কলকাতা, 2 মে: সুপার কাপের ব্যর্থতা অতীত। আইএসএল চ্যাম্পিয়নদের সামনে এবার এএফসি কাপের মূলপর্বে যাওয়ার হাতছানি। বুধবার হায়দরাবাদ এফসি'র বাধা টপকাতে পারলেই এএফসি কাপের মূলপর্বে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান। সোমবার ঘরের মাঠে শেষ অনুশীলন সেরে সেই লক্ষ্যেই কোঝিকোড় উড়ে গেল এটিকে মোহনবাগান। এএফসির কোয়ালিফাইং রাউন্ডের জন্য প্রায় দশদিন অনুশীলন করলেন প্রীতম কোটাল, শুভাশিস বসু, হুগো বুমোসরা। ইতিমধ্যেই দিমিত্রি পেত্রাতোসদের ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের। দলে যোগ দিয়েছেন ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও। ফলে এএফসি কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে সকল বিদেশিকেই পাচ্ছেন কোচ জুয়ান ফেরান্দো।
বুধবারের ম্যাচের আগে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী হলেও, হায়দরাবাদ এফসিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ফেরান্দোরা। কারণ নিজামের শহরের দলটির সঙ্গে সবুজ-মেরুনের মেঠো যুদ্ধ সবসময়ই গোলা-বারুদে ঠাসা। এবার লড়াই এশীয় স্তরে। প্রত্যাশা পূরণ করতে মেরিনার্সরা যে মরিয়া, তা পেত্রাতোসের কথাতেই পরিষ্কার। সবুজ-মেরুন স্ট্রাইকার বলছেন, "আইএসএল চ্যাম্পিয়ন হয়েই থেমে থাকতে চাই না। গতবার ইন্টার জোনাল সেমিফাইনাল খেলেছিলাম। এবার আরও উপরে ওঠাই লক্ষ্য। হায়দরাবাদকে হারিয়ে খোলা মনে দেশে ছুটি কাটাতে চাই।'
আরও পড়ুন: তিন গোলে হার, সুপার কাপে শেষ মোহনবাগানের অভিযান
সুপার কাপের ব্যর্থতা ভুলে ঝাঁপানোর কথা বলছেন শুভাশিস বসুও। তাঁর কথায়, সুপার কাপের ব্যর্থতা ভুলে ঝাঁপাতে চাই। ছুটিতে যাওয়ার আগে এই ম্যাচটা জিতে শেষ করতে চাইছি। দলগত সংহতিতে নির্ভর করেই আমরা মাঠে নামব। অন্যদিকে, কোঝিকোড় আশিক কুরুনিয়ানের হোম টাউন । সেখানেই সুপার কাপের ফাইনাল জিততে চেয়েছিলেন তিনি। বুধবারের ম্যাচের আগে লোকাল বয় বলেছেন, "কোঝিকোড় আমার নিজের শহর। চেয়েছিলাম, সুপার কাপের ফাইনাল ওখানে খেলব। সেই স্বপ্নপূরণ হয়নি। এবার সুযোগ হাতছাড়া করতে চাই না। ঘরের মাঠে খেলার সুবিধাকে কাজে লাগাতে চাই।" তাই আইএসএল ট্রফি অতীত। 'শেষ ভালো যার সব ভালো' মন্ত্রে বিশ্বাস রেখে মরশুমে ইতি টানতে চায় মোহনবাগান।