মেলবোর্ন, 26 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2022) সেমি ফাইনালে রাফায়েল নাদাল ৷ রড লেভার এরিনাতে কানাডিয়ান প্রতিপক্ষ ডেনিস শাপোভালোভকে পাঁচ সেটের গেমে 6-3, 6-4, 4-6, 3-6, 6-3 ফলাফলে হারিয়ে সেমিতে জায়গা পাকা করেছেন কুড়িটি গ্র্যান্ড স্লামের মালিক ৷ 4 ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে সপ্তমবার সেমি ফাইনালে উঠেছেন ক্লে কোর্টের সম্রাট (Rafael Nadal in Semi Final of Australian Open) ৷
টুর্নামেন্টের 14নং বাছাইয়ের বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেছিলেন স্প্যানিশ তারকা ৷ 6-3 ও 6-4 ফলে প্রথম দু’টি সেট জিতে নেন তিনি ৷ কিন্তু, অতিরিক্ত পাওয়ার গেমের ফলে মেলবোর্নের গরমে সমস্যায় পড়েন 35 বছর বয়সি এই তারকা টেনিস খেলোয়াড় ৷ তৃতীয় সেট শুরু হওয়ার পর থেকেই গরমে পেটে সমস্যা দেখা দেয় নাদালের ৷ যার জেরে 4-6 গেমে তৃতীয় সেট খোয়াতে হয় তাঁকে ৷
আরও পড়ুন : Australian Open 2022 : অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন নাদাল, জকোভিচকে নিয়ে সংশয়
পঞ্চম সেটে পেটের সেই সমস্যা তাঁকে এতটাই কাবু করে ফেলে যে, কানাডিয়ান প্রতিপক্ষ দাপটের সঙ্গে ম্যাচে ফিরে আসেন ৷ 3-6 গেমে চতুর্থ সেটও হারেন নাদাল ৷ এমনকি সেট চলাকালীন মেডিক্যাল টাইম আউট নেন তিনি ৷ চিকিৎসকদের সাহায্যে কোনও মতে চতুর্থ রাউন্ড শেষ করেন ৷ চতুর্থ সেটের শেষ পয়েন্টের আগে 7 মিনিটের বিরতি এবং পঞ্চম সেটের প্রথম সার্ভিসের আগে দু’বারের বিরতিতে অনেকটা সুস্থ হন নাদাল ৷
আরও পড়ুন : Nadal tested covid positive : করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত নাদাল
আর এই সুযোগকেই কাজে লাগান স্প্যানিশ তারকা ৷ দাপটের সঙ্গে শাপোভালোভের প্রথম দু’টি সার্ভ ব্রেক করে 2-0 গেমে লিড নেন তিনি ৷ এর পর 14নং বাছাই কানাডিয়ান খেলোয়াড় ম্যাচে ফেরার চেষ্টা করলেও, অভিজ্ঞ নাদাল তাঁকে সেই সুযোগ দেননি ৷ 6-3 গেমে পঞ্চম সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি ৷
ম্যাচ শেষে নাদাল জানিয়েছেন, ম্যাচের প্রথম দু’টি সেটের পরেই তিনি ভেঙে পড়েছিলেন ৷ মেলবোর্নের গরমে কাবু হয়ে যান তিনি ৷ তিনি এর জন্য প্রস্তুতি নেননি বলেও জানিয়েছেন রাফায়েল নাদাল ৷ এমনকি পঞ্চম সেটের শুরুতেই পরপর দু’টি গেম জিততে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন তিনি ৷ 28 জানুয়ারি রড লেভার এরিনায় সেমি ফাইনাল খেলতে নামবেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই নাদাল ৷ আর তাঁর প্রতিপক্ষ টুর্নামেন্টের সপ্তম বাছাই ইতালির মাতেও বেরেত্তিনির বিরুদ্ধে (Rafael Nadal will Play Semi Final Against Matteo Berrettini) ৷