মেলবোর্ন, 27 জানুয়ারি: 18 বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের এই মঞ্চেই কেরিয়ার শুরু করেছিলেন ৷ কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামও সেই অস্ট্রেলিয়ান ওপেনেই (Australian Open) ৷ তাও আবার ফাইনাল ৷ তা সে হোক না মিক্সড ডবলস ৷ আজ রড লেভার এরিনায় ব্রাজিলিয়ান জুটি লুসিয়া স্তেফানি এবং রাফায়েল মাতাওসের কাছে স্ট্রেট সেটে হেরে রানার আপ হিসেবেই শেষ করতে হল সানিয়া মির্জাকে (Title eludes Sania Mirza in last Grand Slam) ৷ তবে, ম্যাচ শেষে আবেগ তাড়িত হয়ে পড়লেন টেনিস সুন্দরী ৷ জানালেন, অস্ট্রেলিয়ান ওপেন তাঁর কাছে নিজের বাড়ির মতো ৷ তাই হয়ত রড লেভার এরিনায় বিদায় বেলায় চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি ৷
এদিন অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলস ফাইনালে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন সানিয়া মির্জা ৷ জুড়িদার ছিলেন রোহন বোপান্না ৷ ব্রাজিলিয়ান লুসিয়া স্তেফানি এবং রাফায়েল মাতাওসের বিরুদ্ধে প্রথম সেট টাই ব্রেকারে হারতে হয় সানিয়া-রোহন জুটিকে ৷ তবে, দ্বিতীয় সেট খুব সহজেই জিতে নেন দুই ব্রাজিলিয়ান ৷ ম্যাচের ফল 6-7 (2-7), 2-6 ৷ ফাইনালের ফলাফল যাই হোক না কেন, আজকের রড লেভার এরিয়া সানিয়াময় হয়ে রইল ৷
-
The last dance 🧚🏽♀️💜🎾 @AustralianOpen @WTA pic.twitter.com/mR6omkQjB2
— Sania Mirza (@MirzaSania) January 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The last dance 🧚🏽♀️💜🎾 @AustralianOpen @WTA pic.twitter.com/mR6omkQjB2
— Sania Mirza (@MirzaSania) January 22, 2023The last dance 🧚🏽♀️💜🎾 @AustralianOpen @WTA pic.twitter.com/mR6omkQjB2
— Sania Mirza (@MirzaSania) January 22, 2023
2005 সালে 18 বছরের ভারতীয় তরুণীর কেরিয়ারের শুরু হয়েছিল এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ৷ সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন ৷ কিন্তু, টেনিস বিশ্ব সেদিন ভারতের এই উদীয়মান মহিলা টেনিস তারকাকে দেখেছিল ৷ পরবর্তী সময়ে একাধিক এটিপি টুর্নামেন্ট ও গ্র্যান্ড স্ল্যামের খেতাবও জিতেছেন ৷ রড লেভার এরিনাতেই ডবলস ও মিক্সড ডবলস জিতেছেন ৷ তাই আজকের ফাইনালের পর বক্তব্য রাখতে গিয়ে আবেগে ভাসলেন তিনি ৷
-
A trailblazer for women in sport 🇮🇳🎾
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/hVArmoOhmV
">A trailblazer for women in sport 🇮🇳🎾
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
Thank you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/hVArmoOhmVA trailblazer for women in sport 🇮🇳🎾
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
Thank you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/hVArmoOhmV
সানিয়া বলেন, "2005 সালে 18 বছর বয়সে এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে কেরিয়ারের শুরু করেছিলাম ৷ আমি এর পরেও কয়েকটি টুর্নামেন্ট খেলব ৷ কিন্তু, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলা আমার কাছে সৌভাগ্যের ৷ রড লেভার এরিনা আমাকে অনেক কিছু দিয়েছে ৷ মেলবোর্ন আমাকে ঘরের অনুভূতি দিয়েছে ৷ ধন্যবাদ অস্ট্রেলিয়ান ওপেন ৷"
আরও পড়ুন: শেষ গ্র্যান্ড স্ল্যামেও জৌলুস ছড়াচ্ছেন টেনিস সুন্দরী! মেলবোর্ন পার্কের ফাইনালে সানিয়া-রোহন
-
“My professional career started in Melbourne… I couldn’t think of a better arena to finish my [Grand Slam] career at.”
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0
">“My professional career started in Melbourne… I couldn’t think of a better arena to finish my [Grand Slam] career at.”
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0“My professional career started in Melbourne… I couldn’t think of a better arena to finish my [Grand Slam] career at.”
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0
এদিন 4 বছরের ছেলের সামনে মিক্সড ডবলস ফাইনালে খেলতে নামেন সানিয়া মির্জা ৷ যা তাঁর কাছে খুবই বিশেষ মুহূর্ত বলে জানান তিনি ৷ পাশাপাশি, তাঁর এই টুর্নামেন্টের মিক্সড জুটি রোহন বোপান্নাকেও ধন্যবাদ জানান সানিয়া ৷ তাঁর পরিবার এদিন রড লেভার এরিনায় উপস্থিত ছিল ৷ মা-বাবা এবং বোনকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি ৷ ট্রেনার, কোচ, ফিজিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: রাজকীয় প্রত্যাবর্তন ! অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে 'জোকার'
ব্রাজিলিয়ান জুটি যোগ্য দাবিদার হিসেবে এদিন মিক্সড ডবলস খেতাব জিতেছেন, এই বলে তাঁদের অভিনন্দন জানান সানিয়া ৷ তবে, এতকিছুর মধ্যেও একজনের নাম নিলেন না ভারতীয় টেনিস সুন্দরী ৷ যা তাঁর অবসরের বার্তাতেও ছিল না ৷ তিনি শোয়েব মালিক ৷ ভারতীয় টেনিস তারকার স্বামী তথা পাকিস্তান ক্রিকেটার ৷ সাম্প্রতিককালে দু’জনের বিচ্ছেদের গুঞ্জনের খবর সংবাদ মাধ্যমে বেরিয়ে ছিল ৷ যা নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি ৷ তবে, আজকের এই বিশেষ মুহূর্তেও শোয়েবের নাম না নেওয়া যেন সেই গুঞ্জনেই শিলমোহর দিয়ে দিল ৷