ্রপ্রদেশ ফুটবল ফেডারেশনের তরফে। সমর্থনের হাত বাড়াল রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে কল্যাণ চৌবেকে এখনই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট বলা যাবে না।
শেষমেশ কে সভাপতি হবেন তা জানতে 2 সেপ্টেম্বরের নির্বাচনের দিকেই তাকিয়ে থাকতে হবে। বাইচুংয়ের মনোনয়ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণের চারটে রাজ্য তাদের মনোনয়ন প্রত্যাহার করল। ফলে বাইচুংকে এখন লড়াই করতে হবে কল্যাণ চৌবের সঙ্গে। স্ট্রাইকার বনাম এই গোলরক্ষকের লড়াই ঘিরে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় ফুটবল। কল্যাণ গুজরাত ফুটবল ফেডারেশন থেকে মনোনয়ন দিয়েছেন। সেখানে পর্দার আড়াল থেকে কেন্দ্রীয় সরকারের সমর্থন রয়েছে বলেই মত অনেকের। শোনা যাচ্ছে ইতিমধ্যে বেশকিছু সংস্থার কাছে ফোনও পৌছে গিয়েছে কল্যাণের জন্য সমর্থন চেয়ে ।
আরও পড়ুন: কলকাতায় খেলতে এসে বর্ণবিদ্বেষের শিকার বেঙ্গালুরু, জমা পড়ল অভিযোগ
বৃহস্পতিবার থেকে সভাপতি নির্বাচনের মনোনয়ন শুরু হয়েছে। মনে করা হচ্ছিল জাতীয় দলের এই প্রাক্তন গোলরক্ষক তথা বিজেপি নেতা কল্যাণের সভাপতি পদে বসা সময়ের অপেক্ষা। তখন প্রতিপক্ষ হিসেবে সেভাবে কোনও মনোনয়ন জমা পড়বে বলে মনে হচ্ছিল না। কিন্তু ফুটবল ময়দানের মতো এখানেও চমক দিলেন কলকাতা ময়দানের 'পাহাড়ি বিছে' ।
এই মুহূর্তে কল্যাণের দিকে পাল্লা ভারী হলেও পরিস্থিতি বলদাতে শুরু করেছে । রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দিল্লির পাঁচতারা হোটেলে বুধবার সন্ধ্যায় বসেছিলেন কল্যাণ। সেখানে তিরিশটি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাই মনোনয়ন জমা দেওয়ার আগেই কল্যাণকে এআইএফএফ প্রেসিডেন্ট ধরে অভিনন্দন বার্তাও পোস্ট করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি কোষাধ্যক্ষ বা সহ-সভাপতি ঠিক করা নিয়েও আলোচনা করে ফেলেছিল কল্যাণশিবির। কিন্তু এখন পরিস্থিতি আলাদা । ফুটবলের পরিভাষায় একেবারে 'ওয়ান টু ওয়ান' সিচুয়েশন।