কলকাতা, 24 অগস্ট: প্রথম ম্যাচে হার ৷ তবে ডুরান্ডে (Durand Cup) জয়ে ফিরতে ডেস বাকিংহ্যামকে মগজাস্ত্রের লড়াইয়ে টেক্কা দিতে চেয়েছিলেন জুয়ান ফেরান্দো ৷ কিন্তু তা আর হল কই? এগিয়ে গিয়েও ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে 1-1 ড্র করল এটিকে মোহনবাগান (ATK MB vs MCFC match ends to a draw) ৷ এটিকে মোহনবাগানের হয়ে গোল করলেন লিস্টন কোলাসো (Liston Colaco)। 76 মিনিটে মুম্বইয়ের হয়ে সমতা ফেরালেন পেরেরা দিয়াজ (Jorge Pereyra Diaz) ।
প্রথম ম্যাচে অজস্র গোলের সুযোগ নষ্ট করে ম্য়াচ হারতে হয়েছিল সবুজ-মেরুনকে ৷ দ্বিতীয় ম্য়াচেও বাগানের খেলায় অগোছালো ভাব স্পষ্ট ৷ ফেরান্দোর দলের খামতির সুযোগ শেষ কোয়ার্টারে আদায় করল মুম্বই ৷ পাসের জাল বুনে এদিন পালতোলা নৌকোকে দিগভ্রষ্ট করার স্ট্র্যাটেজি নিয়েছিল মুম্বই ৷ ভিগনেশ দক্ষিণামূর্তি, বিপিন সিং, গ্রেগ স্টুয়ার্ট, পেরেরা দিয়াজদের বল দখলে রেখে প্রতিপক্ষের ছক বানচাল করাই ছিল মূল লক্ষ্য। লিস্টন কোলাসো, জনি কাউকো, হুগো বুমোস এই ত্রয়ীর উপর ভর করেই দাঁড়িয়ে এটিকে মোহনবাগানের শক্তি ৷ লিস্টন কোলাসো এই মুহূর্তে সেরা ভারতীয় ফুটবলার। মাঠের দুই প্রান্তেই সমান স্বচ্ছন্দ। যাকে নজরে রাখতে প্রতিপক্ষ রক্ষণকে বারেবারে সমস্যায় পড়তে হয়। বুধের সন্ধেয় তার ব্যতিক্রম হয়নি।
40 মিনিটে আশিস রাইয়ের পাস থেকে লিস্টনের গোল সেই ধারাবাহিক ভালো ফুটবলের ফসল। তার আগে লিস্টন একটি শট পোস্টে লেগে না ফিরলে লিস্টনের নামের পাশে আরও একটি গোল লেখা হয়ে থাকত ৷ ম্যাচের নিয়ন্ত্রণ কার্যত নিজেদের পায়ে রেখেও দিনের শেষে এটিকে মোহনবাগান পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ ৷ কারণটা রক্ষণের ভুল বোঝাবুঝি। 77 মিনিটে ডানদিক থেকে বাড়ানো সেন্টারে পেরেজ দিয়াজ যখন মাথা ছুঁইয়ে সমতা ফেরালেন, তখন সবুজ মেরুনের পোগবা, প্রীতম, ম্যাকহিউরা নীরব দর্শক।
-
𝐅𝐮𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞!
— Durand Cup (@thedurandcup) August 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A pulsating contest between two @IndSuperLeague powerhouses ended up in a stalemate as @atkmohunbaganfc shared points with @MumbaiCityFC.#ATKMB 1-1 #MCFC#ATKMBMCFC ⚔️#VYBK 🏟️#DurandCup 🏆#IndianOilDurandCup 🏆#DurandCup2022 🏆#IndianFootball ⚽ pic.twitter.com/mudrqqjsd3
">𝐅𝐮𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞!
— Durand Cup (@thedurandcup) August 24, 2022
A pulsating contest between two @IndSuperLeague powerhouses ended up in a stalemate as @atkmohunbaganfc shared points with @MumbaiCityFC.#ATKMB 1-1 #MCFC#ATKMBMCFC ⚔️#VYBK 🏟️#DurandCup 🏆#IndianOilDurandCup 🏆#DurandCup2022 🏆#IndianFootball ⚽ pic.twitter.com/mudrqqjsd3𝐅𝐮𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞!
— Durand Cup (@thedurandcup) August 24, 2022
A pulsating contest between two @IndSuperLeague powerhouses ended up in a stalemate as @atkmohunbaganfc shared points with @MumbaiCityFC.#ATKMB 1-1 #MCFC#ATKMBMCFC ⚔️#VYBK 🏟️#DurandCup 🏆#IndianOilDurandCup 🏆#DurandCup2022 🏆#IndianFootball ⚽ pic.twitter.com/mudrqqjsd3
আরও পড়ুন: লাল হলুদের ষষ্ঠ বিদেশি ডোহার্তি, বড় ম্যাচের টিকিটের আকুতিতে চেনা ছবি ফিরল ময়দানে
ড্র করে দু'ম্যাচে এক পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এটিকে মোহনবাগান রইল চার নম্বরে। সুবিধাজনক জায়গায় মুম্বই সিটি এফসি এবং রাজস্থান ইউনাইটেড। এমনিতেই ডুরান্ড কাপের গ্রুপ বি আদতে 'গ্রুপ অব ডেথ' ৷ সেই গ্রুপে নিজেদের বাঁচিয়ে খেতাবের দৌড়ে থাকার লড়াইটা বুধের সন্ধেয় আরও কঠিন করে ফেলল জুয়ান ফেরান্দোর ছেলেরা।