ETV Bharat / sports

FIFA World Cup 2022: মেসি নামে মুগ্ধ অজিরা, তবুও কোয়ার্টারের লড়াইয়ে জমি না-ছাড়ার বার্তা - রাউন্ড অফ সিক্সটিন

শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার সামনে মেসির আর্জেন্তিনা (Aussies Fascinated by Leonel Messi ahead of Round 16 Match) ৷ যে ম্যাচের আগে লিয়োনেল মেসিকে নিয়ে মেতে অজি ফুটবলাররা ৷

aussies-fascinated-by-leonel-messi-ahead-of-round-16-match
aussies-fascinated-by-leonel-messi-ahead-of-round-16-match
author img

By

Published : Dec 2, 2022, 9:45 PM IST

দোহা, 2 ডিসেম্বর: শনিবার ভারতীয় সময় মধ্যরাতে কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি ৷ আর তাঁর প্রতিপক্ষ ? বিশ্ব ফুটবলে 38 নম্বর ব়্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়া ৷ যারা 2006 সালের পর দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করেছে ৷ সেই অস্ট্রেলিয়ান ফুটবলারদের কাছে প্রতিপক্ষ হিসেবে মেসিকে পাওয়া যেন, স্বপ্ন দেখার মতো (Aussies Fascinated by Leonel Messi ahead of Round 16 Match) ৷ তাঁদের কাছে মেসি পারে না ফুটবলে এমন কোনও কাজ নেই ৷ এতটাই মন্ত্রমুগ্ধ তাঁরা ৷ তবে, মাঠের 90 মিনিটে মেসিকে একজন প্রতিপক্ষ হিসেবেই দেখতে চান অজিরা ৷ দুনিয়ার অন্যতম সেরা ফুটবলারকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার মাইলস ডেজেনেক ৷

ম্যাথু লেকি, অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার মেসি নিয়ে বলেন, ‘‘মাঠে ও যা চায় তাই করতে পারে ৷ বাকিরা তা পারে না ৷’’ এ যদি হয় অজি স্ট্রাইকারের মেসি বন্দনা ৷ তবে, অজি রক্ষণভাবে মেসিকে আটকানোর গুরুদায়িত্ব যার কাঁধে থাকবে, সেই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার মাইলস ডেজেনেক বলেন, ‘‘সর্বকালের সেরা ফুটবলার, যিনি এই খেলাটিকে আরও সুন্দর করে তুলেছেন ৷’’ আর এই যদি নক আউট পর্বের আগে প্রতিপক্ষের প্রতিক্রিয়া হয়, তাহলে মাঠে লিওনেল মেসির সামনে আদৌ নিজেদের খেলা তুলে ধরতে পারবেন অজি ফুটবলাররা ! প্রশ্ন থেকেই যায় ৷

Aussies Fascinated by Leonel Messi ahead of Round 16 Match
রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করে উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার

তবে, মেসিকে সম্মান করলেও, তাঁর খেলা দেখে মন্ত্রমুগ্ধ হলেও, মাঠে এলএম টেন একজন প্রতিপক্ষই থাকবেন অস্ট্রেলিয়ানদের ৷ এমনটাই জানিয়েছেন অজি ডিফেন্ডার মাইলস ডেজেনেক ৷ গ্রুপ পর্বে ফ্রান্সের বিরুদ্ধে 4-1 গোলে হেরেও, দারুণভাবে ফিরে এসেছেন অজিরা ৷ তিউনিশিয়াকে হারানোর পর, শেষ ম্যাচে ডেনমার্ককে হারিয়ে শেষ 16-তে জায়গা পাকা করেছে ক্যাঙ্গারুরা ৷ যে ম্যাচে ধরা পড়েছিল অজি আগ্রাসন ৷

Aussies Fascinated by Leonel Messi ahead of Round 16 Match
আল বায়েত স্টেডিয়ামের দর্শকাসনে অসংখ্য ’মেসি’

আরও পড়ুন: বিশ্বকাপের নকআউটে সামুরাইরা, হেরেও গোল পার্থক্যে বাঁচল স্পেন

তবে, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্তিনাও ৷ স্বয়ং লিয়ো মেসি পোল্যান্ডের বিরুদ্ধে 2-0 ম্যাচ জিতে বলেছেন, ‘‘আমরা জানি, এই মুহূর্তে সবকিছু কঠিন ৷ আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে, যেখানে গত কয়েকমাস ধরে আমরা ছিলাম ৷ তবে, তার জন্য কঠিন পরিশ্রম করতে হবে ৷’’ আর কোচ লিয়োনেল স্কালোনি বলেন, ‘‘আমরা বিশ্বকাপের শুরুতে যে অবস্থায় ছিলাম, তার একটা নির্দিষ্ট কারণ আছে ৷ তবে, সেখান থেকে আমরা অনেকটাই নিজেদের বের করে আনতে পেরেছি ৷ এবার সামনে এগিয়ে যেতে হবে ৷’’

দোহা, 2 ডিসেম্বর: শনিবার ভারতীয় সময় মধ্যরাতে কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি ৷ আর তাঁর প্রতিপক্ষ ? বিশ্ব ফুটবলে 38 নম্বর ব়্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়া ৷ যারা 2006 সালের পর দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করেছে ৷ সেই অস্ট্রেলিয়ান ফুটবলারদের কাছে প্রতিপক্ষ হিসেবে মেসিকে পাওয়া যেন, স্বপ্ন দেখার মতো (Aussies Fascinated by Leonel Messi ahead of Round 16 Match) ৷ তাঁদের কাছে মেসি পারে না ফুটবলে এমন কোনও কাজ নেই ৷ এতটাই মন্ত্রমুগ্ধ তাঁরা ৷ তবে, মাঠের 90 মিনিটে মেসিকে একজন প্রতিপক্ষ হিসেবেই দেখতে চান অজিরা ৷ দুনিয়ার অন্যতম সেরা ফুটবলারকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার মাইলস ডেজেনেক ৷

ম্যাথু লেকি, অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার মেসি নিয়ে বলেন, ‘‘মাঠে ও যা চায় তাই করতে পারে ৷ বাকিরা তা পারে না ৷’’ এ যদি হয় অজি স্ট্রাইকারের মেসি বন্দনা ৷ তবে, অজি রক্ষণভাবে মেসিকে আটকানোর গুরুদায়িত্ব যার কাঁধে থাকবে, সেই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার মাইলস ডেজেনেক বলেন, ‘‘সর্বকালের সেরা ফুটবলার, যিনি এই খেলাটিকে আরও সুন্দর করে তুলেছেন ৷’’ আর এই যদি নক আউট পর্বের আগে প্রতিপক্ষের প্রতিক্রিয়া হয়, তাহলে মাঠে লিওনেল মেসির সামনে আদৌ নিজেদের খেলা তুলে ধরতে পারবেন অজি ফুটবলাররা ! প্রশ্ন থেকেই যায় ৷

Aussies Fascinated by Leonel Messi ahead of Round 16 Match
রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করে উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার

তবে, মেসিকে সম্মান করলেও, তাঁর খেলা দেখে মন্ত্রমুগ্ধ হলেও, মাঠে এলএম টেন একজন প্রতিপক্ষই থাকবেন অস্ট্রেলিয়ানদের ৷ এমনটাই জানিয়েছেন অজি ডিফেন্ডার মাইলস ডেজেনেক ৷ গ্রুপ পর্বে ফ্রান্সের বিরুদ্ধে 4-1 গোলে হেরেও, দারুণভাবে ফিরে এসেছেন অজিরা ৷ তিউনিশিয়াকে হারানোর পর, শেষ ম্যাচে ডেনমার্ককে হারিয়ে শেষ 16-তে জায়গা পাকা করেছে ক্যাঙ্গারুরা ৷ যে ম্যাচে ধরা পড়েছিল অজি আগ্রাসন ৷

Aussies Fascinated by Leonel Messi ahead of Round 16 Match
আল বায়েত স্টেডিয়ামের দর্শকাসনে অসংখ্য ’মেসি’

আরও পড়ুন: বিশ্বকাপের নকআউটে সামুরাইরা, হেরেও গোল পার্থক্যে বাঁচল স্পেন

তবে, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্তিনাও ৷ স্বয়ং লিয়ো মেসি পোল্যান্ডের বিরুদ্ধে 2-0 ম্যাচ জিতে বলেছেন, ‘‘আমরা জানি, এই মুহূর্তে সবকিছু কঠিন ৷ আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে, যেখানে গত কয়েকমাস ধরে আমরা ছিলাম ৷ তবে, তার জন্য কঠিন পরিশ্রম করতে হবে ৷’’ আর কোচ লিয়োনেল স্কালোনি বলেন, ‘‘আমরা বিশ্বকাপের শুরুতে যে অবস্থায় ছিলাম, তার একটা নির্দিষ্ট কারণ আছে ৷ তবে, সেখান থেকে আমরা অনেকটাই নিজেদের বের করে আনতে পেরেছি ৷ এবার সামনে এগিয়ে যেতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.