নৈহাটি, 7 অগস্ট: রবিবার নৈহাটিতে মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ৷ প্রদর্শনী ম্যাচ হলেও, দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ ছিল এই দ্বৈরথ (ATKMB vs Mohammedan SC Practice Match) ৷ যেখানে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো তাঁর দলের খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস এবং স্কিল যাচাই করে নিলেন ৷ যেখান সবে মাত্র প্রস্তুতি শুরু করে, দল হিসাবে যা খেলেছেন সকলে, তাতে খুশি ফেরান্দো ৷ তবে, অপেক্ষাকৃত কম শক্তিশালী দল হিসাবে এ দিন মাঠে নামলেও মোহনবাগানকে প্রথমার্ধে ব্যাকফুটে রেখেছিলেন মহামেডানের ফুটবলাররা ৷ যদিও, ম্যাচের ফল মোহনবাগানের পক্ষেই গিয়েছে ৷ তাঁরা মহামেডানকে 2-1 গোলে হারিয়েছেন ৷
এ দিন এটিকে মোহনবাগানের হয়ে দু’টি গোলই করেছেন বিদেশি জনি কাউকো ৷ এ দিন প্রথমবার এটিকে মোহনবাগান হওয়ার পর, প্রথম কোনও জেলার মাঠে খেলতে নামে সবুজ-মেরুন ব্রিগেড ৷ ফলে মহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বি দেখতে সমর্থকদের ভীড় ভালোই হয়েছিল নৈহাটির স্টেডিয়ামে ৷ তবে, ম্যাচ হারলেও এ দিন আন্দ্রে চেরনিশভ মহামেডান দুর্দান্ত ফুটবল খেলেছে ৷ বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে ৷ প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের রক্ষণকে প্রথমার্ধে কার্যত নাজেহাল করে দিয়েছিল মহামেডানের ফরওয়ার্ড লাইন ৷
মহামেডানের দুই বিদেশি ওয়মানে এবং নুরউদ্দিন শুরু থেকে আক্রমণে ওঠেন ৷ এই পরিস্থিতিতে সবুজ-মেরুন ডিফেন্সের ভুলে ম্যাচের 40 মিনিটে পেনাল্টি পায় মহামেডান ৷ ফৈয়জকে বক্সের মধ্যে ফাউল করে মোহনবাগান ডিফেন্স ৷ পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছা়ড়া করেননি অভিষেক হালদার ৷
তবে, ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি সামলে নেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ দ্বিতীয় হাফে নতুন ফরমেশনে দল নামান তিনি ৷ আর সেখানেই ম্যাচের 68 মিনিটে সমতায় ফেলে এটিকে মোহনবাগান ৷ বক্সের মধ্যে ফারদিন আলি মোল্লাকে ফাউল করলে পেনাল্টি পায় মোহনবাগান ৷ জনি কাউকো পেনাল্টি শটে গোল করে মোহনবাগানকে ম্যাচে ফেরান ৷ এর পর ফ্রি-কিক থেকে জয়সূচক এবং নিজের দ্বিতীয় গোলটি করেন জনি কাউকো ৷
আরও পড়ুন: ফিফার হুঁশিয়ারি চিঠিতে শঙ্কার উদ্রেগ ফেডারেশনে
এদিন এটিকে মোহনবাগানের 20 জন এবং মহামেডান 18 জন খেলোয়াড় মাঠে নেমেছিলেন ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জুয়ান ফেরান্দো জানান, তিনি দলগত পারফরম্যন্সে বিশ্বাস করেন ৷ সবে মাত্র প্রস্তুতিতে নেমে তাঁর দল যা খেলেছে, তাতে জুয়ান ফেরান্দো খুশি ৷ তাই মহমেডানের মতো দলের বিরুদ্ধে এই পারফরম্যান্স যথেষ্ট ইতিবাচক বলে জানান তিনি ৷ মহমেডান স্পোর্টিংয়ের কোচ আন্দ্রে চেরনিশভ জানিয়েছেন, তাঁর দলের দুই বিদেশির পারফরম্যান্সে তিনি খুশি ৷