ETV Bharat / sports

Novak Djokovic Visa Cancels : দ্বিতীয়বারেও ভিসা বাতিল, অস্ট্রেলিয়ান ওপেনে নেই জকোভিচ - Australian Open 2022

অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ক্ষমতা প্রয়োগ করে তাঁর ভিসা বাতিল করে দেন ৷ ফলে তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে এ বছর আর অংশ নেওয়া হল না (Novak Djokovic Visa Cancels) ৷

Australian Government Cancelled Novak Djokovic Visa
Australian Government Cancelled Novak Djokovic Visa
author img

By

Published : Jan 14, 2022, 4:53 PM IST

মেলবোর্ন, 14 জানুয়ারি : ফের একবার বাতিল করে দেওয়া হল নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ার ভিসা (Australian Government Cancelled Novak Djokovic Visa) ৷ ভিক্টোরিয়ার দেশের অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ক্ষমতা প্রয়োগ করে বিশ্বের 1নং টেনিস তারকার ভিসা বাতিল করেছেন ৷ ফলে আগামী সোমবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার আশা শেষ হয়ে গেল নোভাকের (Novak Djokovic Out from Australian Open 2022) ৷

নোভাকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ভিসা ফর্মে ভুল তথ্য দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার তাঁর ভিসা বাতিল করেছে ভিক্টোরিয়া সরকার (Novak Djokovic Visa Cancels) ৷ এর আগে অস্ট্রেলিয়ার আদালতের নির্দেশে নোভাকের ভিসা বাতিলের সিদ্ধান্ত বাতিল হয়ে যায় ৷ এর পর অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রীর নেতৃত্বে তদন্ত শুরু হয় ৷ যে তদন্তে গত বুধবার নিজের স্বপক্ষে একাধিক নথি জমা দেন তিনি ৷ কিন্তু, সেই নথি খতিয়ে দেখে দ্বিতীয়বার নোভাকের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক ৷

আরও পড়ুন : Australian Open Draw Postponed : একপ্রস্থ নাটকের পর অস্ট্রেলিয়ান ওপেনের ড্র'তে নাম জকোভিচের

এ নিয়ে বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ার স্কট মরিসন জানিয়ে ছিলেন, নোভাককে নিয়ে তাঁদের অবস্থানে কোনও বদল হয়নি ৷ তার 24 ঘণ্টার মধ্যেই বিশ্বের 1নং টেনিস তারকার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, তার কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা টুর্নামেন্টের ড্র পিছিয়ে দেয় ৷ তার পরেই স্কট মরিসনের এই বিবৃতি আসে ৷ এমনকি ড্র-তে নোভাকের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছিল ৷ পাশাপাশি, নোভাককে সেরা বাছাই রেখেই ড্র করার সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন :Australian Open Draw Postponed : সফর বিতর্কে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাফাই জকোভিচের

প্রসঙ্গত, নোভাক করোনার টিকা নেননি ৷ এমনকি অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার জন্য যে নথি প্রয়োজন ছিল, তাও নোভাক জমা করতে পারেননি ৷ অস্ট্রেলিয়ার কোভিডবিধি অনুযায়ী, সে দেশে প্রবেশের 14দিন আগে কোনও সফর করা যাবে না ৷ কিন্তু, সেই নিয়মও নোভাক মানেনি বলে অভিযোগ ৷

মেলবোর্ন, 14 জানুয়ারি : ফের একবার বাতিল করে দেওয়া হল নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ার ভিসা (Australian Government Cancelled Novak Djokovic Visa) ৷ ভিক্টোরিয়ার দেশের অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ক্ষমতা প্রয়োগ করে বিশ্বের 1নং টেনিস তারকার ভিসা বাতিল করেছেন ৷ ফলে আগামী সোমবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার আশা শেষ হয়ে গেল নোভাকের (Novak Djokovic Out from Australian Open 2022) ৷

নোভাকের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ভিসা ফর্মে ভুল তথ্য দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার তাঁর ভিসা বাতিল করেছে ভিক্টোরিয়া সরকার (Novak Djokovic Visa Cancels) ৷ এর আগে অস্ট্রেলিয়ার আদালতের নির্দেশে নোভাকের ভিসা বাতিলের সিদ্ধান্ত বাতিল হয়ে যায় ৷ এর পর অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রীর নেতৃত্বে তদন্ত শুরু হয় ৷ যে তদন্তে গত বুধবার নিজের স্বপক্ষে একাধিক নথি জমা দেন তিনি ৷ কিন্তু, সেই নথি খতিয়ে দেখে দ্বিতীয়বার নোভাকের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক ৷

আরও পড়ুন : Australian Open Draw Postponed : একপ্রস্থ নাটকের পর অস্ট্রেলিয়ান ওপেনের ড্র'তে নাম জকোভিচের

এ নিয়ে বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ার স্কট মরিসন জানিয়ে ছিলেন, নোভাককে নিয়ে তাঁদের অবস্থানে কোনও বদল হয়নি ৷ তার 24 ঘণ্টার মধ্যেই বিশ্বের 1নং টেনিস তারকার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, তার কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা টুর্নামেন্টের ড্র পিছিয়ে দেয় ৷ তার পরেই স্কট মরিসনের এই বিবৃতি আসে ৷ এমনকি ড্র-তে নোভাকের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছিল ৷ পাশাপাশি, নোভাককে সেরা বাছাই রেখেই ড্র করার সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন :Australian Open Draw Postponed : সফর বিতর্কে অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাফাই জকোভিচের

প্রসঙ্গত, নোভাক করোনার টিকা নেননি ৷ এমনকি অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার জন্য যে নথি প্রয়োজন ছিল, তাও নোভাক জমা করতে পারেননি ৷ অস্ট্রেলিয়ার কোভিডবিধি অনুযায়ী, সে দেশে প্রবেশের 14দিন আগে কোনও সফর করা যাবে না ৷ কিন্তু, সেই নিয়মও নোভাক মানেনি বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.